২০২৪ সালে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিকের পরবর্তী আসর। এই আসরে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের অলিম্পিক ভিলেজে হিজাব বা হেড স্কার্ফ পরার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) একটি বিবৃতি দিয়ে ক্রীড়াবিদদের অলিম্পিক ভিলেজে হিজাব পরিধানের ওপর বিধিনিষেধ সরিয়ে দিয়েছে। তবে ফরাসি ক্রীড়াবিদরা তাদের দেশের ক্রীড়া ফেডারেশনের নিয়ম অনুযায়ী অলিম্পিক গেমসের সময় হিজাব পরিধান করতে পারবেন না।
ফ্রান্স সরকার জানিয়েছে, আগামী বছর অনুষ্ঠেয় অলিম্পিকে ফ্রান্সের হয়ে যে নারী খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন, তারা কেউ হিজাব পরতে পারবেন না।
হিজাব প্রসঙ্গে ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী অ্যামেলি ওদেয়া-কারতেরা বলেন, ধর্মনিরপেক্ষতার নীতিকে সম্মান করার জন্য প্যারিস গেমসের সময় দেশটির ক্রীড়াবিদদের হিজাব পরতে নিষেধ করা হবে।
তবে অলিম্পিকে হিজাব পরিধানের বিষয়টি নিশ্চিত করেছে আইওসি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফ্রান্স সরকারের এই নিয়ম প্যারিস অলিম্পিকে অংশ নেওয়া অন্যান্য দেশের নারী খেলোয়াড়দের জন্য বহাল থাকবে না। অর্থাৎ তারা চাইলে অলিম্পিক ভিলেজে হিজাব পরতে পারবেন।
এ বিষয়ে আইওসির একজন মুখপাত্র বলেন, হিজাব বা অন্য কোনো ধর্মীয় বা সাংস্কৃতিক পোশাক পরার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। এদিকে অলিম্পিকে অংশ নেওয়া নারী খেলোয়াড়দের হিজাব পরতে বাধা দেওয়ায় ফরাসি সরকারের নীতির কঠোর সমালোচনা করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর।
মন্তব্য করুন