স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৪, ০১:৩১ পিএম
আপডেট : ০১ জুন ২০২৪, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

জয়-পরাজয় ছাপিয়ে স্পটলাইটে রোনালদোর কান্না

ফাইনালে হারের পর কান্নায় ভেঙে পড়েন রোনালদো। ছবি : সংগৃহীত
ফাইনালে হারের পর কান্নায় ভেঙে পড়েন রোনালদো। ছবি : সংগৃহীত

সৌদি আরবের ফুটবলে আল নাসরের চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলাল। এ মৌসুমে একক আধিপত্য দেখায় নেইমারের আল নাসর। দলটির সঙ্গে পেরে উঠছে না ক্রিশ্চিয়ানো রোনারদোর আল হিলাল।

নেইমারের দলের কাছে হেরে সৌদি প্রো লিগের শিরোপার দৌড় থেকে ছিটকে যায় রোনালদোর দল। এবার কিংস কাপের ফাইনালেও আল নাসরকে হারিয়ে শিরোপা উৎসব করেছে আল হিলাল। এ ম্যাচের জয়-পরাজয়, শিরোপা-উৎসব সবকিছু ছাপিয়ে সকল আলো কেড়ে নেন রোনালদো।

শিরোপা বঞ্চিত হওয়ার পর কান্নায় ভেঙে পড়েন পর্তুগিজ তারকা। তার কান্না ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে আল হিলালের ফুটবলারদের মাঝে। অন্যদিকে ট্রেবল জয়ের উৎসবে মাতোয়ারা ছিলেন আল নাসরের ফুটবলাররা।

উত্তাপ আর রোমাঞ্চ ছড়ানো ফাইনালটি নির্ধারিত সময়ের মতো এক্সটা টাইমেও শেষ হয় ১-১ গোলের সমতায়। তবে টাইব্রেকে বাজিমাত করে আল হিলাল। ৫-৪ গোলের জয়ে কিংস কাপের শিরোপা উৎসব করে নেইমারের দল। স্কোয়াডে না থাকলেও পরে শিরোপা উৎসবে যোগ দেন ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকা নেইমার জুনিয়র।

কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে ম্যাচের শুরুটা দুর্দান্ত করে আল হিলাল। ৭ মিনিটে মাথায় আলেক্সান্দার মিত্রোভিচের গোলে এগিয়ে যায় তারা। পিছিয়ে পড়ে কিছুটা ধাক্কা খেলেও সামলে ওঠে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে আক্রমণ চালায় আল নাসর।

প্রথমার্ধের শেষদিকে রোনালদোকে গোল বঞ্চিত করেন আল হিলালের গোলকিপার ইয়াসিন বুনু। দ্বিতীয়ার্ধে আরও খারাপ পরিস্থিতির মধ্যে পড়েন রোনালদো-সাদিও মানেরা। ৫৬ মিনিটে তাদের গোলকিপার ডেভিড ওসপিনা লালকার্ড দেখে মাঠ ছাড়লে, বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় আল নাসরকে।

একজন কম নিয়েও দুর্দান্ত লড়াই করেন তারা। ম্যাচ শেষ হওয়ার ৩ মিনিট আগে দ্বিতীয় হলুদ কার্ডে, লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আল হিলালের আলি আলবুলাইহি। এর ১ মিনিট পর, ৮৮ মিনিটে আয়মান ইয়াহিয়ার গোলে সমতায় ফেরে আল নাসর।

ম্যাচের ৯০ মিনিটে সেনেগাল তারকা কালিদু কুলিবালি লালকার্ড দেখলে ৯ জনের দলে পরিণত হয় আল হিলাল। ১ জন কমের এই সুবিধা কাজে লাগাতে ব্যর্থ হয় আল নাসর। শেষ পর্যন্ত বাজিমাত করে শিরোপা উৎসব করে আল হিলাল।

ফাইনালে এমন হারের পর নিজের হতাশা-কষ্ট লুকিয়ে রাখতে পারেননি রোনালদো। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি। আর সিআরসেভেনের কান্নার বিপরীতে শিরোপা-উৎসবে যোগ দেন নেইমার। আল হিলারের শিরোপা-উৎসবের বেশকিছু ছবি পোস্ট করেন ব্রাজিলিয়ান তারকা।

ছবি ক্যাপশনে লিখেন, ‘অবিশ্বাস্য বছরের জন্য দলকে অভিনন্দন। তোমরা আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছ। এ বছরের শিরোপার জন্য ধন্যবাদ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বাহক এডিস মশার ঘনত্ব জরিপ গতিশীল হোক

ডাকসুর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ছাত্রদলের

জুলাই হত্যাযজ্ঞ / পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

বিল বেশি আসায় লাইনম্যানকে ‘মারধর’, মিটার খুলে নিল বিদ্যুৎ অফিস

নেদারল্যান্ডস সিরিজ খেলবেন না মিরাজ

ভয়াবহ অভিযানের দ্বিতীয় ধাপ অনুমোদন, গাজার পথে ৬০ হাজার ইসরায়েলি সেনা

রাতের আঁধারে সরকারি ৩০০ বস্তা সার আটক

'ওয়ার ২'-এর সাফল্যের মাঝে প্রিয়জন হারালেন জুনিয়র এনটিআর

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে ‘পেছনে’ ফেলে ইতিহাস সালাহ’র

তেরোখাদায় পারভেজ মল্লিকের রাজনৈতিক কার্যালয় উদ্বোধন

১০

দাঁত ব্রাশ করার পরও মুখে দুর্গন্ধ? চিন্তা নেই, রইল সহজ ৬ সমাধান

১১

৪ নারীকে ধর্ষণসহ ৩২ অভিযোগে ক্রাউন প্রিন্সেসের ছেলের বিচার শুরু

১২

বিএনপির দলীয় কার্যালয় ফিরে পেতে ১৬ বছর পর মামলা

১৩

১৩ ঘণ্টা পর ভেসে উঠল নাজিমের নিথর দেহ

১৪

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৫

জুটি বাঁধছেন মিঠুন-রজনীকান্ত

১৬

বাংলাদেশ বিমানের ১০টি চাকা চুরি!

১৭

পশ্চিম দিকে থুথু ফেলা কি জায়েজ আছে?

১৮

নিজ বাসভবনে হামলার শিকার দিল্লির মুখ্যমন্ত্রী

১৯

ই-কারের ভাড়া ৫ টাকা করার দাবি চবি ছাত্রশিবিরের

২০
X