স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ১২:৪৬ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০১:০২ পিএম
অনলাইন সংস্করণ

কেইনের রেকর্ডের রাতে বায়ার্নের বড় জয়

গোলের পর কেইনকে ঘিরে বায়ার্ন খেলোয়াড়দের উল্লাস। ছবি: সংগৃহীত
গোলের পর কেইনকে ঘিরে বায়ার্ন খেলোয়াড়দের উল্লাস। ছবি: সংগৃহীত

এবারের ফুটবল মৌসুমে অন্যতম বড় ট্রান্সফার হিসেবে ধরা যায় টটেনহ্যাম থেকে ইংলিশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেইনের জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে চলে আসাকে। প্রায় ১০০ মিলিয়ন পাউন্ডে বায়ার্নে যাওয়ার পর থেকেই রীতিমতো বুন্দেসলিগায় তাণ্ডব চালাচ্ছেন তিনি। হ্যারি কেইন ১৬ ম্যাচে ২২ গোল করে এক ম্যাচ বাকি থাকতেই অর্ধেক মৌসুম শেষে সর্বোচ্চ গোল করার রেকর্ডে রবার্ট লেভানডফস্কির পাশে বসলেন তিনি। আর কেইনের রেকর্ডের রাতে সহজ জয়ই পেয়েছে ব্যাভিরিয়ানরা।

শুক্রবার (১২ জানুয়ারি) লিগে হফেনহেইমকে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। এ ম্যাচে জামাল মুসিয়ালা করেছেন জোড়া গোল, অন্য গোলটি এসেছে হ্যারি কেইনের কাছ থেকে। আর ওই গোল দিয়েই রবার্ট লেভানডফস্কিকে ছুঁলেন প্রতিভাবান এই স্ট্রাইকার।

২০২০-২১ মৌসুমে লিগের অর্ধেক ম্যাচ শেষে বায়ার্ন মিউনিখের হয়ে ২২ গোল করেছিলেন রবার্ট লেভানডফস্কি। ওই মৌসুমে তিনি গার্ড মুলারের সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে করেছিলেন ৪১ গোল। ২০২২ সালে রবার্ট লেভানডফস্কি বায়ার্ন ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমানোর পর মনে হচ্ছিল অনেক বছর এই রেকর্ড টিকবে তবে কেইন যেভাবে এগোচ্ছেন তাতে এই মৌসুমে এই রেকর্ড ভাঙলে অবাক হওয়ার কিছু থাকবে না।

কেইনের রেকর্ডের রাতে বায়ার্ন অবশ্য নিজেদের সেরা ফুটবল খেলেনি। এরপরও অবশ্য ৩-০ গোলের বড় জয় পেতে খুব একটা সমস্যা হয়নি তাদের। জোড়া গোলে বায়ার্নের জয় নিশ্চিত করেন জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালা। ম্যাচে ১৮ মিনিটে দারুণ এক শটে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন মুসিয়ালা। আর দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে বায়ার্নের হয়ে নিজের দ্বিতীয় গোলটি করেছেন এই তরুণ মিডফিল্ডার। ম্যাচের ৯০ মিনিটে লক্ষ্য ভেদ করেন কেইন।

প্রসঙ্গত, হফেনহেইমের বিপক্ষে জয় দিয়ে লিগ লিডার লেভারকুসেনের আরও কাছে পৌঁছেছে বায়ার্ন। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ৪১। সমানসংখ্যক ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লেভারকুসেন। ১৭ ম্যাচে হফেনহেইমের পয়েন্ট ২৪।

বায়ার্ন এই সপ্তাহে তাদের কিংবদন্তি ‘কাইজার’ খ্যাত ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের মৃত্যুর পর প্রথম ম্যাচ খেলতে নেমেছিল। আলিয়াঞ্জ এরিনায় গতকাল রাতে বায়ার্ন-হফেনহেইম ম্যাচজুড়েই ছিলেন বেকেনবাওয়ার। নানাভাবে শ্রদ্ধা জানানো হয়েছে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে। বায়ার্ন খেলোয়াড়দের জার্সির সামনের অংশে লেখা ছিল ‘ডানকে ফ্রাঞ্জ’, বাংলায় যার অর্থ ‘ধন্যবাদ ফ্রাঞ্জ’। ম্যাচের আগে মাঠে উপস্থিত ৭৫ হাজার দর্শক ও খেলোয়াড়েরা এক মিনিট নীরবতার মধ্য দিয়ে স্মরণ করেন কিংবদন্তিকে। কিংবদন্তিকে শ্রদ্ধা জানানোর ম্যাচে দল জয় পাওয়ায় বায়ার্ন সমর্থকরাও নিশ্চয় খুশি হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম, ধানক্ষেতে পড়ে ছিল যুবকের নিথর দেহ

এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নিয়ম চালু করল এনসিটিবি

ভাইকে বাঁচাতে ঝাঁপ দেয় বোন, ভেসে উঠল দুজনের নিথর দেহ

ইলিশ রক্ষায় অভিযান, প্রথমদিনেই ২২০ টন জব্দ

কখন এবং কতটা শক্তিতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘শক্তি’?

কুমিল্লায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

মতবিনিময় সভায় বক্তারা / মহাসড়কে নিরাপত্তা ও অপরাধ দমনে জনগণের সহযোগিতা অপরিহার্য

৩ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপন

কারখানায় কাজ বন্ধ, মহাসড়কে কর্মকর্তা ও কর্মচারীদের বিক্ষোভ

১০

বিশ্বকাপের ম্যাচেও হাত মেলাননি ভারত ও পাকিস্তান অধিনায়ক

১১

আ.লীগের সাবেক এমপি মোজাম্মেল হক গ্রেপ্তার

১২

স্ত্রীকে হত্যা করে লাশ গুম, স্বামীর মৃত্যুদণ্ড

১৩

এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিল অর্থ মন্ত্রণালয়

১৪

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

১৫

‘ধর্ম অবমাননা’ : সেই অপূর্ব পালকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ

১৬

বিসিবি নির্বাচন পেছানোসহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টার কাছে চিঠি

১৭

রাতে খাওয়া বন্ধ করলে কি ওজন কমে? যা বলছেন পুষ্টিবিদ

১৮

ইন্টার ইউনিভার্সিটি বডিবিল্ডিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৯

আশিয়ান সিটিতে ৬ দিনব্যাপী ‘শরৎ উৎসব’

২০
X