উত্তর আমেরিকান লিগ কাপে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে মাঠে নামেন লিওনেল মেসি। এরই সঙ্গে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির হয়ে অভিষেক হয়েছে আর্জেন্টাইন অধিনায়কের। সেই ম্যাচটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি দেখা ফুটবল ম্যাচের রেকর্ড গড়েছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজেদের ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার ভোরে লিগ কাপে মাঠে নেমেছিল ইন্টার মিয়ামি। মেসির শেষ মিনিটের দুর্দান্ত ফ্রিকিকে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ২-১ ব্যবধানের জয় তুলেছে ক্লাবটি। মেসির অভিষেক ম্যাচটি টেলিভিশনে ১২.৫ মিলিয়ন দর্শক দেখেন।
প্রথমার্ধে লিওনেল মেসিকে না দেখতে পেয়ে হতাশ হয়েছিলেন স্টেডিয়ামের ২০ হাজার দর্শকের পাশাপাশি বিশ্বজুড়ে কয়েক মিলিয়ন সমর্থক। প্রায় ১ কোটি ২৫ লাখ দর্শক টেলিভিশনে উপভোগ করেছেন সাতবারের ব্যালন ডি’ অর জয়ী মেসির খেলা। যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে টেলিভিশনে সবচেয়ে বেশি মানুষের দেখা ম্যাচে পরিণত হয়েছে।
নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতায় থাকে মায়ামি-আজুল ম্যাচটি। যোগ করা ৪ মিনিটে চমক দেখান মেসি। নিজের ট্রেডমার্ক ফ্রি-কিকে ৯৪ মিনিটে মায়ামির জয় এনে দেন লিওনেল মেসি।
মন্তব্য করুন