উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) কে ৩-২ গোলে হারিয়ে এগিয়ে থাকল বার্সেলোনা।
বুধবার (১০ এপ্রিল) ফ্রান্সের প্যারিসে পার্ক দেস প্রিন্সেসে অনুষ্ঠিত হয় এ ম্যাচ।
ব্রাজিলের ২৭ বছর বয়সী উইঙ্গার রাফিনিয়ার গোল বন্ধ্যাত্ব কাটানোর ম্যাচে পিএসজিকে স্তব্ধ করে দিল বার্সেলোনা। পাঁচ গোলের থ্রিলারের ম্যাচে জয় নিয়েই মাঠ ছেড়েছে জাভি হার্নান্দেজের দল।
খেলার ৩৭তম মিনিটে ডি-বক্স থেকে রাফিনিয়ার নিখুঁত শট জালে জড়ালে এগিয়ে যায় বার্সেলোনা। প্রথমার্ধে ৫৩ শতাংশ সময় বল দখলে রাখা পিএসজি পায় না কোনো গোলের দেখা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই চমৎকার এক গোলে পিএসজিকে সমতায় ফেরান ডেম্বেলে। সফরকারীদের স্তব্ধ করে দিয়ে ৫১তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। ফাবিয়ান রুইসের কাছ থেকে বল পেয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন ভিতিনিয়া।
পিএসজির গতির সঙ্গে পেরে উঠছিল না বার্সেলোনা। কঠিন পরিস্থিতিতে ৬২তম মিনিটে আবারও দলকে অসাধারণ এক ফিনিশিংয়ে পথ দেখান রাফিনিয়া।
এরপরই রাফিনিয়া ও ফ্রেংকি ডি ইয়ংকে তুলে নেন জাভি। বদলি নামা খেলোয়াড় ক্রিস্টেনসেন কর্নার থেকে ৭৭তম মিনিটে চমৎকার হেডে এগিয়ে যায় বার্সেলোনা।
আগামী মঙ্গলবার এগিয়ে থাকার স্বস্তি নিয়ে ঘরের মাঠে ফিরতে লেগে লড়াইয়ে নামবে বার্সেলোনা।
মন্তব্য করুন