ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোর সেন্টার ব্যাক লুকাস বেরালদোকে দলে ভিড়িয়েছে পিএসজি। পাঁচ বছরের চুক্তিতে প্যারিসে পাড়ি জমিয়েছেন প্রতিভাবান সেলেসাও তরুণ। ১৭ মিলিয়ন ইউরোতে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের শিবিরে যোগ দেন বেরালদো।
ইউরোপিয়ান ফুটবলে শুরু হয়েছে শীতকালীন দলবদল প্রক্রিয়া। প্রথম দিনেই রক্ষণে শক্তি বাড়াল প্যারিসের ক্লাবটি। ব্রাজিলিয়ান সিরিআ ক্লাব সাও পাওলো থেকে দেশটির সম্ভবনাময় তরুণ ডিফেন্ডার বেরালদোকে দলে টেনেছে পিএসজি।
পিএসজিতে সতীর্থ হিসেবে বেরালদো পাচ্ছেন অভিজ্ঞ মার্কিনহোসকে। যিনি লা প্যারিসিয়ানদের নেতৃত্বে রয়েছেন। ব্রাজিলের শীর্ষ লিগে সাও পাওলোর শুরুর একাদশের নিয়মিত খেলতেন বেরালদো। ২০২৩ সালে ব্রাজিলিয়ান টুর্নামেন্ট কোপা দো ব্রাজিলজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। এ ছাড়া ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের হয়েও দুর্দান্ত ছিলেন ২০ বছর বয়সী ডিফেন্ডার।
এমবাপ্পে-মার্কিনহোসের পিএসজিতে যোগ দিয়ে বেরালদো জানান, ‘আমি খুব খুশি। আমি এখনও বিশ্বাস করতে পারছি না এত বড় ক্লাবে যোগ দিয়েছি। পিএসজির জার্সিতে ট্রফি জিততে মুখিয়ে আছি। ডিফেন্সে পার্টনার হিসেবে মার্কিনহোসকে পাওয়াটা দারুণ। আমার জন্য সুবিধাই হবে মার্কিনহোস থাকায়। কারণ আমরা একই (পর্তুগিজ) ভাষায় কথা বলি। আমি ক্যারিয়ারের বড় একটি ধাপে পা দিলাম।’
মন্তব্য করুন