ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী দল বার্সেলোনার সময়টা মোটেই ভালো যাচ্ছে না। হেরেই চলেছে একসময়ের প্রবল প্রতাপশালী দলটি। স্প্যানিশ সুপার কাপ ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ৪-১ গোলে হারের পর এবার কোপা দেল রে কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ৪-২ গোলে হেরেছে বার্সা। এগিয়ে থেকেও তীরে এসে তরী ডোবানো এখন যেন বার্সেলোনার কাছে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে।
এই হারের পর স্বভাবতই তোপের মুখে পড়েছে বার্সার কোচ জাভি হার্নান্দেজ। তার বার্সা থেকে চাকরি হারানোর গুঞ্জন আগেই ছিল তবে এবার সেই গুঞ্জন যেন আরও জোরালো হলো। হারের পর কোচ জাভি হার্নান্দেজ নিজেই এবার বার্সা ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। জানিয়েছেন, তিনি থাকেন কিংবা না থাকেন, বার্সার ভবিষ্যৎ উজ্জ্বল।
এগিয়ে থেকেও ম্যাচ হারা জন্য ফুটবলারদের দোষ দিতে চাইছেন না জাভি। তবে নিজের হতাশার কথা জানিয়েছেন। ২-২ গোলে সমতায় থাকার পরও সুযোগটা নিতে পারেননি তারা।
পর পর দুটি টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পর ট্রফি জিততে বার্সার এখন চেয়ে থাকতে হবে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে। ২০ ম্যাচ ৪৪ পয়েন্ট নিয়ে লিগে বার্সার অবস্থান তৃতীয়। শীর্ষ দল জিরোনার সমান ম্যাচ খেললেও ৮ পয়েন্ট পিছিয়ে বার্সা। চ্যাম্পিয়নস লিগে উঠেছে শেষ ষোলোয়।
এমন পরিস্থিতিতে জাভি জানিয়েছেন, ট্রফি জেতার বিকল্প নেই, ‘মৌসুম শেষে যদি লড়াই করতে না পারেন, তাহলে তাকে চলে যেতে হবে। এটা সব কোচদের ক্ষেত্রেই হয়। বার্সেলোনা যেহেতু বড় ক্লাব সেহেতু ভক্তদের প্রত্যাশা বেশি হওয়াই স্বাভাবিক। প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে দায়িত্ব ছেড়ে দেয়া ছাড়া উপায় থাকে না।
ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী দল বার্সেলোনার সময়টা মোটেই ভালো যাচ্ছে না। হেরেই চলেছে একসময়ের প্রবল প্রতাপশালী দলটি। স্প্যানিশ সুপার কাপ ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ৪-১ গোলে হারের পর এবার কোপা দেল রে কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ৪-২ গোলে হেরেছে বার্সা। এগিয়ে থেকেও তীরে এসে তরী ডোবানো এখন যেন বার্সেলোনার কাছে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে।
এই হারের পর স্বভাবতই তোপের মুখে পড়েছে বার্সার কোচ জাভি হার্নান্দেজ। তার বার্সা থেকে চাকড়ি হারানোর গুঞ্জন আগেই ছিলো তবে এবার সেই গুঞ্জন যেন আরও জোরালো হলো। হারের পর কোচ জাভি হার্নান্দেজ নিজেই এবার বার্সা ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। জানিয়েছেন, তিনি থাকেন কিংবা না থাকেন, বার্সার ভবিষ্যৎ উজ্জ্বল।
এগিয়ে থেকেও ম্যাচ হারা জন্য ফুটবলারদের দোষ দিতে চাইছেন না জাভি। তবে নিজের হতাশার কথা জানিয়েছেন। ২-২ গোলে সমতায় থাকার পরও সুযোগটা নিতে পারেননি তারা।
পর পর দুটি টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পর ট্রফি জিততে বার্সার এখন চেয়ে থাকতে হবে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে। ২০ ম্যাচ ৪৪ পয়েন্ট নিয়ে লিগে বার্সার অবস্থান তৃতীয়। শীর্ষ দল জিরোনার সমান ম্যাচ খেললেও ৮ পয়েন্ট পিছিয়ে বার্সা। চ্যাম্পিয়নস লিগে উঠেছে শেষ ষোলোয়।
এমন পরিস্থিতিতে জাভি জানিয়েছেন, ট্রফি জেতার বিকল্প নেই, ‘মৌসুম শেষে যদি লড়াই করতে না পারেন, তাহলে তাকে চলে যেতে হবে। এটা সব কোচদের ক্ষেত্রেই হয়। বার্সেলোনা যেহেতু বড় ক্লাব সেহেতু ভক্তদের প্রত্যাশা বেশি হওয়াই স্বাভাবিক। প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে দায়িত্ব ছেড়ে দেওয়া ছাড়া উপায় থাকে না।
মন্তব্য করুন