স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০১:১৫ এএম
অনলাইন সংস্করণ
এফএ কাপ

চ্যাম্পিয়ন্স লিগের দুঃখ ভুলে ফাইনালে সিটি

গোলদাতা বার্নাদোকে ঘিরে সিটি খেলোয়াড়দের উল্লাস। ছবি : সংগৃহীত
গোলদাতা বার্নাদোকে ঘিরে সিটি খেলোয়াড়দের উল্লাস। ছবি : সংগৃহীত

গত মৌসুমেই দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জিতেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি। এই মৌসুমেও আবারও ট্রেবল জয়ের দিকেই এগোচ্ছিল পেপ গার্দিওলার দল। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে টাইব্রেকারে হেরে সেই স্বপ্নের সমাপ্তি ঘটে। সেই দুঃখের রেশ কাটতে না কাটতেই আরেকটি ট্রফির জন্য নেমে পরতে হয়েছে তাদের। তবে এবার আর দুঃখ সঙ্গী হয়নি ডি ব্রুইনা-ফোডেনদের।

শনিবার (২০ এপ্রিল) ইংল্যান্ডের জাতীয় স্টেডিয়াম ওয়েম্বলিতে এফএ কাপের সেমিফাইনালে চেলসিকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ম্যাচের একমাত্র গোলটি আসে সিটির চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের খলনায়ক বার্নাদো সিলভার কাছ থেকে। আগামীকাল ম্যানচেস্টার ইউনাইটেড ও কভেন্ট্রি সিটির মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের সাথে ২৫মের ফাইনালে সিটির দেখা হবে।

ওয়েম্বলিতে বাংলাদেশ সময় রাত সোয়া দশটায় শুরু হওয়া ম্যাচে অবশ্য আধিপত্য বেশি থাকে পরাজিত দল চেলসির। মারসিও পচেত্তিনোর দল যদি বেশ কিছু সহজ সুযোগ মিস না করতো তাহলে হয়ত ম্যাচের ফলাফল অন্যরকমও হতে পারত। তবে সিটির কাছেও সুযোগ এসেছিল।

ম্যাচের প্রথম সুযোগই আসে সিটির কাছে। ম্যাচের ১৪ মিনিটে কেভিন ডি ব্রুইনার দুদৃান্ত পাস থেকে গোল করতে ব্যর্থ হন ফিল ফোডেন। এই আক্রমণের পর অবশ্য প্রথমার্ধে সিটি বলার মতো কিছুই করতে পারেনি। উল্টো ম্যাচের ২৯ মিনিটে চেলসি স্ট্রাইকার নিকোলাস জ্যাকসন গোলের সহজ সুযোগ মিস না করলে এগিয়ে থেকেই বিরতিতে যেতে পারত চেলসি।

ম্যাচের ৩৬ মিনিটে আবারও সুযোগ হারায় চেলসি। এই মৌসুমেই সিটি থেকে চেলসিতে পাড়ি জমিয়ে গোলের পর গোল করতে থাকা কোল পালমারের জোড়ালে শট ফিরিয়ে দেন সিটি গোলকিপার ওর্তেগা।

সুযোগ হারানোর এই হাফে সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধেও প্রথমার্ধের মতো একই ভঙ্গিতে শুরু করে চেলসি। ৪৮ মিনিটে আবারও গোলের সুযোগ হারান জ্যাকসন।

সিটিকে বারবারই পরীক্ষায় ফেলতে থাকে চেলসির আক্রমণ। ম্যাচে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য ৬৪ মিনিটে জ্যাক গ্রিলিশকে উঠিয়ে জেরেমি ডোকুকে মাঠে নামান গার্দিওলা।

তবে তবুও ভাগ্যের পরিবর্তন হচ্ছিল না সিটিজেনদের। যখন মনে হচ্ছিল ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়াবে তখনই সিটি গোলের দেখা পায়। বলতে গেলে ম্যাচের স্রোতের বিপরীতে যেয়ে ৮৪ মিনিটে খেলার একমাত্র গোলটি করেন পর্তুগীজ তারকা বার্নাদো সিলভা ।

এই গোলে বুধবারের কোয়ার্টার ফাইনালে পেনাল্টি মিসের প্রায়শ্চিত করলেন সিলভা।

তবে সিটির গোলের পরও বেশ কয়েকটি সুযোগ এসেছিল চেলসির কাছে। কিন্তু খেলোয়াড়দের ছেলেমানুষী মিসের খেসারত হিসেবে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরুদ্দিনের প্রতি ফারহানের ক্ষোভ প্রকাশ

বরিশালে আ.লীগ নেতা গ্রেপ্তার

শতক থেকে ১ রান দূরে মুশফিক, বাংলাদেশের সংগ্রহ ২৯২/৪

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা

যে কথা বলতে গিয়ে আল্লাহ ৭ বার শপথ করেছেন!

জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

গারো পাহাড়ের জঙ্গলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

জুলাই যোদ্ধা ও শহীদদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

বিশ্বমঞ্চে জামদানিতে মিথিলার চমক

গণতন্ত্র চাইলে ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে : ফখরুল

১০

মঞ্চে মোদিকে পা ছুঁয়ে প্রণাম করলেন ঐশ্বরিয়া

১১

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচারের ব্যাখ্যা দিলেন আরএমপি কমিশনার

১২

ফের বাড়ল স্বর্ণের দাম, বিক্রিও চড়া

১৩

মুশফিককে প্রশংসায় ভাসিয়ে যা বললেন দুবারের বিশ্বকাপজয়ী পন্টিং

১৪

জকসু নির্বাচন / শহীদ সাজিদের কবর জিয়ারত করল ছাত্রদল সমর্থিত প্যানেল

১৫

জকসু উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি

১৬

ভাঙল শতরানের জুটি, শততম টেস্টে হাসল মুশফিকের ব্যাট

১৭

যে কারণে বাংলাদেশের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না রাকিব-তপু

১৮

আজ বিশ্ব পুরুষ দিবস

১৯

দীনেশ চন্দ্র পালের আত্মার চিরশান্তি কামনায় প্রার্থনা সভা

২০
X