ট্রাফিক পুলিশ কর্তৃক কিশোর হত্যার ঘটনার পর থেকেই উত্তপ্ত গোটা ফ্রান্স। নজিরবিহীন দাঙ্গা চলছে রাজধানী প্যারিসসহ পুরো দেশে। সহিংস ঘটনায় দেশজুড়ে আটক করা হয়েছে ৯৫০ বিক্ষোভকারী। তবে এই ঘটনায় পিএসজির তারকা ফুটবলার এমবাপ্পে টুইটারে বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
গত মঙ্গলবার ফ্রান্সের নঁতে শহরে ট্রাফিক পুলিশের গুলিতে মারা যায় নাহেল এম নামের ১৭ বছর বয়সী কিশোর। এই ঘটনায় বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ঘটেছে। সহিংসতা বন্ধ করতে ৪৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।
ফ্রান্সের চলমান দাঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এমন পরিস্তিতিতে শান্তির ডাক দিয়েছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। সহিংসতা বন্ধে পুলিশ এবং বিক্ষোভকারী উভয়পক্ষকে শান্ত থাকতে বলেছেন পিএসজি তারকা।
কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে টুইটারে লিখেছেন, ‘সব ফরাসি নাগরিকদের মতো আমিও তরুণ নাহেলের মৃত্যুতে স্তব্ধ। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল। অবশ্যই এ ধরনের হত্যাকাণ্ডে সংবেদনশীল না হয়ে পারি না। এই মর্মান্তিক ঘটনায় সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ দেশজুড়ে ছড়িয়েছে।’
শান্তির ডাক দিয়ে এই তারকা ফুটবলার লিখেছেন, ‘সহিংসতা কখনোই কোনো সমাধান করতে পারে না। সংঘাতে আপনাদের পরিবার, কাছের মানুষ ও স্বজনরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা যা ধ্বংস করছেন, তা আপনাদেরই সম্পদ। এ উদ্বেগজনক ঘটনায় আমাদের নাগরিক বিবেককে শান্তি ডাক দিতে হবে।’
তিনি আরও বলেন, উভয়পক্ষকে শান্তিপূর্ণ ও গঠনমূলক প্রক্রিয়ায় সমস্যার সমাধানের কথাও বলেছেন বিশ্বকাপজয়ী এই ফরাসি ফরোয়ার্ড।
১৭ বছর বয়সী নাহেলের মৃত্যুর পর এক টুইটে লিখেছিলেন, ‘ফ্রান্সের জন্য আমার কষ্ট হচ্ছে। এই পরিস্থিতি অগ্রহণযোগ্য। ছোট এই দেবদূত খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেল।’
মন্তব্য করুন