শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

কোপা আমেরিকা কি খেলতে পারবেন নেইমার?

নেইমার। ছবি: সংগৃহীত
নেইমার। ছবি: সংগৃহীত

নেইমার আর চোট, যেন অবিচ্ছেদ্য সম্পর্ক। ক্যারিয়ারজুড়ে বারবার পড়েছেন চোটে। যখনই ঘুরে দাঁড়িয়ে দারুণ কিছু করার স্বপ্ন দেখিয়েছেন, তখন ইনজুরিতে পড়ে এলোমেলো করে দিয়েছেন সব। অনেক ফুটবল বিশ্লেষকদের ধারণা ইনজুরির কারণে ঠিকমতো বিকশিত হয়নি ব্রাজিলিয়ান তারকার প্রতিভা।

সেই ইনজুরিতে নেইমার এখন মাঠের বাইরে। শুক্রবার যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত হয় লাতিন আমেকিরার ফুটবলের শ্রেষ্ঠতর আসর কোপা আমেরিকার ড্র। আগামী বছর জুনে শুরু হবে এটি টুর্নামেন্টে। এর আগে পুরোপুরি ফিট হয়ে মাঠে নাও ফেরা হতে পারে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার।

কোপা আমেরিকায় গ্রুপ-ডি’তে কলম্বিায়া ও প্যারাগুয়েকে পেয়েছে ব্রাজিল। লাতিন এই তিন দলের সঙ্গে যোগ দেবে কোস্টারিকা ও হন্ডুরাসের মধ্যে যে কোনো এক দল। চোটের কারণে কাতার বিশ্বকাপে খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু সেই শঙ্কা কাটিয়ে ফেরেন মাঠে।

বিশ্বকাপের পর পিএসজির হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে পড়ে লম্বা সময় ধরে মাঠের বাইরে ছিলেন নেইমার। এরপর গত ১৭ অক্টোবর ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে আবার পায়ে চোট পান তিনি।

চোট ঠিক করাতে ব্রাজিলের বেলো হরিজন্তেতে অপারেশন করান আল হিলাল তারকা। এরপর থেকে আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। এই ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত ৯ থেকে ১২ মাস সময় লাগে। অনেক সময় অ্যাথলেটরা আরেকটু আগেই সেরে উঠতে পারেন।

তবে চোটপ্রবণ নেইমারের কতটা সময় লাগবে তা অজানা। আর এবারের চোট আগের চোটগুলোর চেয়ে অনেক বেশি গুরুতর। যে কারণে আগামী বছরের জুনে শুরু হতে যাওয়া কোপা আমেরিকার আগে তার সেরে ওঠা নিয়ে বেশ শঙ্কা রয়েছে। যদিও নেইমার ভক্তদের আশা, দ্রুত সময়ের মধ্যে সেরে উঠবে তাদের প্রিয় তারকা।

তবে চোট সেরে ফিরলেও ব্রাজিল তারকাকে চেনা ছন্দে পাওয়া নিয়ে প্রশ্ন রয়েছে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম, এ ট্রেড-বলছে নেইমারের এই চোট মাঠে তার গতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এমন চোট তাকে ঠেলে দিতে পারে দীর্ঘমেয়াদি ব্যথা ও যন্ত্রণার দিকেও।

জানা গেছে, মাঠে ফেরার প্রক্রিয়ায় বেশ কয়েকটি ধাপ পার করতে হবে নেইমারকে। চোট থেকে পুরোপুরি সেরে ওঠা, শারীরিক শক্তি অর্জন করা এবং মাঠে কার্যকর গতি ফিরে পাওয়া যার মধ্যে অন্যতম। এতগুলো ধাপ পেরিয়ে কোপা আমেরিকায় ফেরাটা, অসম্ভব না হলেও বেশ কঠিন।

এদিকে ব্রিটিশ গণমাধ্যম, ডেইলি মেইল বলছে, শেষ মুহূর্তে নেইমার ব্রাজিলীয় দলে ফিরলেও, গ্রুপপর্বে না খেলা হতে পারে তার। তবে গ্রুপপর্বের বাধা পেরিয়ে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে গেলে, হয়তো মাঠে দেখা যেতে পারে নেইমারকে। তবে তাড়াহুড়ো করে ফিরেও তিনি কি মানিয়ে নিতে পারবেন? এ ছাড়া ঝুঁকি নিয়ে ফিরে আরও বড় চোটে পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাফিয়ার বাড়িতে ককটেল-অগ্নিসংযোগ, ঢাবি শিক্ষক মোনামির প্রশ্ন

ঢাকার খাবারের ঝালে মজেছেন ইরানি ফাকরি

শেখ হাসিনা-কামালকে ফেরাতে সরকারের নতুন কৌশল

পুনরায় দুঃসংবাদ পেলেন বিএনপির এক নেতা

সেই বিচারকের মোবাইল ফোন ও চশমা উদ্ধার

তারেক রহমানের জন্মদিনে শীতবস্ত্র বিতরণ

নিউমুরিং টার্মিনালের চুক্তির সব কার্যক্রম স্থগিতের নির্দেশ

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শুক্রবার 

আ.লীগের ৫ শতাধিক সমর্থকের নামে চার মামলা, গ্রেপ্তার ২২

নির্বাচনের আগে ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন

১০

স্ত্রী হারালেন তোফায়েল আহমেদ

১১

রাতে ৫৬ নেতাকে সুখবর দিল বিএনপি

১২

মাটি খুঁড়তেই বেরিয়ে আসে গ্রেনেড, বাড়িতে নিয়ে যান কৃষক

১৩

ইতালি যাওয়ার পথে গোপালগঞ্জের দুই যুবকের মৃত্যু

১৪

জিম্বাবুয়ের কাছে লঙ্কানদের লজ্জার পরাজয়

১৫

প্রথমবারের মতো কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান

১৬

গভীর রাতে সাংবাদিক-ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় টিআইবির উদ্বেগ

১৭

২০২৬ বিশ্বকাপের প্লে-অফের ড্র চূড়ান্ত

১৮

ব্রাকসু নির্বাচনে তপশিল পরিবর্তন, জানা গেল ভোটের নতুন তারিখ

১৯

নিউইয়র্ক এলেই নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুঁশিয়ারি মামদানির

২০
X