বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

যেসব ডিভাইসে ব্যবহার করা যাবে ডিপসিক এআই

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

এরই মধ্যে বিশ্বব্যাপী সাড়া ফেলেছে চীনের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ ডিপসিক। যা এআই জগতে আমেরিকার আধিপত্যকেও নাড়া দিয়েছে। মূলত বেশ কিছু উদ্ভাবনী প্রযুক্তি সুবিধা থাকায় এটি এত জনপ্রিয়তা পেয়েছে প্রযুক্তিপ্রেমীদের কাছে।

চীনা কোম্পানি ডিপসিকের তৈরি এআই চালিত চ্যাটবট যুক্তরাষ্ট্রের বাজারে মুক্তি পাওয়ার কিছুদিনের মধ্যেই অ্যাপল স্টোরের সবচেয়ে বেশিবার ডাউনলোড করা ফ্রি অ্যাপের তালিকায় সবার উপরে উঠে এসেছে। ডিপসিকের মূল প্রতিষ্ঠানটি বলছে, তাদের নতুন এআই মডেল বাজারের শীর্ষ। এই মডেল যুক্তরাষ্ট্র ভিত্তিক চ্যাটজিপিটির সমকক্ষ। তবে চ্যাটজিপিটির তুলনায় তাদের এআই মডেল তৈরিতে খরচ হয়েছে বহুগুণ কম।

এত সুনাম শুনে ডিপসিক এআই ব্যবহারের আগ্রহ সবারই তৈরি হতে পারে। কিন্তু কিভাবে এটি ডাউনলোড করতে হবে বা কিভাবে ইনস্টল করতে হবে তা অনেকেরই অজানা। তাহলে এবার জেনে নেওয়া যাক কিভাবে এটি ব্যবহার করা যাবে?

একটু খারাপ লাগলেও এটিই সত্যি যে, সব ধরনের কম্পিউটারে ডিপসিক এআই ব্যবহার করা যাবে না। বর্তমানে এটি শুধু উইন্ডোজ ১০ থেকে পরবর্তী সংস্করণ, ম্যাকওএস ১০.১৫ বা তার পরবর্তী সংস্করণ এবং উবুন্টু ১৮.০৪ বা তার পরবর্তী সংস্করণের অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে ডাউনলোড ও ইনস্টল করা যাবে। পাশাপাশি অবশ্যই কম্পিউটারে মাল্টি-কোর প্রসেসর, উচ্চক্ষমতাসম্পন্ন এনভিডিয়া জিপিইউ (সিইউডিএ সমর্থনসহ), কমপক্ষে ৮ গিগাবাইট র‍্যাম এবং এসএসডি স্টোরেজে ৫০ গিগাবাইট জায়গা ফাঁকা থাকতে হবে। তাহলেই এটি ইনস্টল করা যাবে।

উইন্ডোজে ইনস্টল করার জন্য ওল্লামার অফিশিয়াল ওয়েবসাইটে (https://ollama.com/) যেতে হবে এবং উইন্ডোজ ইনস্টলার ডাউনলোড করতে হবে। এরপর ইনস্টলার চালিয়ে স্ক্রিনের নির্দেশনা অনুসরণ করার পাশাপাশি হার্ডডিস্কে অন্তত ৪ গিগাবাইট ফাঁকা জায়গা আছে, তা নিশ্চিত করতে হবে। ইনস্টলেশন শেষে কমান্ড প্রম্পটে এই ‘$env:OLLAMA_DEBUG="1" & "ollama app.exe"’ কমান্ড লিখতে হবে। ম্যাক ব্যবহারকারীরা সরাসরি ওল্লামা এর ওয়েবসাইট থেকে ইনস্টলার ডাউনলোড করতে পারবেন। ইনস্টলের পর ডিপসিক চালু করতে টার্মিনাল অ্যাপ খুলে ‘ollama run deepseek-r1:8b’ এই কমান্ড লিখতে হবে। এরপর ডিপসিক আর১ চালু হবে এবং এর কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা ব্যবহার করা যাবে।

সফটওয়্যার ইনস্টলের পাশাপাশি চাইলে ডিপসিকের এআই সুবিধা অনলাইন থেকেও সরাসরি ব্যবহার করা যাবে। এ জন্য এই লিংকে প্রবেশ করে ই-মেইল বা মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। চাইলে গুগল অ্যাকাউন্টের মাধ্যমেও নিবন্ধন করা যাবে। নিবন্ধনের পর সরাসরি চ্যাটবট ব্যবহার শুরু করা যাবে।

স্মার্টফোনে ডিপসিক অ্যাপ ব্যবহারের জন্য অ্যাপল অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোরে গিয়ে DeepSeek লিখে সার্চ করে অ্যাপটি ইনস্টল করতে হবে। এরপর ই-মেইল এবং পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করে ডিপসিক অ্যাপ ব্যবহার করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে ছুরিকাঘাতের অভিযোগ

ডাকসু নির্বাচন / ছাত্রলীগ সম্পৃক্ততার দায়ে বাদ জুলিয়াস সিজার

ধর্ষণসহ হত্যায় ফুফাতো ভাইয়ের যাবজ্জীবন

কাজী নজরুলের কবিতা দেশের মুক্তিকামী মানুষকে সাহস যুগিয়েছে : তারেক রহমান

‘রোহিতকে সরানোর জন্যই ব্রঙ্কো টেস্ট এনেছে বিসিসিআই’

অভিনেত্রী হিমুর আত্মহত্যা, প্রেমিক রাফির বিচার শুরু

ভারতে প্রয়াত ক্রিকেটারদের স্ত্রীরা পাবে অনুদান

রাজধানীতে একক ব্যবস্থায় বাস চলবে : প্রেস উইং

ভিনিকে বিক্রি করে দিতে বললেন রিয়াল কিংবদন্তি

নতুন বিচারপতিদের মধ্যে সংখ্যালঘু নেই, ঐক্য পরিষদের ক্ষোভ

১০

বিসিবির হাতে বিপিএলের স্পট ফিক্সিং তদন্ত প্রতিবেদন

১১

ফেসবুকের বিরুদ্ধে জিডি করেছেন মাওলানা মামুনুল হক

১২

চুল পড়া রোধ করবে যে জিনিস

১৩

ডাকসু নির্বাচনে সাত সদস্যের টাস্কফোর্স গঠন

১৪

সাদাপাথরকাণ্ডে এবার পুলিশে বড় রদবদল

১৫

৪৫ বছর ধরে ঝুপড়ি ঘরে থাকা সেই দম্পতির পাশে ইউএনও

১৬

শুনানিতে বিএনপি-এনসিপির মারামারির ঘটনায় ইসির জিডি

১৭

পাঁচ মাসে ১২ হাজার ২০০ কোটি টাকার প্রস্তাব পেল বিডা

১৮

নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে : চরমোনাই পীর

১৯

৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণসহ হত্যায় ফুফাতো ভাইয়ের যাবজ্জীবন

২০
X