ব্রাজিলের ফুটবল দলের অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজকে স্বয়ং ব্রাজিলের সবচেয়ে আশাবাদী ভক্তও ভালো বলে স্বীকার করবে না। তার অধীনে ব্রাজিল যে খুব ভালো খেলছে তাও নয়। যে ব্রাজিল কখনোই ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে হারেনি। তার অধীনে সেটাও দেখতে হয়েছে তাদের। টানা চার ম্যাচ ধরে দল জয়শূন্য। হারতে হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছেও। তবে এমন বছরেও ঠিকই সেরা কোচের পুরস্কার জিতে নিয়েছেন দিনিজ।
আর্জেন্টিনার লিওনেল স্কালোনি আর উরুগুয়ের মার্সেলো বিয়েলসাকে টপকে দক্ষিণ আমেরিকার সেরা কোচ হয়েছেন তিনি।
ফুটবলে ঐতিহ্য মেনে প্রতি বছরের মতো এবারও মহাদেশের সেরা কোচ বাছাইয়ের জন্য সাংবাদিকদের জন্য ভোটের ব্যবস্থা করেছিল উরুগুয়ের বিখ্যাত সংবাদমাধ্যম এল পাইস। সেখানেই ২৫০ জন সাংবাদিকের ভোটে ২০২৩ সালে দক্ষিণ আমেরিকার সেরা কোচ নির্বাচিত হন ব্রাজিল এবং ফ্লুমিনেন্সের কোচ ফার্নান্দো দিনিজ।
জরিপে প্রথম হওয়া দিনিজ ৪০ শতাংশ ভোট পেয়েছেন। মোট ১০১ ভোট পেয়েছেন তিনি। উরুগুয়ের আর্জেন্টাইন কোচ বিয়েলসা পেয়েছেন ৪৪ ভোট। আর আর্জেন্টিনার স্কালোনি পেয়েছেন ৩৪ ভোট। এছাড়াও আরও ১৪ জন কোচকে ভোট দিয়েছেন সাংবাদিকরা।
মূলত ব্রাজিলের ঘরোয়া লিগের দল ফ্লুমিনেন্সকে নিয়ে দুর্দান্ত পারফরম্যান্সের জেরেই সেরা কোচের সম্মাননা পেয়েছেন দিনিজ। দলকে মহাদেশীয় ক্লাব চ্যাম্পিয়নশিপ কোপা লিবার্তোদেরেসের শিরোপা জিতিয়েছেন। নিয়ে গিয়েছেন ক্লাব বিশ্বকাপের ফাইনালেও। সেখানে অবশ্য হারতে হয়েছে তাকে।
মন্তব্য করুন