স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০১:১৫ এএম
অনলাইন সংস্করণ
এফএ কাপ

চ্যাম্পিয়ন্স লিগের দুঃখ ভুলে ফাইনালে সিটি

গোলদাতা বার্নাদোকে ঘিরে সিটি খেলোয়াড়দের উল্লাস। ছবি : সংগৃহীত
গোলদাতা বার্নাদোকে ঘিরে সিটি খেলোয়াড়দের উল্লাস। ছবি : সংগৃহীত

গত মৌসুমেই দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জিতেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি। এই মৌসুমেও আবারও ট্রেবল জয়ের দিকেই এগোচ্ছিল পেপ গার্দিওলার দল। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে টাইব্রেকারে হেরে সেই স্বপ্নের সমাপ্তি ঘটে। সেই দুঃখের রেশ কাটতে না কাটতেই আরেকটি ট্রফির জন্য নেমে পরতে হয়েছে তাদের। তবে এবার আর দুঃখ সঙ্গী হয়নি ডি ব্রুইনা-ফোডেনদের।

শনিবার (২০ এপ্রিল) ইংল্যান্ডের জাতীয় স্টেডিয়াম ওয়েম্বলিতে এফএ কাপের সেমিফাইনালে চেলসিকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ম্যাচের একমাত্র গোলটি আসে সিটির চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের খলনায়ক বার্নাদো সিলভার কাছ থেকে। আগামীকাল ম্যানচেস্টার ইউনাইটেড ও কভেন্ট্রি সিটির মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের সাথে ২৫মের ফাইনালে সিটির দেখা হবে।

ওয়েম্বলিতে বাংলাদেশ সময় রাত সোয়া দশটায় শুরু হওয়া ম্যাচে অবশ্য আধিপত্য বেশি থাকে পরাজিত দল চেলসির। মারসিও পচেত্তিনোর দল যদি বেশ কিছু সহজ সুযোগ মিস না করতো তাহলে হয়ত ম্যাচের ফলাফল অন্যরকমও হতে পারত। তবে সিটির কাছেও সুযোগ এসেছিল।

ম্যাচের প্রথম সুযোগই আসে সিটির কাছে। ম্যাচের ১৪ মিনিটে কেভিন ডি ব্রুইনার দুদৃান্ত পাস থেকে গোল করতে ব্যর্থ হন ফিল ফোডেন। এই আক্রমণের পর অবশ্য প্রথমার্ধে সিটি বলার মতো কিছুই করতে পারেনি। উল্টো ম্যাচের ২৯ মিনিটে চেলসি স্ট্রাইকার নিকোলাস জ্যাকসন গোলের সহজ সুযোগ মিস না করলে এগিয়ে থেকেই বিরতিতে যেতে পারত চেলসি।

ম্যাচের ৩৬ মিনিটে আবারও সুযোগ হারায় চেলসি। এই মৌসুমেই সিটি থেকে চেলসিতে পাড়ি জমিয়ে গোলের পর গোল করতে থাকা কোল পালমারের জোড়ালে শট ফিরিয়ে দেন সিটি গোলকিপার ওর্তেগা।

সুযোগ হারানোর এই হাফে সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধেও প্রথমার্ধের মতো একই ভঙ্গিতে শুরু করে চেলসি। ৪৮ মিনিটে আবারও গোলের সুযোগ হারান জ্যাকসন।

সিটিকে বারবারই পরীক্ষায় ফেলতে থাকে চেলসির আক্রমণ। ম্যাচে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য ৬৪ মিনিটে জ্যাক গ্রিলিশকে উঠিয়ে জেরেমি ডোকুকে মাঠে নামান গার্দিওলা।

তবে তবুও ভাগ্যের পরিবর্তন হচ্ছিল না সিটিজেনদের। যখন মনে হচ্ছিল ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়াবে তখনই সিটি গোলের দেখা পায়। বলতে গেলে ম্যাচের স্রোতের বিপরীতে যেয়ে ৮৪ মিনিটে খেলার একমাত্র গোলটি করেন পর্তুগীজ তারকা বার্নাদো সিলভা ।

এই গোলে বুধবারের কোয়ার্টার ফাইনালে পেনাল্টি মিসের প্রায়শ্চিত করলেন সিলভা।

তবে সিটির গোলের পরও বেশ কয়েকটি সুযোগ এসেছিল চেলসির কাছে। কিন্তু খেলোয়াড়দের ছেলেমানুষী মিসের খেসারত হিসেবে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বাহক এডিস মশার ঘনত্ব জরিপ গতিশীল হোক

ডাকসুর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ছাত্রদলের

জুলাই হত্যাযজ্ঞ / পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

বিল বেশি আসায় লাইনম্যানকে ‘মারধর’, মিটার খুলে নিল বিদ্যুৎ অফিস

নেদারল্যান্ডস সিরিজ খেলবেন না মিরাজ

ভয়াবহ অভিযানের দ্বিতীয় ধাপ অনুমোদন, গাজার পথে ৬০ হাজার ইসরায়েলি সেনা

রাতের আঁধারে সরকারি ৩০০ বস্তা সার আটক

'ওয়ার ২'-এর সাফল্যের মাঝে প্রিয়জন হারালেন জুনিয়র এনটিআর

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে ‘পেছনে’ ফেলে ইতিহাস সালাহ’র

তেরোখাদায় পারভেজ মল্লিকের রাজনৈতিক কার্যালয় উদ্বোধন

১০

দাঁত ব্রাশ করার পরও মুখে দুর্গন্ধ? চিন্তা নেই, রইল সহজ ৬ সমাধান

১১

৪ নারীকে ধর্ষণসহ ৩২ অভিযোগে ক্রাউন প্রিন্সেসের ছেলের বিচার শুরু

১২

বিএনপির দলীয় কার্যালয় ফিরে পেতে ১৬ বছর পর মামলা

১৩

১৩ ঘণ্টা পর ভেসে উঠল নাজিমের নিথর দেহ

১৪

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৫

জুটি বাঁধছেন মিঠুন-রজনীকান্ত

১৬

বাংলাদেশ বিমানের ১০টি চাকা চুরি!

১৭

পশ্চিম দিকে থুথু ফেলা কি জায়েজ আছে?

১৮

নিজ বাসভবনে হামলার শিকার দিল্লির মুখ্যমন্ত্রী

১৯

ই-কারের ভাড়া ৫ টাকা করার দাবি চবি ছাত্রশিবিরের

২০
X