স্প্যানিশ লা লিগায় দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন এফসি বার্সেলোনা। ঘরের মাঠে ১৭ সেকেন্ডে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়াল কাতালান জায়ান্টরা। আলাভেসের বিপক্ষে দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে বার্সার জয় নিশ্চিত করেন পোলিশ গোলমেশিন রবার্ট লেভানদোভস্কি।
রোববার (১২ নভেম্বর) এস্তাদিও অলিম্পিক লুইজ কোম্পানি স্টেডিয়ামে দেপোর্তিভো আলাভেসকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা।
নিজেদের হোম ভেন্যুতে প্রথম মিনিটেই গোল হজম করে বসে বার্সেলোনা। মাত্র ১৭ সেকেন্ডের মাথায় আলাভেসকে ১-০ গোলে লিড এনে দেন স্যামুয়েল ওমরোডিয়ন। ১৪ মিনিটের মাথায় আবারও বিপদে পারতে গিয়েছিল জাভি হার্নান্দেজের শিষ্যরা। তবে সহজ সুযোগ মিস করে গোলপোস্টের বাইরে শট নেন ওমরোডিয়ন। ১৭ মিনিটের সময় সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করে স্বাগতিকরা। এক গোলে পিছিয়ে থেকে বিরতি যায় বার্সা।
বিরতি থেকে ফিরেই ম্যাচে সমতায় ফেরে বার্সেলোনা। ডিফেন্ডার জুলস কুন্দের ক্রসে হেড থেকে গোল করেন লেভানদোভস্কি। আলাভেসের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালাতে থাকে ফেরান তোরেস- লেভানদোভস্কিরা। সেই ধারাবাহিকতায় ৭৮ মিনিটে ২-১ গোলে এগিয়ে যায় বার্সা। ফেরান তোরেসকে ডি-বক্সের মধ্যে ফেলে দেন আলাভেসের খেলোয়াড়। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে নিজের ও বার্সেলোনার দ্বিতীয় গোল করেন পোলিশ স্ট্রাইকার। বাকি সময়ে গোল না হওয়ায় ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
এই জয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থাকা জিরোনা ও রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমিয়েছে বার্সেলোনা। ১৩ ম্যাচ থেকে ৩০ পয়েন্ট সংগ্রহ করেছে জাভি হার্নান্দেজের শিষ্যরা। সমানসংখ্যক ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনার নগর প্রতিদ্বন্দ্বী জিরোনা।
মন্তব্য করুন