স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ০৯:১৬ এএম
অনলাইন সংস্করণ

নিউক্যাসলকে উড়িয়ে বছর শুরু লিভারপুলের

গোলের পর সালাহর উল্লাস। ছবি : সংগৃহীত
গোলের পর সালাহর উল্লাস। ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) বড় জয়ে নতুন বছর শুরু করেছে লিভারপুল। মোহাম্মদ সালাহর জোড়া গোলে নিউক্যাসল ইউনাইটেডকে বিধ্বস্ত করেছে জার্গেন ক্লপের শিষ্যরা। প্রথমার্ধে গোলশূন্য থাকা ম্যাচটিতে পরের অর্ধে গোল হয়েছে ৬টি। যেখানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

সোমবার (১ জানুয়ারি) দিবাগত রাতে নিউক্যাসল ইউনাইটেডকে ৪-২ গোলে হারিয়েছে লিভারপুল। অলরেডদের হয়ে জোড়া গোলের দেখা পেয়েছেন মোহাম্মদ সালাহ। বাকি গোল দুটি করেন কার্টিস জোন্স ও কোডি গাকপো। নিউক্যাসলের হয়ে ব্যবধান কমান অ্যালেক্সান্ডার ইসাক ও সভেন বোটম্যান।

অ্যানফিল্ডে পুরো ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে লিভারপুল। নিউক্যাসলের ৩টি শট অন টার্গেটের বিপরীতে মোট ১৫টি শট গোলপোস্টে রাখে স্বাগতিকরা। তবে দলের বড় তারকা মোহাম্মদ সালাহর পেনাল্টি মিসের পরও ৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে জয় তুলে নিয়েছে অলরেডরা।

প্রথমার্ধে গোলশূন্য ড্রতে শেষ হয় লিভারপুল-নিউক্যাসল হাইভোল্টেজ লড়াই। মূল লড়াইটা জমে উঠে দ্বিতীয়ার্ধে। ৬ গোলের সবগুলোই হয়েছে দ্বিতীয়ার্ধে। তবে ম্যাগপাইদের হয়ে গোলপোস্টের নিচে চীনের প্রাচীর হয়ে না দাঁড়ান স্লোভাকিয়ার গোলকিপার মার্টিন দুভরাওকা। তারপরও ৪-২ ব্যবধানে হেরেছে নিউক্যাসেল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় লিভারপুল। ২২ মিনিটে পেনাল্টি মিসের পর ৪৯ মিনিটে গোল করেন মিশরীয় ফরোয়ার্ড সালাহ। মাত্র পাঁচ মিনিটের মধ্যে সমতায় ফেরে নিউক্যাসল। ইংলিশ ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডনের পাসে অ্যালিসন বেকারকে পরাস্ত করেন সুইডিশ ফরোয়ার্ড ইসাক। ৭৪ মিনিটে অলরেডদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন ইংলিশ মিডফিল্ডার কার্টিস জোন্স। এর চার মিনিট পর আবারও গোলের দেখা পায় স্বাগতিকরা। ডাচ ফরোয়োর্ড কোডি গাকপো লিভারপুলকে ৩-১ গোলের লিড এনে দেন।

ম্যাচের ৮১তম মিনিটে ব্যবধান ৩-২ করেন ডাচ ডিফেন্ডার সভেন বোটম্যান। কর্নার থেকে উড়ে আসা বল সবার ওপরে লাফিয়ে হেডে জালে পাঠান ম্যাগপাই ডিফেন্ডার। তবে ৮৬ মিনিটে আর ভুল করেননি লিভারপুল তারকা সালাহ। এবার পেনাল্টি থেকে গোল করে অলরেডদের ৪-২ গোলের জয় নিশ্চিত করেন মিশরীয় ফরোয়ার্ড।

এ জয়ে ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই রইলো লিভারপুল। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাস্টন ভিলা। এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি। ২০ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে নিউক্যাসল ইউনাইটেড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীরে ইউরিক অ্যাসিড বাড়লে কী হয় জেনে নিন

ডুবুরিদের ৩ ঘণ্টার চেষ্টাতেও সন্ধান মেলেনি শিশু নাজিমের

ভাত ছেড়ে দিলেই কি ওজন কমবে? যা বলছেন পুষ্টিবিদ

কানাডা মাতাতে যাচ্ছেন জায়েদ খান

‘বিয়ে করলেও সুখী হতাম না’ চিরকুট লিখে প্রাণ দিলেন নাসরিন

সড়কে মিলল ৬ পুরুষের কাটা মাথা, দেহ গায়েব

ড্যাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৪তম মৃত্যুবার্ষিকী আজ

ইরান থেকে বিতাড়িত আফগানদের দুর্ভাগ্য পিছু ছাড়ল না, নিহত ৭১

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১০

২০ আগস্ট : আজকের রাশিফলে কী আছে জেনে নিন

১১

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১২

ওসির স্বাক্ষর জাল করে ১০ লাখ টাকা আত্মসাৎ, পুলিশ সদস্যের নামে মামলা

১৩

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার খবর কী?

১৪

টিভিতে আজকের খেলা

১৫

চক্ষু বিশেষজ্ঞ বিভাগে নিয়োগ দিচ্ছে রেড ক্রিসেন্ট

১৬

দিনাজপুরে প্রজন্ম লীগ নেতা তৈবুর গ্রেপ্তার

১৭

ইতালি যাওয়ার এক দিন পরই বাংলাদেশির মৃত্যু

১৮

আখেরি চাহার সোম্বা আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

১৯

সেলস ম্যানেজার পদে স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

২০
X