কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ধীরে ধীরে সঙ্কুচিত হচ্ছে সৌরজগতের সবচেয়ে দ্রুতগতির গ্রহ

সৌরজগতের সবচেয়ে ছোট ও দ্রুতগতির গ্রহ বুধ। ছবি : সংগৃহীত
সৌরজগতের সবচেয়ে ছোট ও দ্রুতগতির গ্রহ বুধ। ছবি : সংগৃহীত

আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট ও সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ এখন বিজ্ঞানীদের সামনে এক নতুন রহস্য উন্মোচন করেছে- এই গ্রহটি ধীরে ধীরে সঙ্কুচিত হয়ে আসছে!

নাসার তথ্য অনুযায়ী, বুধ প্রতি ৮৮ দিনে একবার সূর্যের চারপাশে ঘুরে আসে, অর্থাৎ এটি সৌরজগতের সবচেয়ে দ্রুতগতির গ্রহ। তবে এখন জানা যাচ্ছে, শুধু দ্রুত গতিই নয়, এটি ধীরে ধীরে আকারেও ছোট হয়ে যাচ্ছে।

কতটা সঙ্কুচিত হয়েছে বুধ?

এক গবেষণায় দেখা গেছে, বুধের ব্যাসার্ধ (অর্থাৎ কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব) প্রায় ২.৭ থেকে ৫.৬ কিলোমিটার পর্যন্ত কমে গেছে, যা বেশ আশ্চর্যজনক। আগের ধারণা ছিল ১ থেকে ৭ কিলোমিটারের মধ্যে। নতুন গবেষণায় আরও সুনির্দিষ্টভাবে তা মাপা সম্ভব হয়েছে।

কেন সঙ্কুচিত হচ্ছে বুধ গ্রহ?

বিজ্ঞানীরা বলছেন, এই গ্রহের অভ্যন্তরভাগ মূলত লোহার তৈরি। প্রায় ৪.৫ বিলিয়ন বছর আগে যখন গ্রহটি গঠিত হয়েছিল, তখন তা অনেকটা গরম ছিল। সময়ের সঙ্গে সঙ্গে ভেতরের অংশ ঠান্ডা হতে শুরু করে।

ঠিক যেমন গরম ধাতু ঠান্ডা হলে সঙ্কুচিত হয়, তেমনি বুধের কোর (কেন্দ্রভাগ) ঠান্ডা হয়ে আয়তনে কমে যাওয়ায় পুরো গ্রহটাই ধীরে ধীরে সঙ্কুচিত হচ্ছে।

এই সংকোচনের ফলে গ্রহের পৃষ্ঠে চাপ পড়ে, মাটিতে ফাটল, খাড়া পাহাড় বা ‘স্কার্প’ তৈরি হয়। এ থেকেই বোঝা যায়, গ্রহের ভেতরে পরিবর্তন চলছে।

এই গবেষণায় বিজ্ঞানীরা আগের মতো সব ফাটল আলাদা করে না দেখে বরং প্রতিটি ফাটল কতটা ভূমিকা রেখেছে সঙ্কোচনে, তা হিসাব করে পুরো গ্রহে সেই ফলাফল প্রয়োগ করেন।

তারা তিনটি আলাদা ডেটাসেট ব্যবহার করেন- একটিতে ছিল ৬,০০০টি ফাটল, অন্যটিতে ৬৫৩টি, আরেকটিতে মাত্র ১০০টি। তিন ক্ষেত্রেই কাছাকাছি ফলাফল পাওয়া গেছে : ২ থেকে ৩.৫ কিমি সঙ্কোচন কেবল ফাটলের জন্য। এতে আরও যুক্ত হয় কোর ঠান্ডা হওয়ার ফলে হওয়া সঙ্কোচন, যা সব মিলিয়ে দাঁড়ায় প্রায় ৫.৬ কিমি।

এটি শুধু বুধ গ্রহের ভবিষ্যৎ বা গঠন বুঝতেই সাহায্য করছে না, বরং অন্য পাথুরে গ্রহগুলোর (যেমন পৃথিবী, মঙ্গল) ভেতরের গঠন ও পরিবর্তন বুঝতেও সাহায্য করছে।

একটি গ্রহ কীভাবে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, তা বোঝার জন্য এই গবেষণা গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

সূত্র : এজিইউ অ্যাডভান্স

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ভিপি ‍নুরের

খোকার রক্তাক্ত ছবি পোস্ট করে ইশরাকের প্রশ্ন, ‘তখন ৭১-এর অবমাননা হয় নাই?’

জাকসুর ছাত্রদল প্যানেলে কে এই মৌসুমী

জাতীয় দলে জায়গা পেলেন না রিয়াল তারকা

বুখারেস্টে বাংলাদেশি ডেলিভারি কর্মীকে মারধর, রোমানিয়াজুড়ে প্রতিক্রিয়ার ঝড়

অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবে না : পারভেজ মল্লিক

নির্বাচন নিয়ে ‘দুই-একটা পক্ষ ধোঁয়াশা’ সৃষ্টি করছে : সালাহউদ্দিন

শেখ হাসিনা হিন্দু-মুসলিম কারও স্বার্থ রক্ষা করেনি : জয়ন্ত কুন্ডু

হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতার উদ্বোধন

অনলাইনে প্রোপাগান্ডা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ভিপি প্রার্থী আবিদুলের 

১০

ভিপি প্রার্থী হয়ে রাকসুতে ইতিহাস গড়লেন তাসিন

১১

সব ফরম্যাটে এক অধিনায়কের পথে হাঁটছে বিসিসিআই

১২

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ঢাবির ৫৭ শিক্ষার্থী

১৩

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৬

১৪

রাজধানীতে জাপা-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন

১৫

রোডম্যাপ বাস্তবায়নের মধ্য দিয়েই ইসিকে জনআস্থা অর্জন করতে হবে : সাইফুল হক 

১৬

ডায়াবেটিস রোগীদের রুটি খাওয়া ভালো না ক্ষতি? কী বলছেন বিশেষজ্ঞরা

১৭

ইসরায়েলি সেনাপ্রধানকে থামতে বললেন নেতানিয়াহু

১৮

যুক্তরাষ্ট্র-রাশিয়ার ফাঁদে পা দেবে না চীন

১৯

অনির্বাচিত সরকারের কাছে কোনো প্রত্যাশা নেই : আমীর খসরু

২০
X