বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

তিন মাসের জন্য মাঠের বাইরে লিভারপুল ডিফেন্ডার

ইনজুরিতে পড়ে মাঠ ছাড়ছেন রবার্টসন । ছবি: সংগৃহীত
ইনজুরিতে পড়ে মাঠ ছাড়ছেন রবার্টসন । ছবি: সংগৃহীত

গত বছরটা একেবারেই খারাপ গেছে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা দল লিভারপুলের। প্রিমিয়ার লিগের সেরা চারে না থাকার পাশাপাশি কোনো ট্রফিও জোটেনি কপালে। অবশ্য ২০২৩-২৪ মৌসুমে লিভারপুলের শুরুটা হয়েছে ভালোই কিন্তু এই ভালো শুরুর মধ্যেই বড় ধরনের ধাক্কা খেল ইয়ুর্গেন ক্লপের দল। ইনজুরিতে মাস তিনেকের জন্য ছিটকে গেছে দলের অন্যতম ভরসা ডিফেন্ডার অ্যান্ডি রবার্টসন।

নিজ দেশ স্কটল্যান্ডের হয়ে আন্তর্জাতিক দায়িত্বে থাকা অবস্থায় কাঁধের ইনজুরিতে পরেন এই ডিফেন্ডার। ইনজুরিতে অস্ত্রোপচারের প্রয়োজন নিশ্চিত হওয়ার পরে লিভারপুল সম্ভবত অ্যান্ডি রবার্টসনকে তিন মাসের জন্য হারাতে পারে।

গত বৃহস্পতিবার সেভিয়ায় স্কটল্যান্ডের ২-০ গোলে পরাজয়ের সময় স্পেনের গোলরক্ষক উনাই সিমনের সঙ্গে সংঘর্ষে রবার্টসন কাঁধে ব্যথা পান। পরে ম্যাচ শেষে তিনি এই সপ্তাহে লিভারপুলে ফিরে আসেন। লিভারপুলে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা মূল্যায়ন করার পর ক্লাবের আশঙ্কা নিশ্চিত হয়েছে যে স্কটিশ এই ডিফেন্ডারের অপারেশন প্রয়োজন হবে।

২৯ বছর বয়সী লেফট-ব্যাক, সাম্প্রতিক বছরগুলোতে ক্লপের দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য। যিনি এই মৌসুমে এখন পর্যন্ত তার ক্লাবের আটটি লিগ গেমের প্রতি মিনিটে খেলেছেন। অভিজ্ঞ এই ডিফেন্ডারকে আগামী বছর পর্যন্ত প্রতিযোগিতামূলক অ্যাকশনে পাওয়া যাবে না বলে ক্লপ নিশ্চিত করেছেন।

লিভারপুল ম্যানেজার ক্লপ বলেন: “আমি মনে করি সিদ্ধান্ত হল আমরা অস্ত্রোপচারের দিকে যাব। অস্ত্রোপচার ছাড়া আমাদের চেষ্টা করার সামান্য সুযোগ আছে কিন্তু প্রায় সব বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে মনে হচ্ছে সার্জারি হবে সবচেয়ে ভালো সিদ্ধান্ত, বিশেষ করে দীর্ঘমেয়াদে নিশ্চিতভাবে এবং তার মানে তাকে (রবার্টসন) আমাদের কিছু সময়ের জন্য হারাতে হবে।

“আমি ঠিক কতক্ষণ জানি না তবে এটি কাঁধের অস্ত্রোপচার তাই একেবারে সহজ নয়। আমার অভিজ্ঞতায় আপনি আবার খুব দ্রুত প্রশিক্ষণ নিতে পারেন তবে ফুটবল-নির্দিষ্ট নয় কারণ আপনাকে চ্যালেঞ্জ এবং এই ধরনের জিনিসগুলোর বিষয়ে সতর্ক থাকতে হবে। সে কিছুক্ষণের জন্য বাইরে থাকবে।”

আগামী সপ্তাহে রবার্টসনের অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। অস্ত্রোপচারের পর লিভারপুল সমস্যার সম্পূর্ণ পরিধি আবিষ্কার করবে এবং অপারেশনের পরে ফুল-ব্যাকের মাঠে ফেরার সময় সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাওয়া যাবে। স্কটল্যান্ডের অধিনায়ক আগের ইনজুরি থেকে দ্রুত সেরে উঠলেও ক্লপের ধারণা কমপক্ষে তিন মাসের অনুপস্থিত থাকবে রবার্টসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে বিচারকের বাসায় ককটেল হামলা 

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলার অভিযোগ

ইসলামের নামে ধোঁকা দেওয়া সহ্য করবে না মানুষ : ১২ দলীয় জোট 

ভোটে সহিংসতার দায় আ.লীগের কেন, ব্যাখ্যা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

চবির নতুন ডিনকে আ.লীগপন্থি দাবি করে জাতীয়তাবাদী ফোরামের ক্ষোভ

ভারতের কূটনীতিকদের পরিবার সরানোর কোনো কারণ খুঁজে পাই না : পররাষ্ট্র উপদেষ্টা

বৃহস্পতিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

ভিসানীতিতে পরিবর্তন, যুক্তরাষ্ট্রে ভারতীয়দের জন্য বড় ধাক্কা

বিএনপির ৪ নেতার পদত্যাগ

১০

কবে পদত্যাগ করবেন, জানালেন ডাকসুনেতা সর্বমিত্র চাকমা

১১

সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত

১২

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

১৩

বৃষ্টি নিয়ে নতুন বার্তা

১৪

কে এই তামিম রহমান?

১৫

চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা

১৬

বাঞ্ছারামপুর উপজেলা সার্ভেয়ার সমিতির নতুন কমিটি / সভাপতি আব্বাস, সম্পাদক নুরুল আমিন

১৭

ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

১৮

স্ত্রী-সন্তানের কবর ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন সাদ্দাম

১৯

উন্নয়ন ও সেবায় কেউ পিছিয়ে থাকবে না : আবু আশফাক

২০
X