ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমার্ধে গোলমিসের মহড়ার পর দ্বিতীয়ার্ধে লড়ছে বাংলাদেশ

ম্যাচের একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত
ম্যাচের একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বের দ্বিতীয় ভাগের খেলা চলছে। দ্বিতীয় ধাপের বাছাইপর্বের প্রথম ম্যাচেই শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলের বড় ব্যবধানে পরাজিত হয় জামাল ভূঁইয়ার দল। আজ সেই পরাজয় ভুলাতে লাল সবুজের প্রতিনিদিদের সামনে র‌্যাঙ্কিংয়ে ৭৯ ধাপ এগিয়ে থাকা লেবানন। র‌্যাংকিং, শক্তিমত্তায় বাংলাদেশ পিছিয়ে থাকলেও বসুন্ধরার কিংস অ্যারেনায় দুই দলের মাঠের লড়াই হয়েছে সমান-সমান। বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ-লেবানন ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র রয়েছে।

র‌্যাংকিংয়ে ৭৯ ধাপ এগিয়ে থাকা এই দলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয়পর্বের ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ দলের গোল না পাওয়ার আক্ষেপ থাকবে। বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরুর দিকে লেবানন প্রাধান্য বিস্তার করলেও সময় যাওয়ার সাথে সাথে খোলস ছেড়ে বের হয়ে এসে আক্রমণে যায় বাংলাদেশ।

প্রথমার্ধের খেলায় গোলের সুযোগের দিক থেকে এগিয়ে রাখতে হবে স্বাগতিকদেরই। নিষেধাজ্ঞার কাটিয়ে জাতীয় দলে ফেরার পর মঙ্গলবার একাদশে সুযোগ পেয়ে গোলের দুটি সুযোগ নষ্ট করেন তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন। নইলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করতে পারতো বাংলাদেশ।

ম্যাচের প্রথম ১০ মিনিটে বাংলাদেশ রক্ষণকে ভীষণ চাপে রাখে লেবানন। যদিও তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ, শাকিল হোসেন ও ইসা ফয়সালকে নিয়ে গড়া বাংলাদেশের রক্ষণভাগ দারুণ দৃঢ়তায় সেভাবে গোলের সুযোগ তৈরী করতে দেয়নি র‌্যাংকিংয়ে ১০৪তম স্থানে থাকা লেবাননকে। শুরুর চাপ ভালোভাবেই সামাল দিয়ে বাংলাদেশ ধীরে ধীরে আক্রমণে যেতে থাকে। বিল্ড-আপ ফুটবল খেলে তারা চেয়েছে বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখতে। যদিও শারীরিক দিক থেকে অনেক এগিয়ে থাকা লেবানিজদের সঙ্গে এ ক্ষেত্রে পেরে ওঠা কঠিন ছিলো। তবে কার্ডের নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচে ফিরে মাঝমাঠের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় বড় ভূমিকা ছিল সোহেল রানার।

লেবাননের গোলমুখে লাল সবুজদের প্রথম আক্রমন হয় ২৪ মিনিটে। জামাল ভুঁইয়ার কর্নারে বিশ্বনাথ ঘোষ সহজ সুযোগ নষ্ট করেন। তার দুর্বল হেডার লেবানিজ কিপার মোস্তফা মাতারের গ্লাভসে সহজেই ধরা পরে। পরের মিনিটেই গোছানো আক্রমণ থেকে গোলের সুযোগ এসেছিল সোহেলের সামনে। তবে বাঁ দিক থেকে মোরসালিনের কাটব্যাক তার কাছে পৌঁছানোর আগেই লেবানিজ ডিফেন্ডার মোহাম্মদ এল হায়েক ব্লক করেন।

৩৩ মিনিটে ডান দিক থেকে ফয়সাল আহমেদ ফাহিমের নিচু ক্রস মোরসালিন পা ছোঁয়ানোর আগে বিপদমুক্ত করেন ডিফেন্ডার কাসেম আল জেইন। প্রথমার্ধের শেষ মিনিটে সেরা সুযোগ নষ্ট করেন মোরসালিন। সোহেল রানার কাছ থেকে পাস পেয়ে ডান দিক দিয়ে আক্রমণে উঠে ফাহিমে মাপা ক্রস ফেলেছিলেন ছোট ডি-বক্সে। তাতে মোরসালিনের ভলি অবিশ্বাস্যভাবে বার উচিয়ে বাইরে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য বাংলাদেশ একটি পরিবর্তন আনতে বাধ্য হয়। প্রথমার্ধে চোটে পড়া গোলকিপার মিতুল মারমার জায়গায় পোস্ট সামলাচ্ছেন মেহেদী শ্রাবণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ প্রধান উপদেষ্টার

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ইসলামিক ফাইন্যান্স, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিষয়ক গোল টেবিল বৈঠক

বিদেশগামীদের বাংলাদেশিদের জন্য ‘বিশেষ সতর্কবার্তা’

ঢাকা–আরিচা মহাসড়কে বাসে আগুন

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান

হাদিকে বারবার সাবধানে থাকার অনুরোধ করেন সাদ্দাম

স্বর্ণের দামে বড় লাফ, রোববার থেকে কার্যকর

ইনজুরির দুঃসংবাদে জর্জরিত রিয়াল, অনুপস্থিত থাকতে পারেন এমবাপ্পেসহ ১২ জন

ট্যানেল দিয়ে ইউরোপে অনুপ্রবেশ, বাংলাদেশিসহ আটক ১৩০

বিকাশ কর্মীকে গুলি করে টাকার ব্যাগ ছিনতাই

১০

ধানের শীষে ভোট দিন, হাটহাজারীর ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেব : মীর হেলাল

১১

চেন্নাস্বামীতে ক্রিকেট ফেরার সবুজ সংকেত

১২

আইইউবিএটি’তে ‘গ্লোবাল সাসটেইনেবিলিটি ও টেকসই ভবিষ্যৎ’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত

১৩

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

১৪

বাড়তি নিরাপত্তা চেয়ে ইসির চিঠি 

১৫

হাদির ওপর গুলি নির্বাচন বানচালের ষড়যন্ত্র : ড্যাব

১৬

থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করল কম্বোডিয়া

১৭

নির্বাচনের পরিবেশ ঠিক করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান রুমিন ফারহানার

১৮

বিএনপির মনোনয়ন না পেয়ে ইসলামী আন্দোলনে যোগ দিলেন তিনি

১৯

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র অন্তর্ঘাতমূলক তৎপরতায় লিপ্ত : মাসুদুজ্জামান

২০
X