

জাতীয় দলে অভিষেকের আগেই আলোচনায় আসেন প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। সমর্থকদের তীব্র সমালোচনার পর তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়। সাম্প্রতিক তিনটি ম্যাচেই বাংলাদেশের জার্সিতে মাঠে নেমেছেন তিনি। তবে এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচের জন্য বাফুফের ঘোষিত দলে রাখা হয়নি ফাহমিদুলকে।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে দুই প্রতিবেশী দেশ ১৮ নভেম্বর ঢাকায় মুখোমুখি হবে। এশিয়ান কাপের বাছাইয়ের ‘সি’ গ্রুপে বাংলাদেশ ও ভারতের অভিযান অবশ্য শেষ হয়ে গেছে। গ্রুপ থেকে মূল পর্বে যাওয়ার দৌড়ে আছে হংকং ও সিঙ্গাপুর।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সবশেষ হংকং ম্যাচের আগে প্রাথমিক তালিকা ছিল ২৮ জনের। সেই তালিকা থেকে পরিবর্তন কেবল দুটি। দুটি হলুদ কার্ড দেখার কারণে ঘোষিত দল থেকে বাদ পড়েছেন ফাহমিদুল। অন্যদিকে, মোহামেডানের ডিফেন্ডার মেহেদী হাসান মিঠুর জায়গায় নেওয়া হয়েছে আবাহনীর ডিফেন্ডার শাকিল হোসেনকে।
বাংলাদেশের স্কোয়াড
গোলরক্ষক : মিতুল মারমা, পাপ্পু হোসেন, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ
ডিফেন্ডার : তপু বর্মণ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আব্দুল্লাহ ওমর
মিডফিল্ডার : সোহেল রানা, মো. সোহেল রানা, জামাল ভূঁইয়া, হৃদয়, কাজেম শাহ, হামজা চৌধুরী, শামিত সোম, মোরসালিন
ফরোয়ার্ড : শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, আরমান ফয়সাল আকাশ, আল আমিন, ইব্রাহীম
মন্তব্য করুন