স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০৬:৫৭ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৩, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

রোনালদো-মেসি-বেনজেমার বিদায়ে শেষ ইউরোপিয়ান ফুটবলের স্বর্ণযুগ

মেসি, বেনজেমা ও রোনালদো। ছবি : সংগ্রহীত
মেসি, বেনজেমা ও রোনালদো। ছবি : সংগ্রহীত

সময়ের পরিক্রমায় পরিবর্তন হয় অনেক কিছুরই। এমনিতেই সবসময় জমজমাট থাকে ইউরোপিয়ান ফুটবল। স্পেনে ছিলেন রোনালদো, জিদান, রোনালদিনহোর মতো বড় তারকা। তেমনি ইংল্যান্ড ফুটবল ভরপুর ছিল ডেভিড বেকহ্যাম, ওয়েন রুনি, মাইকেল ওয়েনদের মতো তারকায়। জার্মানি, ইতালিয়ান ফুটবলও ছিল তারকায় ঠাঁসা।

তখনকার সময়ের বড় বড় তারকার পতনের ধাক্কা, ফুটবলপ্রেমীদের আঁচ করতে দেননি ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, করিম বেনজেমারা। প্রায় একই সময়ে আবির্ভাব হন তিন তারকা। যদিও মেসির আগেই আগমনী বার্তার ঘোষণা দেন রোনালদো বেনজেমা।

২০০৭-০৮ সাল থেকে শুরু করে অদ্যাবধি মেসি-রোনালদোর রাজত্বই চলেছে ইউরোপিয়ান ফুটবলে। মাঝে অনেক তারকা আসলেও রাজদণ্ডটা ঠিকই ছিল মেসি কিংবা রোনালদোর হাতেই। তবে আগামী মৌসুম থেকে পরিবর্তন হতে যাচ্ছে এই রাজদণ্ডের বাহক। এরই মধ্যে ইউরোপের ফুটবল ছেড়ে চলে গেলেন রোনালদো। ৩৭ বছর বয়সী এই তারকা এখন সৌদি আরবের আল নাসরে। বার্সা ছেড়ে দুই বছর প্যারিসে থাকার পর ইউরোপীয় ফুটবল ছাড়লেন মেসিও।

সৌদি ক্লাব আল হিলালের বিশাল আর্থিক প্রলোভনকে উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিকেই বেছে নিয়েছেন মেসি। সৌদি প্রো লিগের ক্লাবটি দিতে চেয়েছিল এক বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের ক্লাবে কত পাবেন মেসি। এ বিষয়টি এখনো অপ্রকাশিত। তবে, আর্জেন্টাইন মহাতারকা কী কী সুবিধা পাবেন তার কিছু কিছু ইঙ্গিত তো পাওয়া যাচ্ছে। তাকে যুক্তরাষ্ট্রে নেয়ার পেছনে একযোগে কাজ করেছে অ্যাপল টিভি, অ্যাডিডাস এবং এমএলএস লিগ কর্তৃপক্ষ।

এই তিন প্রতিষ্ঠানের সঙ্গে জুড়ে গেল মেসির নাম। ক্লাব থেকে যে অর্থ পাবেন, পাশাপাশি বিজ্ঞাপন, শুভেচ্ছাদূত হিসেবে যা পাবেন- সবকিছু মিলিয়ে বিশ্বকাপজয়ী অধিনায়কের প্রাপ্তি সৌদি ক্লাব আল হিলালের চেয়ে কম নয়, বরং বেশিই হবে। সঙ্গে থাকবে না পেশাদার ফুটবলের চাপ। স্বস্তি আর নিঃসংকোচে জীবনযাপন করতে পারবেন পরিবার নিয়ে।

মেসির ইউরোপ ছাড়া নিশ্চিত। তার আগেই ইউরোপ ছেড়েছেন করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদ ছেড়ে বছরে ২০০ মিলিয়ন ডলারে যোগ দিয়েছেন সৌদি ক্লাব আল ইত্তিহাদে। তিনিও মেসি-রোনালদোর মতো ব্যালন ডি’অর জয়ী ফুটবলার।

ফুটবলকে পুরোপুরি বিদায় জানিয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। মেসির জাতীয় দলের সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়াও ইন্টার মিয়ামিতে যোগ দেওয়া নিশ্চিত করে ফেলেছেন। মেসির ক্লাব সতীর্থ সার্জিও বুস্কেটসেরও সৌদি আরবে যাওয়া প্রায় নিশ্চিত।

সবচেয়ে বড় কথা ২০০৩ সালের পর এই প্রথম ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে জমজমাট আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ অনুষ্ঠিত হতে যাচ্ছে রোনালদো এবং মেসিকে ছাড়াই। একে একে মহাতারকার বিদায়ে ইউরোপিয়ান ফুটবল যে সোনালি যুগটা পার করে ফেলেছে, তা এখন বলাই যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুখবর পেলেন যুবদলের এক নেতা

নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

গলার ক্যানসার চেনার ৫ প্রাথমিক লক্ষণ

লিভারপুলকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মোহাম্মদ সালাহর

এবার ২ নেতাকে সুখবর দিল বিএনপি

বেনিনে প্রেসিডেন্টকে অপসারণের দাবি সেনাদের, পাল্টা বার্তা সরকারের

আড়াই মাস পর কবর থেকে বৃদ্ধের লাশ উত্তোলন

টাঙ্গাইলে গির্জায় দুর্ধর্ষ চুরি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে : সালাহউদ্দিন

শর্তসাপেক্ষে ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি!

১০

মালয়েশিয়ায় অনৈতিক কার্যকলাপের অভিযোগে ৪৩ বাংলাদেশি নারীসহ গ্রেপ্তার ১৩৯

১১

সারের দাবিতে মহাসড়ক অবরোধ

১২

পদে থেকে উপদেষ্টারা ভোট করতে পারবেন কি না, জানালেন ইসি সানাউল্লাহ

১৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন করা হবে : সালাহউদ্দিন আহমদ

১৪

নির্বাচন ও গণভোটের প্রস্তুতি জানাতে যমুনায় সিইসিসহ কমিশনাররা

১৫

হাড়কে মজবুত রাখাবে যেসব খাবার

১৬

সম্পূর্ণ নিয়ন্ত্রণে তুলার গোডাউনের আগুন

১৭

গ্রিস উপকূলে অভিবাসী নৌকাডুবি, নিহত ১৮

১৮

জন্মদিনে ময়ূরীকন্যার পোস্ট ভাইরাল

১৯

সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার

২০
X