বর্তমান ক্রিশ্চিয়ানো রোলানদো আর এক বছর আগের ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে পার্থক্য আকাশ-পাতাল। এক বছর আগে যে রোনালদো ছিলেন ক্যারিয়ারের সবচেয়ে বাজে ফর্মে বর্তমানে সেই রোনালদোই আছেন দারুণ ফর্মে। তার ম্যাজিকেই তার ক্লাব আল নাসর পেল জয়ের দেখা। আন্তর্জাতিক বিরতি থেকে ফিরেই দলকে জয়ের ধারায় ফেরালেন পর্তুগিজ কিংবদন্তি। প্রথমে গোল খেয়ে পিছিয়ে পড়েও দামাককে হারিয়ে পয়েন্ট তালিকায় বেনজেমার দল আল ইত্তিহাদকে পেছনে ফেলেছে আল নাসর।
শনিবার (২১ অক্টোবর) সৌদি প্রো লিগের ম্যাচে দামাক এফসির বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় পেয়েছে আল নাসর। কেভিন এনকৌদুর গোলে দামাক এগিয়ে যাওয়ার পর অ্যান্ডারসন তালিস্কা ও ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করে আল নাসরকে জয় এনে দেন।
ঘরের মাঠে আল নাসর বল দখলে রাখলেও আক্রমণে ছিল যাচ্ছেতাই। রোনালদোর দল ১২টি শট নিয়ে মাত্র ২টি লক্ষ্যে রাখলেও দামাক ১৬টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রেখেছে।
ম্যাচের ২০তম মিনিটে অবশ্য প্রথম শক্তিশালী আক্রমণটা আল নাসরই করে। মাঝমাঠের একটু ভেতর থেকে আল খাইবারি দূরপাল্লার শট নিয়েছিলেন। সেই শট ফিরিয়ে দেন দামাকের গোলরক্ষক।
৪১ মিনিটের সময় অবশ্য গোল খেতে বসে আল নাসর। বা প্রান্ত দিয়ে আসান সিসেকে দারুণ এক পাস দিয়েছিল সতীর্থ খেলোয়াড়। কিন্তু আল নাসরের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। দারুণভাবে সেই শট ব্লক করেন আল নাসরের গোলরক্ষক আল নাজ্জার।
প্রথমার্ধের একদম শেষমুহূর্তে গোল খায় আল নাসর। তালিস্কা অ্যান্ডারসন ও রোনালদো ওয়ান-টু পাস খেলে দামাকের ডি বক্সে প্রায় ঢুকে পড়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে রোনালদোকে ট্যাকল করে বল কেড়ে নেয় দামাকের খেলোয়াড়রা। এরপর দ্রুত প্রতি আক্রমণে উঠে ডান প্রান্ত দিয়ে কোনাকুনি শটে গোল করেন দামাকের উইঙ্গার এনকৌদু।
দ্বিতীয়র্ধে আক্রমণাত্মক খেলতে থাকে আল নাসর। ফলও পায় তারা। ৫২ মিনিটে তালিস্কার গোলে সমতায় ফেরে তারা। সরাসরি ফ্রিকিকে বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান।
আন নাসরের দ্বিতীয় গোলটিও এসেছে ফ্রিকিক থেকে। ৫৬ মিনিটে রোনালদো দুর্দান্ত এক ফ্রিকিকে গোলটি করেন। গোলরক্ষকের বাঁ দিকে বল পাঠান তিনি। বিভ্রান্ত গোলরক্ষক ঝাঁপ দেওয়ারও সুযোগ পাননি।
শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। এই জয়ে ১০ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে তারা। ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল-হিলাল। সমান ম্যাচে আল তাউনের সংগ্রহ ২৩ পয়েন্ট।
মন্তব্য করুন