প্রিয়জনের কাছে লিখিত উপায়ে ভালোবাসা প্রকাশ করার একটি পন্থা হলো প্রেমপত্র লেখা। এবার প্রেমপত্র দিয়ে ছাপা হয়েছে বই। প্রেমপত্রের পাতায় পাতায় লেখা ভালোবাসার কবিতাগুলো স্থায়ী রূপ পেয়েছে বইয়ের মোড়কে।
প্রেমিকের দেওয়া প্রেমপত্র দিয়ে গোপনে একটি বই ছাপিয়েছেন প্রেমিকা। ভালোবাসার কথাগুলো কবিতায় রূপান্তর করেছিলেন প্রেমিক। কবিতাগুলো দিনের পর দিন পাঠিয়েছেন প্রেমিকাকে মুগ্ধ করতে আর তার প্রতি ভালোবাসার উত্তাপ অনুভব করাতে।- খবর এনডিটিভি।
প্রেমিকের সেই কবিতা দিয়ে গোপনে বই প্রকাশ করে ফেলেন প্রেমিকা নিজেই। তবে নিজের নামে নয়, প্রেমিকের নামেই কবিতার বইটি প্রকাশ করেন। আর বিশেষ একটি দিনকে উপলক্ষ করে সেই কবিতার বইয়ের অনেকগুলো কপি দিয়ে উপহারের বাক্স তৈরি করেন। প্রেমিকা প্রতিক্রিয়া হিসেবে প্রতিটি কবিতার নিচে জুড়ে দেন নিজের অনুভূতি আর অসম্ভব কিছু প্রাপ্তির সীমাহীন আনন্দ। কবিতাগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে পৃষ্ঠাগুলোতে জলছাপও এঁকে দেন তরুণী। রেস্তোরাঁয় উপহারের বাক্সটি তুলে দিলেন প্রেমিকের হাতে। আর তা খুলে দেখে রীতিমতো আনন্দে বিহ্বল হয়ে ওঠেন প্রেমিক।
সেই ভিডিওটি ইতোমধ্যে সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ঘটনাটি ঘটে গত বছরের সেপ্টেম্বরে। তবে সম্প্রতি এটি ভাইরাল হয়।
মন্তব্য করুন