স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ১১:৫৪ এএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

মেসির কণ্ঠে বিশ্বকাপ জয়ের গল্প

মেসির বিশ্বকাপ জয় নিয়ে প্রামাণ্যচিত্র। ছবি : সংগৃহীত
মেসির বিশ্বকাপ জয় নিয়ে প্রামাণ্যচিত্র। ছবি : সংগৃহীত

তিন যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে গত বছর ১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা। ক্যারিয়ারের একমাত্র অধরা ট্রফি ধরা দেয় লিওনেল মেসির হাতে। সেই স্বপ্নপূরণে এক বছর হতে চলল আর্জেন্টাইন কিংবদন্তির। জীবনের সেরা সেই দিনটি কি মেসি ভুলতে পারবেন। ভুলতে পারবেন না আর্জেন্টাইন সমর্থকরাও। আর ঠিক এক বছর পর বিশ্বকাপ জয়ের গল্প শোনাবেন মেসি।

বিশ্বজয়ী হয়ে মেসি বারবার বলেছেন, ফুটবলে তার আর চাওয়া-পাওয়া নেই। ফুটবল এখন তার জন্য শুধুই উপভোগ আর আনন্দের। তবে আকাঙ্ক্ষা পূরণ হলেও মেসি ভক্ত-সমর্থকদের প্রত্যাশার শেষ নেই। ইতিহাস গড়ার উপলক্ষকে স্মরণ করে রাখতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।

তৈরি হচ্ছে একের পর এক প্রামাণ্যচিত্র। সেই ধারাবাহিকতায় নতুন আরেকটি প্রামাণ্যচিত্র নিয়ে আসছে অ্যাপল টিভি প্লাস। ‘মেসি’স ওয়ার্ল্ড কাপ: দ্য রাইজ অব আ লেজেন্ড’ নামের এই প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয়েছে মেসির উত্থানের আদ্যোপান্ত।

তবে সেটি দেখার জন্য আরও কিছু দিন অপেক্ষা করতে হবে মেসি ভক্তদের। আগামী বছর ২১ ফেব্রুয়ারি প্রামাণ্যচিত্রটি প্রচার শুরু করবে অ্যাপল টিভি। অবশ্য এর মধ্যে মুক্তি পেয়েছে অফিশিয়াল টিজার।

প্রামাণ্যচিত্রটি নিয়ে অ্যাপল টিভি প্লাস জানিয়েছে, এই সিরিজে আর্জেন্টিনা জাতীয় দলে নিজের ক্যারিয়ারের গল্প বলেছেন মেসি। বিশ্বকাপ জয়ের যাত্রাকে গভীর ও অভূতপূর্বভাবে তুলে ধরেছেন তিনি। ২০০৬ সালে শুরু হয়েছিল মেসির বিশ্বকাপের

আসর। সেই থেকে মোট পাঁচটি বিশ্বকাপ খেলেছেন তিনি। এই প্রামাণ্যচিত্রে বাকি চার বিশ্বকাপের আশা-নিরাশার সবটাই উঠে এসেছে। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি আর্জেন্টাইন জাদুকরের দেওয়া সবচেয়ে নিবিড় সাক্ষাৎকার এটি। যেখানে কথা হয়েছে তার সতীর্থ, কোচ, প্রতিদ্বন্দ্বী, ভক্ত ও ধারাভাষ্যকারদের সঙ্গেও। সাদামাটাভাবে শুরু হওয়া ক্যারিয়ার, কীভাবে রূপকথায় পরিণত হয়, সেটিই উঠে এসেছে এই প্রামাণ্যচিত্রে।

তবে মেসির বিশ্বকাপ জয় নিয়ে এটি প্রথম বা একমাত্র প্রামাণ্যচিত্র নয়। এর আগে মেসি ও আর্জেন্টিনার বিশ্বকাপ জয় নিয়ে একাধিক প্রামাণ্যচিত্র প্রচার হয়েছে। প্রামাণ্যচিত্রটি প্রচারিত হবে মেসির ব্যস্ত সময় ফেব্রুয়ারিতে। সেই এশিয়া সফরে থাকবে মেসির দল ইন্টার মায়ামি।

সৌদি আরবের রিয়াদে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর এবং নেইমারের আল হিলারের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে মেসি দল। পাশাপাশি হংকংয়ে নির্বাচিত হংকং একাদশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবেন মেসিরা। যে ম্যাচের টিকিট বাজারে আসার এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছাড়িয়ে এবার রোনালদোর রেকর্ডে চোখ রাফিনিয়ার

বিকেলের মধ্যে ঢাকার বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস 

ব্রাজিলের তারকাদের নিয়ে তীব্র সমালোচনায় রোমারিও!

প্রধান উপদেষ্টার প্রেস উইং / বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমীরের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত

দুই মহাদেশের দুই প্রতিযোগিতা থেকে মেসি-রোনালদোর বিদায়

দেশকে নতুন করে গড়তে পারস্পরিক আস্থার পরিবেশ জরুরি : প্রধান উপদেষ্টা

চুরির সময় বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

নির্ধারিত সময়ের দুই মাস আগে সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা

বিশ্লেষণ / সুপারপাওয়ার হয়েও ইয়েমেনিদের থামাতে পারছে না আমেরিকা

শ্রমজীবী মানুষের ওপর নির্যাতন বন্ধের দাবি

১০

যশোরে জৈব বায়োলিডে বাড়ছে ধানের ফলন

১১

৩২ বছর খুলছে জাকসুর দুয়ার, নির্বাচনের তারিখ ঘোষণা

১২

জিআই পণ্যের স্বীকৃতি পেল বরিশালের আমড়া

১৩

এনসিপির প্রেস বিজ্ঞপ্তির প্রতিবাদ জানাল ইশরাকের আইনজীবী 

১৪

ফিলিস্তিনিদের জন্য মালয়েশিয়াস্থ চট্টগ্রাম সমিতির অনুদান

১৫

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ / ভারতের প্রতি সমর্থন, তবে পাকিস্তান প্রসঙ্গে প্রমাণ চায় যুক্তরাষ্ট্র

১৬

বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু ইস্যুতে অপপ্রচারে ব্রিটিশ এমপিদের উদ্বেগ 

১৭

আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ

১৮

এআই আর্মস রেস  / ইসলামি দেশগুলোকে নিয়ে বসছে ইরান

১৯

কেউ গোপনে ভালোবাসছে? জেনে নিন তার ৭টি লক্ষণ

২০
X