মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৪, ১২:২০ পিএম
আপডেট : ১৯ মে ২০২৪, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মেসিকে নিয়েও কষ্টার্জিত জয় মায়ামির

কাম্পানার গোলেই জয় পেয়েছে মায়ামি। ছবি : সংগৃহীত
কাম্পানার গোলেই জয় পেয়েছে মায়ামি। ছবি : সংগৃহীত

এবারের মেজর লিগ সকার (এমএলএস) মৌসুমে টেবিল টপার ইন্টার মায়ামির ম্যাচগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটি হল মায়ামির প্রাণভোমরা মেসিকে নিয়ে তাদের খেলা ম্যাচ আর মেসিকে ছাড়া ম্যাচ। মেসিকে নিয়ে যখন মায়ামি একের পর এক ম্যাচ জিতেছে, আবার একই সময় মেসি না থাকা ম্যাচগুলোতে জয় এসেছে কদাচিৎ। মায়ামির সর্বশেষ ম্যাচেও ড্র করার কারণ হিসেবে মেসির না থাকাকেই উল্লেখ করেন হেরনদের কোচ টাটা মার্টিনো। আজকের ম্যাচে মেসি খেলেছেন, মায়ামিও জয় পেয়েছে তবে সেই জয় এসেছে অনেক কষ্টে।

রোববার (১৯ মে) মায়ামির ঘরের মাঠ ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে এমএলএসের ম্যাচে ডিসি ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। হেরনদের হয়ে একমাত্র গোলটি করেন বদলি হিসেবে নামা লিওনার্দো কাম্পানা।

বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হওয়া ম্যাচে প্রথম থেকেই খেলেছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা পৃথিবীর অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। মেসি থাকায় বল দখলে আধিপত্য দেখালেও আক্রমণে ডিসির কাছে পাত্তা পাচ্ছিল না মেসি-সুয়ারেজরা।

ম্যাচের প্রথমার্ধে বলার মতো কোন সুযোগ পায়নি কোনো দলই। প্রথমার্ধে ডিসির গোলে তিনটি শট নিতে পারে মায়ামি। যার দুটি শটই আসে মেসির পা থেকে।

বলে মায়ামির দাপট থাকলেও আক্রমণে দাপট ছিল সফরকারী ডিসির। ২, ১২ এবং ১৯ মিনিটে ৩টি শট নেয় তারা তবে মায়ামির জাল কাঁপাতে পারেনি সফরকারী দলটি।

অন্যদিকে ম্যাচের ৪৩ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ এক সুযোগ পায় মায়ামি। তবে জর্ডি আলবার বাড়ানো দুর্দান্ত বল বক্সের মধ্যে ভালোভাবে নিয়ন্ত্রণে নিয়েও জালে পাঠাতে পারেননি ক্রেমাসি।

দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যাওয়ার সুযোগ পায় ডিসি। তবে জারেড স্ট্রুড গোলবারের সামনে হতাশ করেন। ৭১ মিনিটে গোলের উদ্দেশ্যে শট নেন মেসি। তবে পোস্টের অনেক বাইরে দিয়ে নেওয়া সেই শট বারের ওপর দিয়ে যায়। ৮৬ মিনিটে ডিসির এগিয়ে যাওয়ার সুযোগ রুখে দেন মায়ামির গোলরক্ষক। জ্যাকব মুরেলের নেয়া দ্রুতগতির শট ঝাঁপিয়ে পড়ে রুখে দেন তিনি।

ম্যাচ যখন মনে হচ্ছিল গোলশূন্যভাবেই শেষ হবে। আবারও ড্র করে পয়েন্ট খোয়াতে হবে মায়ামির। আর জয়ের আশা যখন একদমই তলানিতে তখনই মায়ামির ত্রাতা হিসেবে আবির্ভূত হন কাম্পানা। বদলি হিসেবে মাঠে নামা এই ফুটবলার মাঝমাঠ থেকে বাড়ানো বলকে দারুণ দক্ষতায় রিসিভ করেন এবং গোলরক্ষককে বোকা বানিয়ে জালে জড়ান। আর এতে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মেসির দল।

এই জয়ে এমএলএসর ইস্টার্ন কনফারেন্সে ১৫ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান মায়ামির। ডিসি ইউনাইটেডের অবস্থান পয়েন্ট টেবিলের নয় নম্বরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু হত্যার দায়ে একজনের ৭ বছরের কারাদণ্ড

সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন

যুক্তরাজ্যের বিশেষ দূতের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক কমিটি গঠন

বৃষ্টি ও ভ্যাপসা গরম নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

গুগলে দ্রুত প্রয়োজনীয় তথ্য জানার ৭ কৌশল

পুনরায় বিসিবির পরিচালক নির্বাচিত হলেন মনজুর আলম

নিষেধাজ্ঞা অমান্য করে আ.লীগ নেতা ও তার ছেলের ইলিশ শিকার

কবরস্থান-মসজিদ রক্ষায় রেলকর্মীদের আলটিমেটাম

এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান

১০

চাকরিচ্যুত সেনা সদস্যের প্রতারণা, সেনা অভিযানে গ্রেপ্তার

১১

কোরআনে হাফেজের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বাংলাদেশে নির্বাচনের অপেক্ষায় আছে তুরস্ক

১৩

৫ দিনের মাথায় আবারও গুলি করে যুবককে হত্যা

১৪

আ.লীগ নেত্রী আকলিমা তুলি গ্রেপ্তার

১৫

এক ভিসায় যাওয়া যাবে আরবের ৬ দেশে, কীভাবে?

১৬

ভৈবর নদে তলিয়ে গেল সুন্দরবনের ট্যুরিস্ট জাহাজ

১৭

অপহরণ করে ১০ কোটি টাকা আদায়ের মামলায় লিপটন কারাগারে 

১৮

আসামি ছিনতাইয়ের ঘটনায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২১

১৯

তারেক রহমানের বক্তব্য বিকৃত করছে একটি গোষ্ঠী : আবিদ

২০
X