কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাটজিপিটির ব্রাউজার অ্যাটলাস কি পারছে গুগল ক্রোমকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোমকে টক্কর দিতে ওপেনএআই সম্প্রতি উন্মোচন করেছে তাদের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত ওয়েব ব্রাউজার ‘অ্যাটলাস’।

চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই বলছে, এই ব্রাউজার তাদের এআই প্রযুক্তিকে আরও গভীরভাবে দৈনন্দিন ব্রাউজিংয়ে যুক্ত করবে এবং ব্যবহারকারীদের থেকে নতুনভাবে আয় করার সুযোগ তৈরি করবে।

ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান জানিয়েছেন, বর্তমানে প্রতি সপ্তাহে চ্যাটজিপিটি ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮০০ মিলিয়ন, যেখানে গত ফেব্রুয়ারিতে এই সংখ্যা ছিল ৪০০ মিলিয়ন।

অ্যাটলাসে প্রচলিত অ্যাড্রেস বার বাদ দিয়ে ইন্টারফেস সাজানো হয়েছে চ্যাটজিপিটিকে কেন্দ্র করে। ব্যবহারকারীরা যেকোনো ওয়েবপেজে সাইডবার খুলে তথ্য সংক্ষেপ করা, পণ্য তুলনা করা বা বিশ্লেষণ করার মতো কাজ করতে পারবেন।

এতে রয়েছে ‘এজেন্ট মোড’, যার মাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহারকারীর হয়ে ওয়েবে অনুসন্ধান, কেনাকাটা এমনকি ভ্রমণ পরিকল্পনাও তৈরি করতে পারবে। এক প্রদর্শনীতে ওপেনএআই দেখিয়েছে, অ্যাটলাস কীভাবে রান্নার রেসিপি খুঁজে নিয়ে ইন্সটাকার্টের মাধ্যমে উপকরণ কিনতে সক্ষম।

এছাড়া প্রতিষ্ঠানটি ইটসি, শপিফাই, এক্সপেডিয়া ও বুকিং ডটকমের মতো প্ল্যাটফর্মের সঙ্গে অংশীদারত্ব করেছে, যাতে ব্যবহারকারীরা সরাসরি ব্রাউজার থেকেই এসব সেবা ব্যবহার করতে পারেন।

সুবিধা ও প্রশ্ন

কিংস কলেজ লন্ডনের এআই ইনস্টিটিউটের অধ্যাপক এলেনা সিমপার্ল বলেন, অ্যাটলাসের সবচেয়ে বড় সুবিধা হলো, একাধিক লিংকে না গিয়েই প্রাসঙ্গিক তথ্য ও সংক্ষিপ্তসার পাওয়া যায়।

তবে তিনি সতর্ক করে দেন যে, এসব সংক্ষিপ্তসারের নির্ভুলতা সবসময় নিশ্চিত নয়—কারণ এআই এখনো নির্ভরযোগ্য ও অনির্ভরযোগ্য উৎস আলাদা করতে পুরোপুরি পারদর্শী নয়।

সুরক্ষা ও গোপনীয়তা

ওপেনএআই জানিয়েছে, অ্যাটলাসে নিরাপত্তা ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে। তবে তাদের স্বীকারোক্তিতে, ‘এজেন্ট মোড’ ব্যবহারকারীর হয়ে পদক্ষেপ নিতে পারায় কিছু ঝুঁকি থেকেই যায়। ব্রাউজারটি সংবেদনশীল ওয়েবসাইটে (যেমন ব্যাংকিং সাইট) স্বয়ংক্রিয়ভাবে থেমে যাবে এবং কোড চালানো বা ফাইল ডাউনলোড করতে পারবে না।

এছাড়া ‘ব্রাউজার মেমোরি’ ফিচারটি ব্যবহারকারীর ব্রাউজিং ইতিহাস মনে রাখে, যা পরবর্তী অনুসন্ধানে সহায়তা করে। ওপেনএআই বলছে, এটি সম্পূর্ণ ঐচ্ছিক এবং নিয়ন্ত্রণ ব্যবহারকারীর হাতেই থাকবে।

অধ্যাপক সিমপার্লের মতে, `আমরা অনেক ব্যক্তিগত তথ্য প্রম্পট হিসেবে দিচ্ছি, যা ব্রাউজিং ইতিহাসে জমা থাকে। কিন্তু ওপেনএআই এখনও ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় দৃঢ় রেকর্ড দেখাতে পারেনি। তাই সতর্ক থাকা জরুরি।'

গুগলের জন্য হুমকি?

গবেষণা বলছে, বড় ভাষার মডেল–নির্ভর অনুসন্ধানের ব্যবহার দ্রুত বাড়ছে। ২০২৫ সালের জুলাই পর্যন্ত ডেস্কটপ ব্রাউজারে ৫.৯৯% সার্চ হয়েছে এআই-ভিত্তিক টুলের মাধ্যমে—যা এক বছরের মধ্যে দ্বিগুণেরও বেশি।

তবে গুগলও পিছিয়ে নেই। তাদের জেমিনি এআই মডেল ইতিমধ্যে ক্রোমে যুক্ত করা হয়েছে এবং ভবিষ্যতে তা আইওএস ডিভাইসেও আনার পরিকল্পনা রয়েছে।

প্রযুক্তি বিশ্লেষক প্যাট মুরহেড বলেন, অ্যাটলাস নিঃসন্দেহে কৌতূহল সৃষ্টি করবে, তবে এটি ক্রোম বা এজের মতো প্রতিষ্ঠিত ব্রাউজারের সঙ্গে কতটা প্রতিযোগিতা করতে পারবে, তা এখনই বলা কঠিন।

তার মতে, অনেক সাধারণ ব্যবহারকারী পরিচিত ব্রাউজারে নতুন এআই ফিচারের অপেক্ষা করবেন, যেহেতু মাইক্রোসফট এজ ইতিমধ্যেই অনুরূপ সুবিধা দিচ্ছে।

বাজারে অবস্থান

২০২৫ সালের সেপ্টেম্বরে স্ট্যাট কাউন্টার অনুযায়ী, বৈশ্বিক ব্রাউজিং বাজারের ৭১.৯% এখনো গুগল ক্রোমের দখলে। তবুও বিশ্লেষকরা মনে করছেন, অ্যাটলাস অনলাইন বিজ্ঞাপনের বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি করতে পারে।

আর্থিক বিশ্লেষক গিল লুরিয়া বলেন, ওপেনএআই একবার বিজ্ঞাপন বিক্রি শুরু করলে, তা গুগলের সার্চ বিজ্ঞাপনের বাজারে বড় প্রভাব ফেলতে পারে, যেখানে গুগলের দখল প্রায় ৯০%।

এখন কোথায় পাওয়া যাচ্ছে?

বর্তমানে অ্যাটলাস অ্যাপলের ম্যাকওএস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত। ফ্রি, প্লাস, প্রো ও গো সাবস্ক্রিপশনধারীরা এটি ব্যবহার করতে পারছেন।

বিজনেস ব্যবহারকারীদের জন্য বেটা সংস্করণ চালু হয়েছে এবং অনুমোদন সাপেক্ষে এটি এন্টারপ্রাইজ ও এডু ব্যবহারকারীরাও ব্যবহার করতে পারবেন।

ওপেনএআই জানিয়েছে, শিগগিরই উইন্ডোজ, আইওএস ও অ্যান্ড্রয়েড সংস্করণ প্রকাশ করা হবে।

সূত্র : বিবিসি বাংলা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ সম্মাননায় মাইলি সাইরাস

মন ভালো রাখার আহ্বানে পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস

সিইসির সঙ্গে বৈঠকে বসলেন তিন বাহিনীর প্রধানরা

ঘরে ফিরে স্বামীকে গলাকাটা অবস্থায় দেখতে পান স্ত্রী

নারীদের লেখা গল্পে আবেগের সত্যতা আলাদা হয়: কৃতিকা কামরা

সীমান্ত সংঘর্ষে কম্বোডিয়ায় ৫ লক্ষাধিক মানুষ ঘরছাড়া

জবি শিবিরের ওসমান হাদির কবর জিয়ারত

বিপিএলের টিকিট বিক্রি শুরু, কিনবেন যেভাবে

নামাজ পড়ে ফেরার পথে প্রাণ গেল মুসল্লির

নওগাঁয় বেড়েছে শীতের তীব্রতা

১০

আরও দীর্ঘ হলো বায়ার্নের ইনজুরির তালিকা

১১

সড়কে ঝরল দুই প্রাণ

১২

বাংলাদেশ থেকে ক্রিকেটার নিতে চায় সৌদি আরব

১৩

আজ বছরের দীর্ঘতম রাত

১৪

ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর: ৩০০ জনের বিরুদ্ধে মামলা

১৫

চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

১৬

‘ইরানে নতুন হামলার বিষয়ে’ ট্রাম্পকে জানাবেন নেতানিয়াহু

১৭

বাংলা ভাষা শিখছেন সাইফ আলি খান

১৮

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৯

দুই ম্যাচ বাকি থাকতেই অ্যাশেজ নিশ্চিত করল অস্ট্রেলিয়া

২০
X