কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

শেকল ভাঙার পদযাত্রা থেকে ১৩ দফা দাবি ঘোষণা

নারীদের শেকল ভাঙার পদযাত্রা। ছবি: কালবেলা
নারীদের শেকল ভাঙার পদযাত্রা। ছবি: কালবেলা

নারীর অধিকার ও নিরাপত্তা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তিসহ ১৩ দফা দাবি ঘোষণা করা হয়। নারীর প্রতি সব বৈষম্যমূলক আইন দূর হবে। সমাজ হবে সমতার। নারীর প্রতি নিপীড়ন করে কেউ পার পেয়ে যাবে না ইত্যাদি বিষয়গুলোও তুলে ধরা হয়।

শুক্রবার (৩০ আগস্ট) রাতে নারীদের শেকল ভাঙার পদযাত্রা শীর্ষক স্লোগানে অংশগ্রহণরত নারী শিক্ষার্থী এবং সংগঠকরা পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এ দাবিগুলো তুলে ধরেন। তারা এমন একটি সমাজ গড়ার প্রত্যয়ে চতুর্থবারের মতো এর আয়োজন করে। রাত বারোটার দিকে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের প্রতিবাদে রাজধানীর শাহবাগে জড়ো হন নারীরা। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা নারীর প্রতি সহিংসতা বন্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে শাহবাগ থেকে মশাল মিছিল নিয়ে পদযাত্রাটি সিটি কলেজ-কলাবাগান-মানিক মিয়া এভিনিউ হয়ে জাতীয় সংসদ ভবনের সামনে এসে থামে। শনিবার (৩১ আগস্ট) ভোর ৪টা পর্যন্ত এখানে অবস্থান করেন তারা।

শেকল ভাঙার পদযাত্রায় অংশগ্রহণরত শিক্ষার্থী এবং সংগঠকরা বলেন, নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ বন্ধে অন্তর্বর্তী সরকারকে আরও কঠোর হতে হবে। এছাড়া হাইকোর্টের নির্দেশানুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি সব প্রতিষ্ঠানে যৌন নির্যাতনবিরোধী সেল কার্যকর ও পূর্ণ বাস্তবায়ন করার দাবি জানান তারা।

বক্তারা বলেন, নারী-পুরুষের সমানাধিকার এ দেশে কেবল বইয়ের পাতাতেই সীমাবদ্ধ। আজও রাষ্ট্র একজন নারীর সুরক্ষা যথাযথ প্রয়োগ এবং নিরাপত্তা বিধানে প্রতি মুহূর্তে ব্যর্থ হয়। ধর্ষণ, যৌন হয়রানি এবং নিপীড়ন যখন দেশের প্রতিটি জেলায় নিত্যদিন ঘটে চলেছে, তখনও রাষ্ট্র অপরাধীদের বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে ব্যর্থ। এমনকি যখন ক্ষমতাসীন দলের সদস্য থেকে শুরু করে বিত্তশালী পুরুষ এবং সামরিক কর্মকর্তারা যৌনপীড়ন, ধর্ষণ ও খুনের মতো অন্যায় করে গেছে, তখন আমাদের সরকারকে তাদের অপরাধ ধামাচাপা দিতেই ব্যস্ত থাকতে দেখেছি । কুমিল্লা ক্যান্টনমেন্টে তনু ধর্ষণ ও হত্যার ৮ বছর হলো, পুলিশ এখনো ‘সন্দেহভাজন কাউকে ধরতে পারেনি’। মুনিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি আনভীরকে গ্রেপ্তার করা তো দূরে থাক, কখনো জিজ্ঞাসাবাদও করা হয়নি । এ ধরনের ঘটনা একটা নয়, দুটো নয়, অগণিত। নারী যখন ন্যায়বিচার চায়, দ্বারে দ্বারে বিচারের আশায় ঘুরে বছর পার করে দেয়, অপরাধী ঠিকই জামিনে ঘুরে বেড়ায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

১০

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

১১

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

১২

জেলেনস্কির টার্গেট তুরস্ক, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড

১৩

শিক্ষকের ওপর হামলা, ক্লাস বর্জন করে বিক্ষোভ

১৪

‘আপনাকে গভীরভাবে অনুভব করি প্রতি পদে পদে’

১৫

এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে প্রচার, শিক্ষা বোর্ডের বক্তব্য

১৬

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা

১৭

ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের টাকা নিয়ে উধাও সমাজসেবা কর্মকর্তা

১৮

সিলেটে সাদাপাথর লুট / গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে স্থানীয় প্রশাসনের দ্বিমত

১৯

আমাদের আদর্শগত শত্রু বিজেপি, বললেন থালাপতি বিজয়

২০
X