লিওনেল মেসির পালকে যুক্ত হল আরও একটি পালক। কদিন আগেই রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন ফুটবল মহাতারকা। এবার আরেকটি পুরস্কার জিতলেন আর্জেন্টাইন অধিনায়ক। ২০২৩ মৌসুমের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’-এর খেতাব জিতলেন মেসি।
২০২৩-২৪ এমএলএস মৌসুম শুরু হয়েছে ফ্রেব্রুয়ারি মাসে। জুলাই মাসে ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ছেড়ে মার্কিন ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। মৌসুমের শুরু থেকে মায়ামির হয়ে না খেলেও মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার নিজের করে নিয়েছেন আটবারের ব্যালনজয়ী ফুটবলার।
Lionel Messi has been named Inter Miami's MVP, Most Valuable Player of the season! pic.twitter.com/1UMRTgSOiY
— Roy Nemer (@RoyNemer) November 12, 2023মার্কিন মুল্লুকে যোগ দিয়েই মায়ামিকে তাদের ইতিহাসের প্রথম শিরোপা উপহার দেন মেসি। লিগস কাপের শিরোপার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে ছিলেন মায়ামি অধিনায়ক। টুর্নামেন্টে ১০ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতাও হন তিনি। এ ছাড়া মৌসুমে মাত্র ১৪টি ম্যাচ খেলে ১১ গোলের পাশাপাশি আরও ৮ গোলে অ্যাসিস্ট করেন মেসি।
মেসি ছাড়াও ইন্টার মায়ামির হয়ে ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ পুরস্কার জয়ের নজির রয়েছে সাবেক আর্জেন্টাইন সতীর্থ গঞ্জালো হিগুয়েইন ও লুইস মরগানের। এ ছাড়া দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ‘এমএলএস নিউকামার’ বা এমএলএস নবাগত বর্ষসেরা পুরস্কারের চূড়ান্ত তিনে থাকায় আরও একটি পুরস্কার জয়ের সামনে রয়েছে এমএলএম টেন খ্যাত মেসি।
মন্তব্য করুন