টেনিস খেলা যারা ভালোবাসেন কিংবা এর বল দিয়ে একসময় ক্রিকেট খেলেছেন, তাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে, টেনিস বলের গায়ে এই ছোট ছোট লোম বা তুলোর মতো অংশগুলো কেন থাকে?
যদি কখনো টেনিস ম্যাচ দেখে থাকেন তাহলে লক্ষ্য করবেন, প্রত্যেক খেলোয়াড় নতুন বল হাতে নেওয়ার পর তা ভালোভাবে পরীক্ষা করে দেখে। আসলে তারা বলের ওই সূক্ষ্ম লোমগুলোই খেয়াল করে।
যে কারণে লোম থাকে
টেনিস বলের পৃষ্ঠে থাকা অসংখ্য ক্ষুদ্র লোমগুলোকে ‘ন্যাপ’ বলা হয়। বলটি তৈরির সময় একটি প্রেশারাইজড রাবার বলের চারপাশে এই ন্যাপ বা সূক্ষ্ম লোমের আস্তরণ তৈরি করে। সাধারণত উল, নাইলন, তুলা বা এদের সংমিশ্রণে তৈরি হয় এই আবরণ।
এই ন্যাপের মূল কাজ হলো বলের গতিকে নিয়ন্ত্রণ করা। বাতাসের সঙ্গে ঘর্ষণ বাড়িয়ে এটি বলের গতি কিছুটা কমিয়ে আনে। ফলে বল দ্রুত নিচে পড়ে না, বরং বাতাসে কিছুটা ভাসে।
ধরা যাক, একজন খেলোয়াড় সার্ভ করলেন। বলের গতি তখন ঘণ্টায় প্রায় ১৫০ মাইল। কিন্তু প্রতিপক্ষের র্যাকেট ছুঁয়ে ফেরার সময় ঘর্ষণের কারণে সেই গতি নেমে আসে প্রায় ৫০ মাইল-এ। এই সূক্ষ্ম লোমগুলো বলের পেছনে এমন এক ধরনের বায়ুপ্রবাহ তৈরি করে, যা ব্যাক স্পিন বা টপ স্পিন তৈরি করতে সাহায্য করে। এর ফলে বলের গতি ও দিক একেবারে অনিশ্চিত হয়ে ওঠে, যা খেলাকে আরও রোমাঞ্চকর করে তোলে।
১৮০০ সালের দিকে টেনিস বলের ওপর এখনকার মতো লোম ছিল না। তখন বলকে ঢেকে দেওয়া হতো গরম উলের কাপড়ে। পরে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে ন্যাপযুক্ত বল চালু হয়, যা আজও টেনিস খেলাকে বৈজ্ঞানিক ও কৌশলগতভাবে আরও নিখুঁত করে তুলেছে।
সূত্র : জিও নিউজ
মন্তব্য করুন