কালিয়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৮:৫৭ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

আলোচিত সেই কৃষি কর্মকর্তা বদলি

ইভা মল্লিক। ছবি : সংগৃহীত
ইভা মল্লিক। ছবি : সংগৃহীত

কৃষকের ভাতার টাকা নিয়ে অনিয়ম আর উপকরণ না দিয়ে অর্থ লুট, অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় একের পর এক খবরের শিরোনাম হয়েছিলেন নড়াইলের কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিক। তার বিরুদ্ধে এসব অভিযোগের প্রেক্ষিতে কয়েক দফায় তদন্তে নামে কৃষি প্রশাসন।

তদন্ত শেষে আলোচিত এ কৃষি কর্মকর্তাকে খুলনার ডুমুরিয়া উপজেলায় অতিরিক্ত কৃষি অফিসার পদে পদাবনতি দিয়ে বদলির আদেশ দিয়েছে কৃষি বিভাগ।

বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিকের বদলির বিষয়টি নিশ্চিত করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জসীম উদ্দীন। তিনি বলেন, ইভা মল্লিকের গ্রেড-৬, এটা ঠিকই আছে। অফিসিয়ালি এটাকে পদাবনতি বলা যাবে না, তবে তাকে উপজেলা কৃষি অফিসারের অধীনে কাজ করতে হবে।

জানা যায়, মঙ্গলবার (১৯ আগস্ট) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম স্বাক্ষরিত আদেশে নড়াইলের কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিককে খুলনার ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে আরও বলা হয়, আগামী ২৭ আগস্ট বর্তমান কর্মস্থল থেকে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় পরদিন ২৮ আগস্ট থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

এর আগে কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিকের বিরুদ্ধে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত উপজেলার ১৪টি কৃষকদের পার্টনার ফিল্ড স্কুলগুলোতে চরম অব্যবস্থাপনাসহ কৃষকদের সেশনের প্রাপ্য নাস্তা ও সম্মানী বাবদ পাওনা টাকা নিয়ে নয়-ছয়ের অভিযোগ ওঠে। এ নিয়ে গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়ে হয় তীব্র সমালোচনা।

তাকে নিয়ে জেলা প্রশাসক ও জেলা কৃষি কর্মকর্তার কার্যালয় বরাবর অভিযোগ দেন সার ও বীজ ডিলার শেখ জামিল আহমেদ। বিষয়টি কয়েক দফায় তদন্ত করেন কৃষি বিভাগ ও জেলা প্রশাসন। ইভা ২০২৩ সালের ১৭ মে কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা পদে যোগদান করেন।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক উপ-সহকারী কৃষি কর্মকর্তা কালবেলাকে বলেন, কালিয়া উপজেলার কৃষি উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছিল ওই কর্মকর্তার জন্য। এখন আবার ঠিক হয়ে যাবে।

এ বিষয়ে ইভা মল্লিকের মোবাইলে একাধিকবার ফোন করলেও রিসিভ হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার রাজনীতির মাঠে সক্রিয় বিএনপি নেতা পারভেজ মল্লিক

সরকারি অফিসে হোয়াটসঅ্যাপ-পেনড্রাইভ নিষিদ্ধ করল জম্মু ও কাশ্মীর

মমতাজের পর এবার আদালতে জুতা খোয়ালেন তৌহিদ আফ্রিদি

ক্যাম্পাসে সহনশীল রাজনীতি চায় ছাত্রদল : আবিদুল

বগুড়ায় স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন শীর্ষক আঞ্চলিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

সব পাথর কোয়ারিগুলো ইকো ট্যুরিজম করার নির্দেশ

জকসু নির্বাচনের আগে বিচার চায় জবি ছাত্রদল

প্রোডাক্ট বিভাগে ইঞ্জিনিয়ার নিয়োগ দিচ্ছে শিক্ষা

চীনের সহযোগিতা বাংলাদেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : ইউজিসি চেয়ারম্যান

ইলিশের উৎপাদন কমার কারণ জানালেন প্রাণিসম্পদ উপদেষ্টা

১০

জকসু নির্বাচন ঘিরে ছাত্রশিবিরের ৫ দফা

১১

ভারতে নির্মিত হচ্ছে ‘পরীমণি’, তবে কে এই পরী?

১২

বক্তব্যের ভুল ধরতে ফজলুর রহমানের আহ্বান

১৩

মাত্র ১৪ হাজার টাকা আবেদন ফি-এ মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ

১৪

অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় আর নেই

১৫

খালেদা জিয়ার সঙ্গে বাবার ছবি দেখিয়ে আফ্রিদির জামিন চাইলেন আইনজীবী

১৬

যুক্তরাজ্যে হেলিকপ্টার বিধ্বস্ত

১৭

আইনজীবী আলিফ হত্যা মামলায় ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

১৮

গাজার হাসপাতালে ইসরায়েলের হামলা, সাংবাদিকদের দেখেই ফেলল বোমা

১৯

খুলনার নতুন ডিসি তৌফিকুর রহমান

২০
X