রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ০৯:১৬ এএম
অনলাইন সংস্করণ

নিউক্যাসলকে উড়িয়ে বছর শুরু লিভারপুলের

গোলের পর সালাহর উল্লাস। ছবি : সংগৃহীত
গোলের পর সালাহর উল্লাস। ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) বড় জয়ে নতুন বছর শুরু করেছে লিভারপুল। মোহাম্মদ সালাহর জোড়া গোলে নিউক্যাসল ইউনাইটেডকে বিধ্বস্ত করেছে জার্গেন ক্লপের শিষ্যরা। প্রথমার্ধে গোলশূন্য থাকা ম্যাচটিতে পরের অর্ধে গোল হয়েছে ৬টি। যেখানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

সোমবার (১ জানুয়ারি) দিবাগত রাতে নিউক্যাসল ইউনাইটেডকে ৪-২ গোলে হারিয়েছে লিভারপুল। অলরেডদের হয়ে জোড়া গোলের দেখা পেয়েছেন মোহাম্মদ সালাহ। বাকি গোল দুটি করেন কার্টিস জোন্স ও কোডি গাকপো। নিউক্যাসলের হয়ে ব্যবধান কমান অ্যালেক্সান্ডার ইসাক ও সভেন বোটম্যান।

অ্যানফিল্ডে পুরো ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে লিভারপুল। নিউক্যাসলের ৩টি শট অন টার্গেটের বিপরীতে মোট ১৫টি শট গোলপোস্টে রাখে স্বাগতিকরা। তবে দলের বড় তারকা মোহাম্মদ সালাহর পেনাল্টি মিসের পরও ৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে জয় তুলে নিয়েছে অলরেডরা।

প্রথমার্ধে গোলশূন্য ড্রতে শেষ হয় লিভারপুল-নিউক্যাসল হাইভোল্টেজ লড়াই। মূল লড়াইটা জমে উঠে দ্বিতীয়ার্ধে। ৬ গোলের সবগুলোই হয়েছে দ্বিতীয়ার্ধে। তবে ম্যাগপাইদের হয়ে গোলপোস্টের নিচে চীনের প্রাচীর হয়ে না দাঁড়ান স্লোভাকিয়ার গোলকিপার মার্টিন দুভরাওকা। তারপরও ৪-২ ব্যবধানে হেরেছে নিউক্যাসেল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় লিভারপুল। ২২ মিনিটে পেনাল্টি মিসের পর ৪৯ মিনিটে গোল করেন মিশরীয় ফরোয়ার্ড সালাহ। মাত্র পাঁচ মিনিটের মধ্যে সমতায় ফেরে নিউক্যাসল। ইংলিশ ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডনের পাসে অ্যালিসন বেকারকে পরাস্ত করেন সুইডিশ ফরোয়ার্ড ইসাক। ৭৪ মিনিটে অলরেডদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন ইংলিশ মিডফিল্ডার কার্টিস জোন্স। এর চার মিনিট পর আবারও গোলের দেখা পায় স্বাগতিকরা। ডাচ ফরোয়োর্ড কোডি গাকপো লিভারপুলকে ৩-১ গোলের লিড এনে দেন।

ম্যাচের ৮১তম মিনিটে ব্যবধান ৩-২ করেন ডাচ ডিফেন্ডার সভেন বোটম্যান। কর্নার থেকে উড়ে আসা বল সবার ওপরে লাফিয়ে হেডে জালে পাঠান ম্যাগপাই ডিফেন্ডার। তবে ৮৬ মিনিটে আর ভুল করেননি লিভারপুল তারকা সালাহ। এবার পেনাল্টি থেকে গোল করে অলরেডদের ৪-২ গোলের জয় নিশ্চিত করেন মিশরীয় ফরোয়ার্ড।

এ জয়ে ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই রইলো লিভারপুল। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাস্টন ভিলা। এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি। ২০ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে নিউক্যাসল ইউনাইটেড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমানের আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল 

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধে তথ্যমন্ত্রীকে অনুরোধ আসিফ নজরুলের

মনোনয়ন বাতিল, ক্ষোভে দেশ ছাড়ার ঘোষণা প্রার্থীর 

দুই দাবি আদায়ে বৈষম্যবিরোধীদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রতিবাদে ঢাকায় মশাল মিছিল

শাহবাগ অবরোধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

মোস্তাফিজ ইস্যুতে আসিফ নজরুলের কড়া বার্তা

ঢাকার পাঁচ আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, ৩১ জনের বৈধ

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ১১ কিশোর

বরিশালে আটকে গেল বিএনপি প্রার্থী সান্টুর মনোনয়ন

১০

ছাত্রলীগের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেপ্তার

১১

মাদুরোর ছবি প্রকাশ, জানা গেল সঠিক অবস্থান

১২

নিরাপত্তা ও মুস্তাফিজ ইস্যুতে আইসিসিকে চিঠি দিতে যাচ্ছে বিসিবি

১৩

কারা হেফাজতে চিকিৎসাধীন আ.লীগ নেতার মৃত্যু

১৪

জুলাই যোদ্ধাদের ত্যাগে ভোটাধিকার ফিরেছে : মেজর হাফিজ

১৫

প্রথমবারের মতো মুখ খুললেন ভেনেজুয়েলার বিরোধী নেতা

১৬

ভেনেজুয়েলার ক্ষমতা যাবে কার হাতে?

১৭

মুস্তাফিজ–আইপিএল ইস্যুতে যা বলছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা

১৮

অভ্যুত্থান হয়েছিল দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য : জুনায়েদ সাকি

১৯

এনসিপির ১ নেতাকে অব্যাহতি

২০
X