মৃত্যুবরণ করেছেন ক্রীড়াঙ্গনের অতি পরিচিত মুখ রফিকুল ইসলাম টিপু। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক বাসার নিকটস্থ আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার আকস্মিক মৃত্যুতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
গতকাল (সোমবার) সকালে নিজ বাসায় মাথা ঘুরে পড়ে যান ক্রীড়াঙ্গনে সবার কাছে টিপু ভাই নামে পরিচিত রফিকুল ইসলাম টিপু। দ্রুতই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তার ছোট ভাই জানিয়েছিল অবস্থা খুব একটা ভালো নয়। সিটি স্ক্যানের রিপোর্টও ভালো পাওয়া যায়নি। মস্তিষ্কে রক্ত জমাটবদ্ধ অবস্থায় রয়েছে।
বাংলাদেশ টেবিল টেনিসের সঙ্গে টিপুর সম্পর্ক সেই সত্তর দশক থেকেই। দীর্ঘ সময় ধরেই বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অ্যাক্রিডিটেশন কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন দেশবরণ্য এই ক্রীড়া সংগঠক।
মন্তব্য করুন