স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ১০:৫৫ এএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১১:৩৭ এএম
অনলাইন সংস্করণ

মেসি-সুয়ারেজ মিলেও জেতাতে পারলেন না মায়ামিকে

লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। ছবি : সংগৃহীত

সাধারণত যে কোনো দেশের ঘরোয়া ফুটবল মৌসুম শুরু হওয়ার আগে দলগুলো প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলে থাকে। সমর্থকদের জন্য এসব ম্যাচের মূল আকর্ষণ থাকে অনেক দিন পর দলের খেলা দেখা এবং দল নতুন কোনো খেলোয়াড় নিলে তার খেলা উপভোগ করা। সেই হিসেবে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির প্রাক-মৌসুমের প্রথম ম্যাচ ঘিরে আগ্রহ ছিল অনেক, তবে আগ্রহ থাকার পেছনে বেশ বড় কারণ ছিল। এই ম্যাচ দিয়েই যে আবার এক হলেন দুই বার্সা কিংবদন্তি লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। তবে একসঙ্গের প্রথম ম্যাচ জয় দিয়ে রাঙাতে পারলেন না তারা। দুজনের পুনর্মিলনীর ম্যাচে গোলশূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো মায়ামিকে।

শনিবার (২০ জানুয়ারি) ভোরে লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজ তাদের ইন্টার মায়ামি পুনর্মিলনে তাদের বার্সেলোনার পুরোনো ছন্দ নিয়ে আসতে পারলেন না। সময়ের অন্যতম সেরা এই দুই তারকা আজকের প্রীতি ম্যাচে ৪৫ মিনিট খেলেও এল সালভাদরের রক্ষণদুর্গে ফাটল ধরাতে পারেননি। ফলে সমর্থকদের জন্য একরকম হতাশার গোলশূন্য ড্র দিয়েই ম্যাচটি শেষ হয়েছে।

ম্যাচের শুরু থেকেই আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসির জন্য এল সালভাদরের সমর্থকদের ছিল বাঁধভাঙা সমর্থন। মেসির পায়ে বল যাওয়ার সাথে সাথে তারা সমর্থনে ফেটে পড়ে। তবে সদ্য ফিফা বেস্ট হওয়া এই খেলোয়াড়ের খেলা তারা বেশি সময় উপভোগ করতে পারে নি। ম্যাচের প্রথমার্ধ শেষেই তুলে নেওয়া হয় মেসি, সুয়ারেজ,আলবা ও বুসকেটসকে।

তবে তারা ৪৫ মিনিট একসঙ্গে খেলেও ঠিক মন ভরাতে পারেননি সমর্থকদের । এস্তাদিও কাসকাটলানে এল সালভাদরের জাতীয় দলের সাথে এই ম্যাচ দিয়ে এমএলএস মৌসুম শুরুর আগে প্রাক-মৌসুম প্রস্তুতি সফর শুরু করল মেসির মায়ামি।

মেসি, সুয়ারেজ, সার্জিও বুসকেটস এবং জর্ডি আলবা যে এইম্যাচে নিজেদের ঝলক একেবারে দেখাতে পারেননি তা কিন্তু নয়। চারজন একসঙ্গে শুরু করার পর বেশ কয়েকটি ভালো মুহূর্ত পেয়েছিলেন কিন্তু সেই মুহূর্তগুলো ছিল নগণ্য। অন্যদিকে এল সালভাদর তর্কাতীতভাবে প্রথমার্ধে ভালো ছিল, শুরুর দিকে কয়েকটি ভালো সুযোগও তারা তৈরি করেছিল।

ইন্টার মিয়ামি প্রথমার্ধের শেষের দিকে কিছু ভাল সুযোগ পেয়েছিল। যার মধ্যে বার্সেলোনার কিংবদন্তিদের দ্বারা একত্রিত একটি সিকোয়েন্স গোল হলে খবরের শিরোনামও হতে পারত। তবে দর্শকদের হতাশার করে দ্বিতীয়ার্ধে তাদের খেলা আর দেখার সুযোগ হয়নি।

চার তারকা নেমে যাওয়ার পরও ইন্টার মায়ামি চেষ্টা করেছে গোল আদায়ের। পাল্টা আক্রমণে জবাব দিয়েছে এল সালভাদরও; যদিও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি কোনো দল। দুই দল বিরোধে জড়ানোয় মাঠে উত্তাপও ছড়িয়েছে। কিন্তু কোনো কিছুই গোল আদায়ের জন্য যথেষ্ট ছিল না। ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে।

অবশ্য দর্শকদের সামনে আরও সুযোগ থাকছে মেসি-সুয়ারেজকে একসাথে দেখার। মঙ্গলবার ভোরেই আবার মাঠে নামছে মায়ামি। ওই ম্যাচে প্রতিপক্ষ এমএলএসের দল এফসি ডালাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, জানা গেল পরিচয়

জামায়াত আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠক

কারিশমার সন্তানদের মাসিক খরচ বন্ধ

গ্রামীণ ব্যাংকের ফটকে ৩টি ককটেল, দুই নারীকে ‘সন্দেহ’

আরও ৫৩ জুলাই যোদ্ধার গেজেট বাতিল

অবৈধ ব্যানার, ফেস্টুন, পোস্টার নিয়ে ডিএনসিসির নির্দেশ

জাল কাগজপত্র জমা দিলে ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞার ঝুঁকি

মৃত্যুর আগে ১১ জনকে দায়ী করে বিএনপি নেতার ভিডিও বার্তা

মিরপুর টেস্টে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য বিসিবির বিশেষ সুবিধা

আইসিসি থেকে দুঃসংবাদ পেলেন বাবর

১০

কারাবন্দি সাবেক মেয়র আইভী আরও ৫ মামলায় গ্রেপ্তার

১১

মাদুরোর সঙ্গে কথা বলতে আগ্রহী ট্রাম্প, সেনা মোতায়েনেরও সম্ভাবনা

১২

সীতাকুণ্ডে মর্টার শেলের আঘাতে কেঁপে উঠল পুরো এলাকা

১৩

ফের ঢাকায় আসছেন আতিফ আসলাম

১৪

শিশু ধর্ষণের অভিযোগে ৭৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

১৫

আকর্ষণীয় দাড়ি চাইলে প্রয়োজন বাড়তি যত্নের, রইল টিপস

১৬

নির্বাচন কবে, জার্মানির রাষ্ট্রদূতকে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

১৭

দেশে মোট ভোটারের চূড়ান্ত সংখ্যা প্রকাশ

১৮

রাতে বিদেশযাত্রার অনুমতি চাইলেন স্বামী, সকালে না ফেরার দেশে

১৯

পুলিশের সামনে ছাত্রলীগের মিছিল, এসআই ক্লোজড

২০
X