শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০১:১৫ এএম
অনলাইন সংস্করণ
এফএ কাপ

চ্যাম্পিয়ন্স লিগের দুঃখ ভুলে ফাইনালে সিটি

গোলদাতা বার্নাদোকে ঘিরে সিটি খেলোয়াড়দের উল্লাস। ছবি : সংগৃহীত
গোলদাতা বার্নাদোকে ঘিরে সিটি খেলোয়াড়দের উল্লাস। ছবি : সংগৃহীত

গত মৌসুমেই দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জিতেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি। এই মৌসুমেও আবারও ট্রেবল জয়ের দিকেই এগোচ্ছিল পেপ গার্দিওলার দল। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে টাইব্রেকারে হেরে সেই স্বপ্নের সমাপ্তি ঘটে। সেই দুঃখের রেশ কাটতে না কাটতেই আরেকটি ট্রফির জন্য নেমে পরতে হয়েছে তাদের। তবে এবার আর দুঃখ সঙ্গী হয়নি ডি ব্রুইনা-ফোডেনদের।

শনিবার (২০ এপ্রিল) ইংল্যান্ডের জাতীয় স্টেডিয়াম ওয়েম্বলিতে এফএ কাপের সেমিফাইনালে চেলসিকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ম্যাচের একমাত্র গোলটি আসে সিটির চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের খলনায়ক বার্নাদো সিলভার কাছ থেকে। আগামীকাল ম্যানচেস্টার ইউনাইটেড ও কভেন্ট্রি সিটির মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের সাথে ২৫মের ফাইনালে সিটির দেখা হবে।

ওয়েম্বলিতে বাংলাদেশ সময় রাত সোয়া দশটায় শুরু হওয়া ম্যাচে অবশ্য আধিপত্য বেশি থাকে পরাজিত দল চেলসির। মারসিও পচেত্তিনোর দল যদি বেশ কিছু সহজ সুযোগ মিস না করতো তাহলে হয়ত ম্যাচের ফলাফল অন্যরকমও হতে পারত। তবে সিটির কাছেও সুযোগ এসেছিল।

ম্যাচের প্রথম সুযোগই আসে সিটির কাছে। ম্যাচের ১৪ মিনিটে কেভিন ডি ব্রুইনার দুদৃান্ত পাস থেকে গোল করতে ব্যর্থ হন ফিল ফোডেন। এই আক্রমণের পর অবশ্য প্রথমার্ধে সিটি বলার মতো কিছুই করতে পারেনি। উল্টো ম্যাচের ২৯ মিনিটে চেলসি স্ট্রাইকার নিকোলাস জ্যাকসন গোলের সহজ সুযোগ মিস না করলে এগিয়ে থেকেই বিরতিতে যেতে পারত চেলসি।

ম্যাচের ৩৬ মিনিটে আবারও সুযোগ হারায় চেলসি। এই মৌসুমেই সিটি থেকে চেলসিতে পাড়ি জমিয়ে গোলের পর গোল করতে থাকা কোল পালমারের জোড়ালে শট ফিরিয়ে দেন সিটি গোলকিপার ওর্তেগা।

সুযোগ হারানোর এই হাফে সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধেও প্রথমার্ধের মতো একই ভঙ্গিতে শুরু করে চেলসি। ৪৮ মিনিটে আবারও গোলের সুযোগ হারান জ্যাকসন।

সিটিকে বারবারই পরীক্ষায় ফেলতে থাকে চেলসির আক্রমণ। ম্যাচে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য ৬৪ মিনিটে জ্যাক গ্রিলিশকে উঠিয়ে জেরেমি ডোকুকে মাঠে নামান গার্দিওলা।

তবে তবুও ভাগ্যের পরিবর্তন হচ্ছিল না সিটিজেনদের। যখন মনে হচ্ছিল ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়াবে তখনই সিটি গোলের দেখা পায়। বলতে গেলে ম্যাচের স্রোতের বিপরীতে যেয়ে ৮৪ মিনিটে খেলার একমাত্র গোলটি করেন পর্তুগীজ তারকা বার্নাদো সিলভা ।

এই গোলে বুধবারের কোয়ার্টার ফাইনালে পেনাল্টি মিসের প্রায়শ্চিত করলেন সিলভা।

তবে সিটির গোলের পরও বেশ কয়েকটি সুযোগ এসেছিল চেলসির কাছে। কিন্তু খেলোয়াড়দের ছেলেমানুষী মিসের খেসারত হিসেবে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাস উল্টে নিহত ২

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আইনি নোটিশ

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

মনোনয়নপত্র নিয়ে যে বার্তা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

জামায়াতের প্রার্থীকে শোকজ

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে : সেলিমুজ্জামান

১০

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

১১

ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

১২

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে যা জানাল কমিশন

১৩

ইউজিসি কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক

১৪

গ্যাস যেন সোনার হরিণ, এলপিজি সংকটে নাভিশ্বাস

১৫

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া

১৬

মুসাব্বির হত্যা নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া

১৭

ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে শিবিরের দ্বারা : ডা. আউয়াল

১৮

আইসিসিকে পাঠানোর বিসিবির নতুন চিঠিতে যা আছে

১৯

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

২০
X