

আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরকে সামনে রেখে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস উন্মোচন করেছে আর্জেন্টিনা, জার্মানি, স্পেনসহ ২২ দেশের জার্সি। মূলত, যেসব ফেডারেশনের সঙ্গে অ্যাডিডাসের চুক্তি রয়েছে তাদের জার্সিই উন্মোচন করা হয়েছে। এই জার্সি গায়ে দিয়েই ২০২৬ বিশ্বকাপ মাতাবে দলগুলো।
আর্জেন্টিনার নতুন জার্সিতে ইতিহাস, উদ্ভাবন ও অতীত অর্জনের প্রতি শ্রদ্ধার ছাপ ফুটিয়ে তোলা হয়েছে। তিনবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের জার্সিতে রয়েছে তিন তারকার উপস্থিতি। ঐতিহ্যবাহী লম্বা ডোরাগুলোতে তিনটি রঙের আকাশি নীলের ছোঁয়া, যা অনুপ্রাণিত ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপ জয়ের জার্সি থেকে। পাশাপাশি জার্সিতে ঘাড়ের পেছনে খোদাই করে ‘১৮৯৩’ সাল লেখা—এই বছর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রতিষ্ঠিত হয়। বুকের মাঝে সোনালি প্যাঁচ, যা ২০২২ সালে কাতারে আর্জেন্টিনার সর্বশেষ বিশ্বকাপ জয়ের প্রতীক।
আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে নতুন এই জার্সিতে অভিষেক হবে আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড়দের। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।
অ্যাডিডাসের ওয়েবসাইট থেকে আর্জেন্টিনার ২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল জার্সিটি কেনা যাবে। এর জন্য খরচ করতে হবে সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ১৮০ ডলার।
ফুটবলারদের জন্য জার্সি আরামদায়ক করতে প্রতিটি জার্সিতে ব্যবহার করা হয়েছে পরবর্তী প্রজন্মের ক্লাইমাকুল+ উপাদান এবং এমনভাবে নকশা করা হয়েছে যাতে খেলোয়াড়দের শরীরে বায়ু চলাচলে সুবিধা হয়। জার্সিতে রয়েছে লেন্টিকুলার ক্রেস্ট বা লুকানো লেখনী, যা এক অনন্য অনুসন্ধানের অনুভূতি যোগ করেছে।
মন্তব্য করুন