স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ১১:৫৪ এএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

মেসির কণ্ঠে বিশ্বকাপ জয়ের গল্প

মেসির বিশ্বকাপ জয় নিয়ে প্রামাণ্যচিত্র। ছবি : সংগৃহীত
মেসির বিশ্বকাপ জয় নিয়ে প্রামাণ্যচিত্র। ছবি : সংগৃহীত

তিন যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে গত বছর ১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা। ক্যারিয়ারের একমাত্র অধরা ট্রফি ধরা দেয় লিওনেল মেসির হাতে। সেই স্বপ্নপূরণে এক বছর হতে চলল আর্জেন্টাইন কিংবদন্তির। জীবনের সেরা সেই দিনটি কি মেসি ভুলতে পারবেন। ভুলতে পারবেন না আর্জেন্টাইন সমর্থকরাও। আর ঠিক এক বছর পর বিশ্বকাপ জয়ের গল্প শোনাবেন মেসি।

বিশ্বজয়ী হয়ে মেসি বারবার বলেছেন, ফুটবলে তার আর চাওয়া-পাওয়া নেই। ফুটবল এখন তার জন্য শুধুই উপভোগ আর আনন্দের। তবে আকাঙ্ক্ষা পূরণ হলেও মেসি ভক্ত-সমর্থকদের প্রত্যাশার শেষ নেই। ইতিহাস গড়ার উপলক্ষকে স্মরণ করে রাখতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।

তৈরি হচ্ছে একের পর এক প্রামাণ্যচিত্র। সেই ধারাবাহিকতায় নতুন আরেকটি প্রামাণ্যচিত্র নিয়ে আসছে অ্যাপল টিভি প্লাস। ‘মেসি’স ওয়ার্ল্ড কাপ: দ্য রাইজ অব আ লেজেন্ড’ নামের এই প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয়েছে মেসির উত্থানের আদ্যোপান্ত।

তবে সেটি দেখার জন্য আরও কিছু দিন অপেক্ষা করতে হবে মেসি ভক্তদের। আগামী বছর ২১ ফেব্রুয়ারি প্রামাণ্যচিত্রটি প্রচার শুরু করবে অ্যাপল টিভি। অবশ্য এর মধ্যে মুক্তি পেয়েছে অফিশিয়াল টিজার।

প্রামাণ্যচিত্রটি নিয়ে অ্যাপল টিভি প্লাস জানিয়েছে, এই সিরিজে আর্জেন্টিনা জাতীয় দলে নিজের ক্যারিয়ারের গল্প বলেছেন মেসি। বিশ্বকাপ জয়ের যাত্রাকে গভীর ও অভূতপূর্বভাবে তুলে ধরেছেন তিনি। ২০০৬ সালে শুরু হয়েছিল মেসির বিশ্বকাপের

আসর। সেই থেকে মোট পাঁচটি বিশ্বকাপ খেলেছেন তিনি। এই প্রামাণ্যচিত্রে বাকি চার বিশ্বকাপের আশা-নিরাশার সবটাই উঠে এসেছে। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি আর্জেন্টাইন জাদুকরের দেওয়া সবচেয়ে নিবিড় সাক্ষাৎকার এটি। যেখানে কথা হয়েছে তার সতীর্থ, কোচ, প্রতিদ্বন্দ্বী, ভক্ত ও ধারাভাষ্যকারদের সঙ্গেও। সাদামাটাভাবে শুরু হওয়া ক্যারিয়ার, কীভাবে রূপকথায় পরিণত হয়, সেটিই উঠে এসেছে এই প্রামাণ্যচিত্রে।

তবে মেসির বিশ্বকাপ জয় নিয়ে এটি প্রথম বা একমাত্র প্রামাণ্যচিত্র নয়। এর আগে মেসি ও আর্জেন্টিনার বিশ্বকাপ জয় নিয়ে একাধিক প্রামাণ্যচিত্র প্রচার হয়েছে। প্রামাণ্যচিত্রটি প্রচারিত হবে মেসির ব্যস্ত সময় ফেব্রুয়ারিতে। সেই এশিয়া সফরে থাকবে মেসির দল ইন্টার মায়ামি।

সৌদি আরবের রিয়াদে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর এবং নেইমারের আল হিলারের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে মেসি দল। পাশাপাশি হংকংয়ে নির্বাচিত হংকং একাদশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবেন মেসিরা। যে ম্যাচের টিকিট বাজারে আসার এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে যে নামে ভূষিত করলেন ট্রাম্প

মাহিন সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার

মতপার্থক্য সত্ত্বেও একসঙ্গে দাঁড়ানোই আসল শক্তি : তাসনিম জারা

প্রায় ৪ কোটি টাকার হেরোইন ফেলে চোরাকারবারিদের নদীতে ঝাঁপ

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হলেন ফারুক হাসান

এশিয়া কাপের সুপার ওভারে ভারতের রোমাঞ্চকর জয়

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

গুপ্ত রাজনৈতিক মহলের কাঁচা নাটক ব্যর্থ হয়েছে : তারিকুল ইসলাম

পার্কে ঘুরতে গিয়ে ছাত্রদল নেতাদের হামলায় শিশুসন্তানসহ ২ সাংবাদিক আহত

জাতিসংঘে ড. ইউনূসের সফরসঙ্গীর সংখ্যা জানালেন প্রেস সচিব

১০

সম্প্রীতির জন্য নিজের মূল্যবোধকে জাগ্রত করতে হবে : পার্বত্য উপদেষ্টা

১১

শিশুদের জন্য আমাদের আরও অনেক কিছু করা বাকি : ডা. শাহাদাত

১২

তুচ্ছ ঘটনায় সিলেটে যুবককে পিটিয়ে আহত

১৩

আমরা ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে চাই : শরীফ

১৪

পাচার হওয়া সম্পদ ফিরিয়ে দেওয়ার আহ্বান ড. ইউনূসের

১৫

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন / খুলনা বিভাগে রেজিস্ট্রেশন করেছে লক্ষ্যমাত্রার ৩১ শতাংশ শিশু-কিশোর

১৬

ঢাকা-১৮ আসনে বিএনপি নেতা কফিল উদ্দিনের গণসংযোগ

১৭

শখের রঙিন মাছে লাখপতি জয়

১৮

সরকার একটি দলকে বিশেষ সুবিধা দিচ্ছে : মুহাদ্দিস আব্দুল খালেক

১৯

মিয়ানমারের চলমান সংঘাত সমগ্র অঞ্চলের জন্য উদ্বেগজনক : প্রধান উপদেষ্টা

২০
X