স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ০১:৪৮ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নেইমারের বোনের সাবেক প্রেমিক নিষিদ্ধ 

নেইমার ও গাব্রিয়েল। ছবি : সংগৃহীত
নেইমার ও গাব্রিয়েল। ছবি : সংগৃহীত

ব্রাজিল ফুটবলে প্রতিভার অভাব কোনো কালেই ছিল না। পেলে থেকে শুরু করে বর্তমানের এনড্রিক এরকম অগনিত প্রতিভা ব্রাজিল ফুটবলে এসেছে। একের পর এক ব্রাজিলিয়ান ফুটবলার ফুটবল বিশ্বকে তাদের প্রতিভা দিয়ে মুগ্ধ করে এসেছেন। এরকম এক প্রতিভা ছিলেন গ্যাব্রিয়েল বারবোসাও। ব্রাজিলের অন্যতম সেরা নেইমারের মতো তার ক্যারিয়ারও শুরু হয়েছিল সান্তোসে।

নেইমারের পদাঙ্ক অনুসরণ করে ইউরোপেও এসেছিলেন তবে সেভাবে নিজের নামকে পরিচিত করতে পারেননি। আরেকটি পরিচয়ও তখন বেশ সরব হয়ে উঠছিল গাব্রিয়েল ‘গাবিগোল’ বারবোসার। নেইমারের

এরপর ইউরোপেও এসেছিলেন ‘গাবিগোল’ বা ‘গাবি’ নামে পরিচিত বারবোসা। কিন্তু বেশি দিন দেশের বাইরে থাকা হয়নি। ইন্টার মিলান ও বেনফিকা ঘুরে আবারও ধারে চলে যান সান্তোসে। কিন্তু ২৭ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের পদাঙ্ক অনুসরণ করতে পারেননি। নেইমারের ছোট বোন রাফেয়ালা সান্তোসের সঙ্গে ২০১৭ সালে সম্পর্কে জড়ান বারবোসা। পরে যদিও সেই সম্পর্ক টিকেনি।

এখন গাবিগোলের ক্যারিয়ারই হুমকির মুখে। সোমবার (২৫ মার্চ) ডোপিং পরীক্ষায় জালিয়াতির চেষ্টায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। ব্রাজিলের ক্রীড়া আদালতও তা বিপক্ষে রায় দিয়েছেন। রিও ডি জেনিরোর ক্লাব সদর দপ্তরে ডোপিং পরীক্ষার সময় অসহযোগিতার অভিযোগও করা হয়েছে তার বিরুদ্ধে। তবে ঘটনাটি এ বছরের নয়। ২০২৩ সালের ৮ এপ্রিলে করা অভিযোগে আদালতের দেওয়া রায়ে নিষিদ্ধ হলেন এই ফুটবলার। তবে এএফপি জানিয়েছে এই রায়ের বিরুদ্ধে আপিলের ‍সুযোগ থাকছে তার।

এএফপি ব্রাজিলিয়ান মিডিয়ার তথ্যের বরাত দিয়ে আরও জানিয়েছে, বারবোসা সময়সূচি মেনে চলতে ব্যর্থ হয়েছেন। ডোপিং অফিসারদের অসম্মান করেছেন এবং তাদের নির্দেশ মানতে অস্বীকার করেছেন। তবে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বারবোসার বক্তব্য, ‘আমি কখনো কোনো পরীক্ষায় বাধা বা প্রতারণা করার চেষ্টা করিনি। আমি আত্মবিশ্বাসী, আমি সর্বোচ্চ আদালতে নির্দোষ প্রমাণিত হবো।’

যে প্রতিভার ঝলক দেখিয়ে বারবোসা ফুটবলে আগমন করেছিলেন সেটির প্রমাণ তিনি দেখাকে পারেননি। ২০১৬ সালে ইন্টারে গেলেও সান সিরোতে বেশি দিন থাকা হয়নি তার। একে একে ধারে বেনফিকা, সান্তোস ও ফ্লেমেঙ্গোতে যেতে হয়েছে। ২০২০ সাল থেকে স্বদেশি ক্লাব ফ্লেমেঙ্গোতেই আছেন।

ব্রাজিলের বয়সভিত্তিক দলে খেলে জাতীয় দলে জায়গা পেয়েছিলেন ২০১৬ সালে। ২০২২ সালের পর বারবোসাকে ব্রাজিলের জার্সিতে আর দেখা যায়নি। এই সময়ে ১৮ ম্যাচে করেছেন মাত্র ৫ গোল। তবে ফ্লেমেঙ্গোর হয়ে ২০১৯ ও ২০২২ সালে কোপা লিবার্তোদোরেসের ফাইনাল গোল করে সমর্থকদের কাছে বেশ জনপ্রিয়তা পান বারবোসো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি দায়িত্ব নেয়ার পর ১২টা হাতি মরে গেছে: রিজওয়ানা

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

বঞ্চিত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন পেশ

হাসপাতালে গিয়ে মির্জা ফখরুলকে পেলেন না জামায়াতের প্রতিনিধি দল

দূরশিক্ষা ও বিজ্ঞানের মহীরুহ ড. শমশের আলীর মহাপ্রস্থান : এক জ্ঞানতাপস

১০

একযোগে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

১১

হাবিপ্রবির ১২ হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসেবায় বরাদ্দ ৬ লাখ টাকা 

১২

শিশুদের হাঁপানি সম্পর্কে যা যা জানা জরুরি

১৩

‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’ নামে ডাকসু নির্বাচনে বামপন্থিদের প্যানেল ঘোষণা

১৪

‘সাধারণ ছুটি’ না হয়েও আজ ছুটি যেসব প্রতিষ্ঠান

১৫

পুতিনের মলমূত্রও বিদেশ থেকে রাশিয়ায় বয়ে নিয়ে যাওয়া হয় কেন?

১৬

মালদ্বীপে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা সিদ্দিক

১৮

ফিরছেন দীপিকা 

১৯

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

২০
X