ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

শেষদিকের ঝলকে জিতল কিংস

বসুন্ধরার গোল উদ্‌যাপন । ছবি: সংগৃহীত
বসুন্ধরার গোল উদ্‌যাপন । ছবি: সংগৃহীত

স্কোরলাইন দেখে মনে হতে পারে জয়টা সহজেই এসেছে, ম্যাচের চিত্রনাট্য অবশ্য তেমন ছিল না। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ৭৯ মিনিট পর্যন্ত গোলশূন্য ম্যাচ শেষদিকের ঝলকে ৩-০ ব্যবধানে জিতল বসুন্ধরা কিংস।

চার ম্যাচে শতভাগ জয় এসেছে দুই ব্রালিয়ানের নৈপুণ্য—দোরিয়েলতন গোমেজ করেছেন জোড়া লক্ষ্যভেদ, আরেক গোল রবসন রবিনিয়োর। এ নিয়ে লিগে সাত গোল করলেন দোরিয়েলতন। চতুর্থ রাউন্ড শেষে সর্বোচ্চ গোলদাতা এ ব্রাজিলিয়ানই।

গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে কিক-অফের পর থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা হলেও কোনো দল ডেডলক ভাঙতে পারেনি। ২০ মিনিটে রবিনিয়োর কল্যাণে প্রথম সুযোগ সৃষ্টি করেছিল বসুন্ধরা কিংস; ব্রাজিলিয়ান প্লে-মেকারের শট অবশ্য ক্রসবার উঁচিয়ে বাইরে গেছে। ২৭ মিনিটে শেখ জামালের ব্রাজিলিয়ান প্লে-মেকার হিগোর লেইতের ফ্রি-কিক সম্ভাবনা জাগিয়েও পোস্টের বাইরে দিয়ে গেছে। ৩৩ মিনিটে রবসন রবিনিয়োর ব্যাক হিল থেকে মিগেল ফিগেইরার শট লাফিয়ে ওঠা শেখ জামাল গোলকিপার মাহফুজ হাসান প্রীতমকে ফাঁকি দিলেও বল ক্রসবার ঘেঁষে বাইরে গেছে। প্রথমার্ধের শেষদিকে গোলের জন্য মরিয়া বসুন্ধরা কিংস প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করলেও সুফল তুলতে পারেনি।

বিরতির পর অবশ্য লড়াইটা অসম হয়ে ওঠে। মনে হচ্ছিল কিংসের গোল পাওয়া সময়ের ব্যাপার মাত্র। কিন্তু টানা চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের সামনে প্রাচীর হয়ে দাঁড়ান গোলরক্ষক প্রীতম। ৫৮, ৬৮ ও ৭১ মিনিটে প্রতিপক্ষের তিনটি প্রচেষ্টা রুখে দিয়েছেন ২৪ বছর বয়সী এ গোলরক্ষক। ম্যাচের শেষ ১১ মিনিট তাসের ঘরের মতো ভেঙে পড়ে প্রিমিয়ার লিগের তিনবারের চ্যাম্পিয়নদের প্রতিরোধ। ৭৯ মিনিটে ডানদিক থেকে রাকিব হোসেন এক ডিফেন্ডারকে কাটিয়ে গোলমুখে দারুণ ক্রস ফেলেন, হেডে গোলরক্ষককে পরাস্ত করে কিংসকে কাঙ্ক্ষিত লিড এনে দেন দোরিয়েলতন। ৮৫ মিনিটে সমতার সুযোগ এসেছিল শেখ জামালের সামনে। হিগোর লেইতের শট পোস্টের বাইরে গেলে সে প্রচেষ্টা ব্যর্থ হয়। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মিগেলের থ্রু পাস পাস থেকে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন দোরিয়েলতন। ম্যাচের শেষদিকে রবসন রবিনিয়ো ফ্রি-কিক থেকে তৃতীয় গোল করেন।

চার ম্যাচ থেকে শতভাগ জয়ে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে বসুন্ধরা কিংস। লিগে চার ম্যাচে এটি ছিল শেখ জামালের তৃতীয় হার। শেখ রাসেলের কাছে হার দিয়ে লিগ শুরু করা দলটি পরের ম্যাচে পুলিশকে হারিয়ে ঘুরে দাঁড়ায়। ঢাকা আবাহনীর পর বসুন্ধরা কিংসের কাছেও হারল সাবেক চ্যাম্পিয়নরা।

রাজশাহী স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের অন্য ম্যাচে রহমতগঞ্জ ২-২ গোলে ফরটিজ এফসির সঙ্গে ড্র করেছে। উজবেকিস্তানের ডিফেন্ডার জাসুর জুমায়েভ ২২ মিনিটে রহমতগঞ্জকে এগিয়ে দেন। ৩১ মিনিটে গাম্বিয়ান ফরোয়ার্ড দাওদা সিসের গোলে সমতায় আসে ফরটিজ। ৭২ মিনিটে আর্নেস্ট বোয়েটাং ফরটিজকে এগিয়ে দেন। ৮২ মিনিটে আরেক গাম্বিয়ান পা ওমার বাবুউর গোলে সমতায় আসে রহমতগঞ্জ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ দিন সাগরে ভেসে জীবিত ফিরলেন মোরশেদ

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছে নারী আম্পায়ার

মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

বিএনপি কর্মীদের নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিলেন জয়

খাঁচায় বন্দি রেখে পাখি পালন করা কি জায়েজ আছে?

সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের কাণ্ড

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

নদীতে ভাসছিল নিখোঁজ চালকের মরদেহ, উধাও অটো

টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন মোবাইল থেকে যেভাবে করবেন

দুদকের দুই উপ-পরিচালক বরখাস্ত

১০

দলের স্বার্থে খেলে কপাল পুড়ল দুই ক্রিকেটারের, দাবি অশ্বিনের

১১

মহাখালীর সাত তলা বস্তিতে ভয়াবহ আগুন 

১২

আমি দায়িত্ব নেওয়ার পর ১২টা হাতি মরে গেছে : রিজওয়ানা

১৩

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৪

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

১৫

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

১৬

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

১৭

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

১৮

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

১৯

বঞ্চিত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন পেশ

২০
X