স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৪, ১২:২০ পিএম
আপডেট : ১৯ মে ২০২৪, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মেসিকে নিয়েও কষ্টার্জিত জয় মায়ামির

কাম্পানার গোলেই জয় পেয়েছে মায়ামি। ছবি : সংগৃহীত
কাম্পানার গোলেই জয় পেয়েছে মায়ামি। ছবি : সংগৃহীত

এবারের মেজর লিগ সকার (এমএলএস) মৌসুমে টেবিল টপার ইন্টার মায়ামির ম্যাচগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটি হল মায়ামির প্রাণভোমরা মেসিকে নিয়ে তাদের খেলা ম্যাচ আর মেসিকে ছাড়া ম্যাচ। মেসিকে নিয়ে যখন মায়ামি একের পর এক ম্যাচ জিতেছে, আবার একই সময় মেসি না থাকা ম্যাচগুলোতে জয় এসেছে কদাচিৎ। মায়ামির সর্বশেষ ম্যাচেও ড্র করার কারণ হিসেবে মেসির না থাকাকেই উল্লেখ করেন হেরনদের কোচ টাটা মার্টিনো। আজকের ম্যাচে মেসি খেলেছেন, মায়ামিও জয় পেয়েছে তবে সেই জয় এসেছে অনেক কষ্টে।

রোববার (১৯ মে) মায়ামির ঘরের মাঠ ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে এমএলএসের ম্যাচে ডিসি ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। হেরনদের হয়ে একমাত্র গোলটি করেন বদলি হিসেবে নামা লিওনার্দো কাম্পানা।

বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হওয়া ম্যাচে প্রথম থেকেই খেলেছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা পৃথিবীর অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। মেসি থাকায় বল দখলে আধিপত্য দেখালেও আক্রমণে ডিসির কাছে পাত্তা পাচ্ছিল না মেসি-সুয়ারেজরা।

ম্যাচের প্রথমার্ধে বলার মতো কোন সুযোগ পায়নি কোনো দলই। প্রথমার্ধে ডিসির গোলে তিনটি শট নিতে পারে মায়ামি। যার দুটি শটই আসে মেসির পা থেকে।

বলে মায়ামির দাপট থাকলেও আক্রমণে দাপট ছিল সফরকারী ডিসির। ২, ১২ এবং ১৯ মিনিটে ৩টি শট নেয় তারা তবে মায়ামির জাল কাঁপাতে পারেনি সফরকারী দলটি।

অন্যদিকে ম্যাচের ৪৩ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ এক সুযোগ পায় মায়ামি। তবে জর্ডি আলবার বাড়ানো দুর্দান্ত বল বক্সের মধ্যে ভালোভাবে নিয়ন্ত্রণে নিয়েও জালে পাঠাতে পারেননি ক্রেমাসি।

দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যাওয়ার সুযোগ পায় ডিসি। তবে জারেড স্ট্রুড গোলবারের সামনে হতাশ করেন। ৭১ মিনিটে গোলের উদ্দেশ্যে শট নেন মেসি। তবে পোস্টের অনেক বাইরে দিয়ে নেওয়া সেই শট বারের ওপর দিয়ে যায়। ৮৬ মিনিটে ডিসির এগিয়ে যাওয়ার সুযোগ রুখে দেন মায়ামির গোলরক্ষক। জ্যাকব মুরেলের নেয়া দ্রুতগতির শট ঝাঁপিয়ে পড়ে রুখে দেন তিনি।

ম্যাচ যখন মনে হচ্ছিল গোলশূন্যভাবেই শেষ হবে। আবারও ড্র করে পয়েন্ট খোয়াতে হবে মায়ামির। আর জয়ের আশা যখন একদমই তলানিতে তখনই মায়ামির ত্রাতা হিসেবে আবির্ভূত হন কাম্পানা। বদলি হিসেবে মাঠে নামা এই ফুটবলার মাঝমাঠ থেকে বাড়ানো বলকে দারুণ দক্ষতায় রিসিভ করেন এবং গোলরক্ষককে বোকা বানিয়ে জালে জড়ান। আর এতে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মেসির দল।

এই জয়ে এমএলএসর ইস্টার্ন কনফারেন্সে ১৫ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান মায়ামির। ডিসি ইউনাইটেডের অবস্থান পয়েন্ট টেবিলের নয় নম্বরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে বিশ্বকাপে বাংলাদেশের সাথে গ্রুপ বদলাতে রাজি হয়নি আয়ারল্যান্ড

ভারতের পার্লামেন্টের উভয় কক্ষে খালেদা জিয়ার স্মরণে শোক প্রস্তাব

উন্নত ফর্মুলা ও আধুনিক প্যাকেজিংয়ে বাজারে ফিরেছে পন্ডস সুপার লাইট জেল

বিশ্বকাপে হঠাৎ সুযোগের পর বড় সংকটে স্কটল্যান্ড

পাচারের সময় ২০০ বস্তা সার জব্দ করল স্থানীয়রা

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতা

এনসিপির প্রার্থীসহ দুজনকে জরিমানা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ / বিদায়ের পর আইসিসির দিকে বাংলাদেশের অভিযোগের তীর 

আফগান আদালতে অপরাধ নয়, শ্রেণি দেখে শাস্তি

শিশুর আত্মবিশ্বাস গড়তে প্রতিদিনের কথার গুরুত্ব

১০

সিম কার্ডের এক কোনা কেন কাটা থাকে

১১

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত

১২

তিতাসের নেতৃত্বে ঐশী-রিফতি

১৩

ভারত থেকে এলো ৫১০ টন চাল

১৪

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজে চাকরির সুযোগ

১৫

বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী নিহত

১৬

মদ্যপ অবস্থায় সাবেক ভারতীয় ক্রিকেটার গ্রেপ্তার

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৪ বছরে হতাহত ১৮ লক্ষাধিক সেনা

১৮

খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থী বকুলকে শোকজ

১৯

হরমুজ প্রণালির আকাশসীমা বন্ধ ঘোষণা করল ইরান

২০
X