ইংলিশ লিগ কাপ থেকে ছিটকে গেছে ম্যানচেস্টার সিটি। এবার নিয়ে টানা তিনবার প্রতিযোগিতা থেকে বিদায় নিল পেপ গার্দিওলার শিষ্যরা। লিগ কাপের তৃতীয় রাউন্ডে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ১-০ গোলে হেরে যায় সিটি। প্রতিযোগিতার আরেক ম্যাচে লেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে লিভারপুল।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে ম্যানসিটিকে হারিয়ে লিগ কাপের শেষ ষোলোতে উঠেছে নিউক্যাসেল ইউনাইটেড। এই রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলবে ম্যাগপাইরা। গত আসরের ফাইনালে দুদলের লড়াইয়ে ২-০ গোলে জিতেছিল ইউনাইটেড।
লিগ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে নিউক্যাসেলের ঘরের মাঠ জেমস পার্কে মাঠে নামে ম্যানসিটি। এদিন আর্লিং হলান্ড, ফিল ফোডেন ও কাইল ওয়াকারকে বিশ্রামে রেখেছিলেন সিটি বস। তারকা ফুটবলারদের ছাড়াও দুর্দান্ত ফুটবল খেলে ট্রেবল জয়ীরা। কিন্তু ম্যাচের ৫৩ মিনিটে আলেক্সান্ডার আইজ্যাক গোল করে এগিয়ে দেন নিউক্যাসলকে। আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেজ দুটি সহজ সুযোগ মিস করেন। ফলে ৬৮ শতাংশ বল নিজেদের দখলে রেখেও টানা তিনবার লিগ কাপ থেকে বিদায় নিয়েছে গার্দিওলার শিষ্যরা।
রাতের আরেক ম্যাচে ম্যাচের তিন মিনিটেই লেস্টার সিটির বিপক্ষে পিছিয়ে পড়ে লিভারপুল। ক্যাসি ম্যাকটি গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় অলরেডরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই কোডি গাকপোর গোলে সমতায় ফেরে লিভারপুল। ম্যাচের ৭০ মিনিটে ২-১ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এবার গোল করেন হাঙ্গেরিয়ান স্ট্রাইকার সোবোসলাই। ৮৯ মিনিটে গোল করে লিভারপুলের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন পর্তুগিজ ফুটবলার দিয়েগো জোতা।
মন্তব্য করুন