কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৩ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

সর্ববৃহৎ প্রতিমা তৈরির মাধ্যমে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির সরস্বতী পূজা উদযাপন

সর্ববৃহৎ প্রতিমার সামনে দাঁড়িয়ে আছে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা। ছবি : সৌজন্যে
সর্ববৃহৎ প্রতিমার সামনে দাঁড়িয়ে আছে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা। ছবি : সৌজন্যে

সর্ববৃহৎ প্রতিমা তৈরির মাধ্যমে বুধবার (১৪ ফেব্রুয়ারি) শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন করে নতুন অবয়বে অলংকৃত হয়েছে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি। রাজধানীর উত্তরা মডেল টাউনে স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে বৃহত্তম এই প্রতিমা তৈরির কাজ করেন প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থীরা।

প্রায় ৪৫ ফুটের সুদীর্ঘ এই সরস্বতী প্রতিমা ট্রেডিশনাল ও অর্গানিক সরঞ্জামের তৈরি ভিন্ন আদলে গড়া এক ব্যতিক্রমী প্রতিমা বলে নির্মাতা শিক্ষক ভাস্কর মাহমুদুল হাসান সোহাগের দাবি।

গত ৪ ফেব্রুয়ারি থেকে ব্যাপক তোড়জোর উৎসাহ উদ্দীপনায় শুরু হয় এই নির্মাণশৈলী। এরপর ১৪ ফেব্রুয়ারি সকালে ওই সর্ববৃহৎ প্রতিমায় পূজার্চনা ও অঞ্জলি দেওয়া হয়। এ সময় বিপুল ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন এন্ড পারফর্মিং আর্টসের অধ্যাপক বরেণ্য চিত্রশিল্পী মোস্তাফিজুল হক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ ই আলম, রেজিস্টার ড. পাড় মশিয়ূর রহমান ও অধ্যাপক শিল্পী লিলি ইসলামসহ ফ্যাকাল্টি ও কর্মকর্তারা।

পূজা পাঠ শেষে শুরু হয় প্রসাদ বিতরণ কার্যক্রম। এতে প্রায় সব শ্রেণিপেশার অন্তত ১ হাজার ৫০০ মানুষ প্রসাদ গ্রহণ করেন। তখন আগত ভক্তদের ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্য অনেকেই বলেন যে এরকম বড় পরিসরে আয়োজন বিগত দিনে কোনো ইউনিভার্সিটিতে দেখেননি তারা।

তারা আরও বলেন, এরকম একটি অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে অগ্রণী ভূমিকা পালন করছে তারই প্রমাণ রাখল।

এরপর ওইদিন দুপুর থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান যা চলে বিকেল পর্যন্ত। অনুষ্ঠান শেষে পথ শিশু তথা দুস্থদের মাঝে শাড়িসহ বিভিন্ন বস্ত্র বিতরণ করেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. আহসানুল কবির।

বর্ণাঢ্য এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিক্ষক সুকান্ত সেনগুপ্ত, শিক্ষক মনিরুল ইসলাম মনির , শিক্ষক মা. মাইদুল ইসলাম খান ও সহকারী প্রক্টর প্রদীপ কুমার গুহ।

বিশেষ সহযোগিতায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের হেড অব মার্কেটিং সাদাত ইবনে মাহমুদ ও পরিচালক অর্থ. মনিরুল ইসলামসহ আরও অনেকে।

এ সময় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য উপস্থিত সবাই শান্ত-মারিয়াম বাণী অর্চনা পরিষদের কমিটি ও সাংস্কৃতিক দায়িত্ব নিয়োজিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় প্রতিবারই ব্যাপক ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনা নিয়ে সব ধর্মের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ধর্মীয় আচরণ অনুষ্ঠান পালন করে থাকে। তারই ধারাবাহিকতায় এবারও এই ব্যতিক্রমী শ্রী শ্রী সরস্বতী পূজার্চনা আয়োজন করে প্রতিষ্ঠানটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ হিন্দু সম্প্রদায়ের আবেগ নিয়ে রাজনীতি করেছে : আমান

তারেক রহমানের নেতৃত্বে হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে : নজরুল ইসলাম

আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত

নারীসহ দুজনকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও প্রচার, চাঁদা দাবি

পুলিশকে কামড়ে পালানো সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ভূমিকম্পে ঢাকায় কোন এলাকা নিরাপদ, ‘ব্লাইন্ড ফল্ট’ কোথায়

চার বছর পর ফিরল শতবর্ষী প্যাডেল স্টিমার পিএস মাহসুদ

ইসরায়েলি বাহিনীর ওপর হামলা

চাঁদপুরের বাণিজ্য সম্ভাবনা ও প্রতিবন্ধকতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পুলিশ আগে আমাকে গ্রেপ্তার করত, এখন স্যালুট দেয় : শাহজাহান চৌধুরী

১০

সমাধান ছাড়াই শেষ হলো ববি ও বিএম কলেজের আলোচনা

১১

দেশে আর কোনো স্বৈরশাসকের জন্ম হবে না : সেলিমুজ্জামান

১২

আটকে গেল ১৩ শিক্ষার্থীর জজ হওয়ার স্বপ্ন

১৩

যৌন হয়রানীর অভিযোগে মামলা করলেন শুটার রত্না

১৪

মাতৃমৃত্যুর ৫৫ শতাংশই হয় প্রসব পরবর্তী ২৪ ঘণ্টায়

১৫

মজলুম থেকে জালিম হইয়েন না : আসিফ মাহমুদ

১৬

ইসলামিসহ কয়েকটি দল নির্বাচন বানচালের চেষ্টা করছে : আমিনুল হক

১৭

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াল শ্রীলঙ্কা দল

১৮

দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল / খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘সংকটময়’

১৯

বিএনপির আরেক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

২০
X