২০৩৬ গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের ইচ্ছার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৩৬তম এই বৈশ্বিক আসর আয়োজনের জন্য বিড করবে দক্ষিণ এশিয়ার দেশটি।
শনিবার (১৪ অক্টোবর) সংবাদমাধ্যমকে ভারতীয় প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন, আগামী ২০৩৬ গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের জন্য বিড করবে ভারত। আয়োজনের জন্য সবুজ সংকেত পেলে এশিয়ার চতুর্থ দেশ হবে তারা।
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে চলতি সপ্তাহে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওস) কার্যনির্বাহী বোর্ডের অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। যেখানে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ভারতের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
মোদি আনুষ্ঠানিকভাবে বৈঠক উদ্বোধন করার সময় ঘোষণায় বলেছিলেন, অলিম্পিক আয়োজন ভারতের ১.৪ বিলিয়ন জনগণের ‘স্বপ্ন এবং আকাঙ্ক্ষা’। তিনি আরও বলেন, ‘২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের প্রচেষ্টায় থেকে ভারত কোনোভাবেই পিছু হাটবে না।’
তবে কোন শহর অলিম্পিক আয়োজনের জন্য আবেদন করবে তা উল্লেখ করেননি মোদি। কিন্তু সংবাদমাধ্যমের রিপোর্টে থেকে অনুমান করা হয়েছে, তার নিজ রাজ্য গুজরাটের রাজধানী আহমেদাবাদ হবে অলিম্পিকের জন্য সবচেয়ে সম্ভাবনাময় শহর।
মন্তব্য করুন