কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৩ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

সর্ববৃহৎ প্রতিমা তৈরির মাধ্যমে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির সরস্বতী পূজা উদযাপন

সর্ববৃহৎ প্রতিমার সামনে দাঁড়িয়ে আছে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা। ছবি : সৌজন্যে
সর্ববৃহৎ প্রতিমার সামনে দাঁড়িয়ে আছে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা। ছবি : সৌজন্যে

সর্ববৃহৎ প্রতিমা তৈরির মাধ্যমে বুধবার (১৪ ফেব্রুয়ারি) শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন করে নতুন অবয়বে অলংকৃত হয়েছে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি। রাজধানীর উত্তরা মডেল টাউনে স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে বৃহত্তম এই প্রতিমা তৈরির কাজ করেন প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থীরা।

প্রায় ৪৫ ফুটের সুদীর্ঘ এই সরস্বতী প্রতিমা ট্রেডিশনাল ও অর্গানিক সরঞ্জামের তৈরি ভিন্ন আদলে গড়া এক ব্যতিক্রমী প্রতিমা বলে নির্মাতা শিক্ষক ভাস্কর মাহমুদুল হাসান সোহাগের দাবি।

গত ৪ ফেব্রুয়ারি থেকে ব্যাপক তোড়জোর উৎসাহ উদ্দীপনায় শুরু হয় এই নির্মাণশৈলী। এরপর ১৪ ফেব্রুয়ারি সকালে ওই সর্ববৃহৎ প্রতিমায় পূজার্চনা ও অঞ্জলি দেওয়া হয়। এ সময় বিপুল ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন এন্ড পারফর্মিং আর্টসের অধ্যাপক বরেণ্য চিত্রশিল্পী মোস্তাফিজুল হক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ ই আলম, রেজিস্টার ড. পাড় মশিয়ূর রহমান ও অধ্যাপক শিল্পী লিলি ইসলামসহ ফ্যাকাল্টি ও কর্মকর্তারা।

পূজা পাঠ শেষে শুরু হয় প্রসাদ বিতরণ কার্যক্রম। এতে প্রায় সব শ্রেণিপেশার অন্তত ১ হাজার ৫০০ মানুষ প্রসাদ গ্রহণ করেন। তখন আগত ভক্তদের ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্য অনেকেই বলেন যে এরকম বড় পরিসরে আয়োজন বিগত দিনে কোনো ইউনিভার্সিটিতে দেখেননি তারা।

তারা আরও বলেন, এরকম একটি অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে অগ্রণী ভূমিকা পালন করছে তারই প্রমাণ রাখল।

এরপর ওইদিন দুপুর থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান যা চলে বিকেল পর্যন্ত। অনুষ্ঠান শেষে পথ শিশু তথা দুস্থদের মাঝে শাড়িসহ বিভিন্ন বস্ত্র বিতরণ করেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. আহসানুল কবির।

বর্ণাঢ্য এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিক্ষক সুকান্ত সেনগুপ্ত, শিক্ষক মনিরুল ইসলাম মনির , শিক্ষক মা. মাইদুল ইসলাম খান ও সহকারী প্রক্টর প্রদীপ কুমার গুহ।

বিশেষ সহযোগিতায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের হেড অব মার্কেটিং সাদাত ইবনে মাহমুদ ও পরিচালক অর্থ. মনিরুল ইসলামসহ আরও অনেকে।

এ সময় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য উপস্থিত সবাই শান্ত-মারিয়াম বাণী অর্চনা পরিষদের কমিটি ও সাংস্কৃতিক দায়িত্ব নিয়োজিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় প্রতিবারই ব্যাপক ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনা নিয়ে সব ধর্মের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ধর্মীয় আচরণ অনুষ্ঠান পালন করে থাকে। তারই ধারাবাহিকতায় এবারও এই ব্যতিক্রমী শ্রী শ্রী সরস্বতী পূজার্চনা আয়োজন করে প্রতিষ্ঠানটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময় জানাল এনসিটিবি

রিমান্ডের পর হাসপাতালে ভর্তি সাবেক প্রেসিডেন্ট

জাতীয় নির্বাচনকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে : ইলিয়াসপত্নী লুনা

ছাত্রদের রাজনীতিতে ব্যবহার করা জুলুম : বায়তুল মোকাররমের খতিব

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

অ্যাডিলেডে শেষ ম্যাচেও সোহানদের ভরাডুবি

লটারির টিকিট কেটেই নারী দেখলেন ২ কোটি টাকা তার হাতে

কোটালীপাড়া পৌর ছাত্রলীগ নেতা জামিল গ্রেপ্তার

দেশে বিশ্বমানের লিফট তৈরি করছে প্রাণ-আরএফএল

১০

পরিবর্তন হয়নি যেসব ফোনের ডায়াল প্যাড কিন্তু কেন?

১১

‘ব্যাটিংয়ের দিক থেকে বাংলাদেশ ও নেপাল একই মানের দল’

১২

হত্যা মামলায় জাবির সাবেক শিক্ষক গ্রেপ্তার

১৩

ঘরের যে ৮টি জিনিস সরিয়ে রাখলেই ওয়াই-ফাইয়ের গতি বাড়বে

১৪

রিমান্ড শেষে মাই টিভির চেয়ারম্যান নাসির কারাগারে 

১৫

সরকারের একার পক্ষে স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভাঙা সম্ভব না : স্বাস্থ্য উপদেষ্টা

১৬

আশাশুনিকে সাতক্ষীরা-৩ আসনে ফেরানোর দাবি

১৭

‘খালেদা জিয়া পেছনের দরজা নয়, সম্মুখে রাজনীতিতে প্রবেশ করেছেন’

১৮

‘পকেট ভরানো’ রাজনীতিবিদদের জন্য দুঃসংবাদ

১৯

নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন আর নেই

২০
X