

রিয়াল মাদ্রিদের মতো দলে জায়গা পাকা করতে সময় লাগলেও, একবার সুযোগ পেয়ে নিজের প্রতিভাতেই আলো ছড়াচ্ছেন রিয়ালের তুর্কিশ মিডফিল্ডার আরদা গুলের। আর তার এই ধারাবাহিক পারফরম্যান্সেই এবার আরও দুই মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ কোটি টাকা) খরচ করতে হচ্ছে স্প্যানিশ জায়ান্টদের।
তুর্কি গণমাধ্যম Fanatik-এর তথ্য অনুযায়ী, গুলেরের খেলার সংখ্যার সঙ্গে যুক্ত চুক্তির শর্ত পূরণ হওয়ায় ফেনেরবাচেকে অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। ক্লাবটির হয়ে ৭৫ ম্যাচ খেলার মাইলফলক ছোঁয়ায়ই খুলেছে এই নতুন পরিশোধের দরজা।
চুক্তি অনুযায়ী, গুলার যদি ১০০ ও ১২৫ ম্যাচেও পৌঁছান, প্রতিটি স্তরে আরও দুই মিলিয়ন ইউরো করে পাবে ফেনেরবাচে। যদিও ১২৫ ম্যাচে পৌঁছানো এখনই সম্ভব নয়, তবে জাভি আলোনসোর অধীনে নিয়মিত খেললে ১০০ ম্যাচের মাইলফলক এই মৌসুমেই ছুঁতে পারেন ২০ বছর বয়সী এই প্রতিভাবান মিডফিল্ডার।
গুলেরের পারফরম্যান্সই তার প্রতি আলোনসোর আস্থার কারণ। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের সব ম্যাচেই অংশ নিয়েছেন তিনি—মোট ১৪ ম্যাচে খেলেছেন ৯২৯ মিনিট। তিনটি গোল ও ছয়টি অ্যাসিস্টে সরাসরি জড়িত এই তুর্কি তরুণ এখন দলটির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়।
শুধু এ মৌসুমেই নয়, গুলেরের উন্নতির ধারা শুরু হয়েছিল আরও আগে থেকেই। যখন তাকে ফেনেরবাচে থেকে ধারে নেওয়ার কথা ভাবছিল রিয়াল মাদ্রিদ, তখনই আলোনসো তার বায়ার লেভারকুসেনের মধ্যমাঠে এই তরুণকে চেয়েছিলেন। এখন সেই আলোনসোর হাতেই গুলেরের ক্যারিয়ার নতুন উচ্চতায় পৌঁছেছে।
রিয়াল মাদ্রিদ এরই মধ্যে আগের দুই ধাপের (২৫ ও ৫০ ম্যাচ) বোনাস হিসেবে ফেনেরবাচেকে মোট চার মিলিয়ন ইউরো দিয়েছে। এবার ৭৫ ম্যাচ পূর্ণ করায় সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ছয় মিলিয়নে।
এমন এক সময়, যখন রিয়াল মাদ্রিদ দলে প্রতিদ্বন্দ্বিতা তুঙ্গে, সেখানে আরদা গুলের নিজের জায়গা তৈরি করেছেন প্রতিভা, ধৈর্য আর পারফরম্যান্সে। ক্লাবের অতিরিক্ত অর্থব্যয় তাই এই তরুণের জন্য যেন আরও এক রকম স্বীকৃতি—‘মূল্যবান রত্ন’ হয়ে উঠছেন তিনি রিয়ালের ভবিষ্যতের জন্য।
মন্তব্য করুন