করোনাভাইরাস অতিমারির কারণে টোকিও অলিম্পিক এক বছর পিছিয়ে গিয়েছিল। এখন অবশ্য করোনাভাইরাস আর ততটা মারাত্মক নয়। প্যারিস অলিম্পিকে কোভিডের হানার পরেও তাই কেউ খুব একটা বিচলিত হচ্ছেন না। অস্ট্রেলিয়ার দুই খেলোয়াড় কোভিড আক্রান্ত হয়েছেন।
প্যারিস অলিম্পিকের গেম ভিলেজ থেকে তাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং নিভৃতবাসে পাঠানো হয়েছে। অস্ট্রেলিয়া দলের প্রধান আনা মেয়ার্স বলেছেন, ‘আমাদের দুজন ওয়াটার পোলো খেলোয়াড় অসুস্থ। সোমবার রাতে রিপোর্ট পাওয়া গেছে। ওদের আলাদা রাখার ব্যবস্থা করা হয়েছে। দলের বাকিদের কোনো সমস্যা নেই। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সাবধানতা হিসেবে দলের বাকিদের সঙ্গে এখন মিশতে বারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘সকালে দলের সঙ্গে ওরা ব্রেকফাস্ট করেনি। তবে পরিস্থিতি টোকিওর মতো নয়। কোভিড এখন অন্যান্য সাধারণ ফ্লুর মতোই। তাই আতঙ্কের কিছু নেই। দুই দিন পর থেকেই ওরা দলের অনুশীলনে যোগ দেবে। দুটি দিন ওদের আলাদা ঘরে রাখার ব্যবস্থা করা হয়েছে।’
ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী ফ্রেডেরিক ভ্যালেটক্স বলেছেন, ‘ফ্রান্সে কোভিড আছে। তবে আতঙ্কের কিছু নেই। অসুস্থের সংখ্যা খুব বেশি নয়। আমরা পরিস্থিতি সম্পর্কে সচেতন। প্রয়োজনীয় সব ব্যবস্থা রয়েছে। কোভিড এখন আর আগের মতো সংক্রামক নয়। উদ্বেগের কিছু নেই।’
মন্তব্য করুন