বাংলাদেশের জাতীয় দলের ফুটবলে অত অর্জন না থাকলেও এই দেশে কিন্তু ফুটবলের জনপ্রিয়তা কম নয়। বিশেষ করে দক্ষিণ আমেরিকার ফুটবল জায়ান্ট আর্জেন্টিনার ভক্ত বাংলাদেশে অনেক। দক্ষিণ আমেরিকার ফুটবলের এই পরাশক্তিকে বিশ্বকাপ জেতানো গোলকিপার এমিলিয়েনো মার্টিনেজ সম্প্রীতি ঘুরে গিয়েছে বাংলাদেশে থেকে। এবার জানা গেল মার্টিনেজের পর আরেক বিশ্বজয়ী আর্জেন্টাইন না কি বাংলাদেশে আসছেন। সবকিছু ঠিক থাকলে আর্জেন্টিনা জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য অ্যাঞ্জেল ডি মারিয়া এই বছর না কি ঘুরে যাবেন বাংলাদেশ থেকে।
বাংলাদেশের একটি অনলাইন নিউজ পোর্টালকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকায় মার্টিনেজকে নিয়ে আসা ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত।
শতদ্রু দত্ত জানান ২০২৩ সালেই ডি মারিয়ার বাংলাদেশ ও কলকাতায় আসার কথা ছিল। তবে তার ক্লাব থেকে ছুটি না পাওয়ায় তা হয়ে ওঠেনি। ২০২৪ সালের মে-র শেষ সপ্তাহে অথবা জুনের প্রথমে ঢাকা ও কলকাতায় ডি মারিয়াকে আনার ব্যাপারে আশাবাদী তিনি।
এর আগে গত বছরের জুলাইয়ে মার্টিনেজ ও অক্টোবরে ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহোকে ঢাকায় নিয়ে এসেছিল শতদ্রু দত্ত। যদিও দুই বিশ্ব তারকার আগমনে আলোচনার চেয়ে হয়েছে অনেক সমালোচনা। সেখান থেকে প্রাপ্ত শিক্ষা মারিয়ার আগমনে কাজে লাগাতে চান শতদ্রু। এবার বাংলাদেশে একটু বেশি সময় রাখানোর ইচ্ছা ডি মারিয়াকে। এছাড়াও এবার স্টেডিয়ামে বা বড় জায়গায় হতে পারে বলে জানান শতদ্রু দত্ত।
মার্টিনেজের আগমন নিশ্চিত থাকলেও শেষ দিকে ডলার সংক্রান্ত বিষয়ে জটিলতা ছিল ৷ একেবারে শেষ মুহূর্তে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। ডি মারিয়ার ক্ষেত্রে তাই আগে থেকেই কাজ শুরু করছেন শতদ্রু এখনো চার-পাঁচ মাস বাকি রয়েছে। বাংলাদেশে কারা মারিয়ার সফরের সঙ্গে যুক্ত হবে কিভাবে সব কিছু ঠিক হবে সব আগেই নিশ্চিত হবে।
মন্তব্য করুন