মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০৬:৫৭ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৩, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

রোনালদো-মেসি-বেনজেমার বিদায়ে শেষ ইউরোপিয়ান ফুটবলের স্বর্ণযুগ

মেসি, বেনজেমা ও রোনালদো। ছবি : সংগ্রহীত
মেসি, বেনজেমা ও রোনালদো। ছবি : সংগ্রহীত

সময়ের পরিক্রমায় পরিবর্তন হয় অনেক কিছুরই। এমনিতেই সবসময় জমজমাট থাকে ইউরোপিয়ান ফুটবল। স্পেনে ছিলেন রোনালদো, জিদান, রোনালদিনহোর মতো বড় তারকা। তেমনি ইংল্যান্ড ফুটবল ভরপুর ছিল ডেভিড বেকহ্যাম, ওয়েন রুনি, মাইকেল ওয়েনদের মতো তারকায়। জার্মানি, ইতালিয়ান ফুটবলও ছিল তারকায় ঠাঁসা।

তখনকার সময়ের বড় বড় তারকার পতনের ধাক্কা, ফুটবলপ্রেমীদের আঁচ করতে দেননি ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, করিম বেনজেমারা। প্রায় একই সময়ে আবির্ভাব হন তিন তারকা। যদিও মেসির আগেই আগমনী বার্তার ঘোষণা দেন রোনালদো বেনজেমা।

২০০৭-০৮ সাল থেকে শুরু করে অদ্যাবধি মেসি-রোনালদোর রাজত্বই চলেছে ইউরোপিয়ান ফুটবলে। মাঝে অনেক তারকা আসলেও রাজদণ্ডটা ঠিকই ছিল মেসি কিংবা রোনালদোর হাতেই। তবে আগামী মৌসুম থেকে পরিবর্তন হতে যাচ্ছে এই রাজদণ্ডের বাহক। এরই মধ্যে ইউরোপের ফুটবল ছেড়ে চলে গেলেন রোনালদো। ৩৭ বছর বয়সী এই তারকা এখন সৌদি আরবের আল নাসরে। বার্সা ছেড়ে দুই বছর প্যারিসে থাকার পর ইউরোপীয় ফুটবল ছাড়লেন মেসিও।

সৌদি ক্লাব আল হিলালের বিশাল আর্থিক প্রলোভনকে উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিকেই বেছে নিয়েছেন মেসি। সৌদি প্রো লিগের ক্লাবটি দিতে চেয়েছিল এক বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের ক্লাবে কত পাবেন মেসি। এ বিষয়টি এখনো অপ্রকাশিত। তবে, আর্জেন্টাইন মহাতারকা কী কী সুবিধা পাবেন তার কিছু কিছু ইঙ্গিত তো পাওয়া যাচ্ছে। তাকে যুক্তরাষ্ট্রে নেয়ার পেছনে একযোগে কাজ করেছে অ্যাপল টিভি, অ্যাডিডাস এবং এমএলএস লিগ কর্তৃপক্ষ।

এই তিন প্রতিষ্ঠানের সঙ্গে জুড়ে গেল মেসির নাম। ক্লাব থেকে যে অর্থ পাবেন, পাশাপাশি বিজ্ঞাপন, শুভেচ্ছাদূত হিসেবে যা পাবেন- সবকিছু মিলিয়ে বিশ্বকাপজয়ী অধিনায়কের প্রাপ্তি সৌদি ক্লাব আল হিলালের চেয়ে কম নয়, বরং বেশিই হবে। সঙ্গে থাকবে না পেশাদার ফুটবলের চাপ। স্বস্তি আর নিঃসংকোচে জীবনযাপন করতে পারবেন পরিবার নিয়ে।

মেসির ইউরোপ ছাড়া নিশ্চিত। তার আগেই ইউরোপ ছেড়েছেন করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদ ছেড়ে বছরে ২০০ মিলিয়ন ডলারে যোগ দিয়েছেন সৌদি ক্লাব আল ইত্তিহাদে। তিনিও মেসি-রোনালদোর মতো ব্যালন ডি’অর জয়ী ফুটবলার।

ফুটবলকে পুরোপুরি বিদায় জানিয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। মেসির জাতীয় দলের সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়াও ইন্টার মিয়ামিতে যোগ দেওয়া নিশ্চিত করে ফেলেছেন। মেসির ক্লাব সতীর্থ সার্জিও বুস্কেটসেরও সৌদি আরবে যাওয়া প্রায় নিশ্চিত।

সবচেয়ে বড় কথা ২০০৩ সালের পর এই প্রথম ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে জমজমাট আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ অনুষ্ঠিত হতে যাচ্ছে রোনালদো এবং মেসিকে ছাড়াই। একে একে মহাতারকার বিদায়ে ইউরোপিয়ান ফুটবল যে সোনালি যুগটা পার করে ফেলেছে, তা এখন বলাই যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনকনে শীতের রাতে রাস্তায় ভাইয়ের উষ্ণতা হয়ে উঠল বড় বোন

আমি কোনো অন্যায় করতে পারবো না, জুনায়েদ সাকিকে রিটার্নিং কর্মকর্তা

১০ ভরি স্বর্ণসহ যত সম্পদ জামায়াত আমিরের

রাতে এভারকেয়ারে গেলেন তারেক রহমানসহ পরিবারের সদস্যরা

তুলির আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র জমা

১৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

অধিনায়ক পাল্টালেও হার এড়াতে পারল না নোয়াখালী

জকসু নির্বাচন / নিজ কেন্দ্র ছাড়া অন্য কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না প্রার্থীরা : নির্বাচন কমিশন

শাহবাগে পিস্তলসহ আটক যুবক যমুনা এলাকায় মেজর পরিচয় দিয়েও আটক হয়েছিলেন

পথচারীদের শীত নিবারণে গাছের গুড়ি জ্বালালেন স্থানীয়রা

১০

কুয়াশা-তাপমাত্রা নিয়ে ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস

১১

পলাতক আ.লীগ নেতার পক্ষে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে ধরা

১২

থার্টি ফার্স্টে ‘নির্বিঘ্ন নগর’ রাখতে কড়া নিয়ন্ত্রণে সিএমপি

১৩

চট্টগ্রাম-১০ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী শামসুজ্জামান হেলালী

১৪

ধর্ম অবমাননার অজুহাত তুলে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা জঘন্যতম কাজ : ধর্ম উপদেষ্টা

১৫

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘স্টুডেন্ট রিসার্চ ডে’ অনুষ্ঠিত

১৬

চট্টগ্রামের ১৬ আসনে মনোনয়ন জমা দিলেন ১৪৩ জন, জমা দেননি ৮৮ জন

১৭

আমি জনসেবার জন্য এসেছি : সাঈদ আল নোমান

১৮

মাত্র ১ মিনিট দেরির কারণে মনোনয়ন জমা দিতে পারেননি প্রার্থী!

১৯

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের আসনে প্রার্থী হলেন তার স্ত্রী

২০
X