কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০৯:২১ এএম
অনলাইন সংস্করণ

অস্ত্র হাতে যে দিকনির্দেশনা দিলেন কিম জং উন

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ছবি : সংগৃহীত
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ছবি : সংগৃহীত

কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ইঞ্জিন উৎপাদনের জন্য দেশের বিভিন্ন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান সশরীরে পরিদর্শন করে মাঠপর্যায়ে দিকনির্দেশনা দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এসব প্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি।

আজ রোববার (৬ আগস্ট) উত্তরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর বরাতে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

সুপার লার্জ-ক্যালিবার মাল্টিপল রকেট লঞ্চার এবং ট্রান্সপোর্টার-ইরেক্টর-লঞ্চারের জন্য শেল তৈরির কারখানাও পরিদর্শন করেছেন কিম। এসব লঞ্চার সাধারণত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়তে ব্যবহৃত হয়।

কেসিএনএ বলছে, দেশের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের গুরুত্বপূর্ণ পদক্ষেপের অংশ হিসেবে উৎপাদন ক্ষমতা বাড়াতে নির্দেশনা দিয়েছেন কিম।

কিম বলেন, ‘বিভিন্ন ধরনের অত্যাধুনিক কৌশলগত অস্ত্রের ইঞ্জিন ব্যাপক হারে উৎপাদন করতে হবে। এসব তৈরি করে নতুন কৌশলগত অস্ত্র বিকাশে বিপ্লব আনার ক্ষেত্রে মহৎ অবদান রাখতে হবে।’

আরও পড়ুন : নৈশ কুচকাওয়াজে সামরিক শক্তি দেখাল উত্তর কোরিয়া

এর আগে গত ২৭ জুলাই বিজয় দিবসের কুচকাওয়াজে নিজেদের তাক লাগানো সামরিক শক্তি প্রদর্শন করে উত্তর কোরিয়া। ওই কুচকাওয়াজ অনুষ্ঠানে উত্তরের প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উপস্থিত ছিলেন রাশিয়া ও চীনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সদস্যরা।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ নৈশ কুচকাওয়াজ অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি প্রকাশ করে। সেসব ছবিতে উত্তরের অত্যাধুনিক পারমাণবিক ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র ও নতুন গোয়েন্দা ড্রোন দেখা যায় বলে জানায় রয়টার্স।

কোরিয়া যুদ্ধ সমাপ্তির ৭০তম বার্ষিকী উদ্‌যাপনে অংশ নিতে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর নেতৃত্বে একটি রুশ প্রতিনিধিদল এবং উচ্চপর্যায়ের একটি চীনা প্রতিনিধিদল উত্তর কোরিয়া সফর করে।

উত্তরের সেনাবাহিনীর এই সামরিক কুচকাওয়াজ প্রেসিডেন্ট কিম, রুশ প্রতিরক্ষামন্ত্রী শোইগু এবং চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য লি হংঝং প্রত্যক্ষ করেন।

কুচকাওয়াজে উত্তর কোরিয়ার অত্যাধুনিক হোয়াসোং-১৭ ও হোয়াসোং-১৮ মডেলের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। ধারণা করা হচ্ছে এসব ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের যে কোনো জায়গায় আঘাত হানতে পারে। এ ছাড়া কুচকাওয়াজে নতুন গোয়েন্দা ড্রোনও প্রদর্শন করে উত্তর কোরিয়া।

ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে বলে অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। তবে এসব অভিযোগ রাশিয়া ও উত্তর কোরিয়া দুই দেশই অস্বীকার করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

জুতা পরে জানাজার নামাজ পড়া কি জায়েজ?

প্রতিদিনের সাধারণ যে অভ্যাসেই কমে যাচ্ছে আপনার মোবাইলের আয়ু

যে গ্রামে বসবাস করলেই মিলবে ২৭ লাখ টাকা!

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের শহীদ পরিবারকে সহযোগিতা করবে সরকার’

অসুস্থ বিএনপি নেতা ডা. রফিকের খোঁজ নিতে বাসায় জোনায়েদ সাকি

আফগানদের কাছে নাস্তানাবুদ হয়ে বাংলাদেশের সিরিজ হার

যুক্তরাষ্ট্রে ফুটবল ম্যাচ শেষে এলোপাতাড়ি গুলি, নিহত ৪

চট্টগ্রামে কনসার্টে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

১০

চিহ্নিত ব্যক্তির দায় প্রতিষ্ঠানের ওপর দেওয়া উচিত নয় : বিএনপি

১১

জবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইমন-সোহান

১২

এনসিপির ‘পলিসি ও রিসার্চ উইং’ গঠন, দায়িত্ব পেলেন যারা

১৩

নড়াইলে সাংবাদিকদের মিলনমেলা

১৪

‘তিন মাসের মধ্যে ৬ লেনের কাজ দৃশ্যমান হবে’

১৫

শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত

১৬

ওমরজাইয়ের বোলিং তোপে বিপদে বাংলাদেশ

১৭

প্রবীণদের পাশে আমাদের দাঁড়াতে হবে : টুকু

১৮

শুধু বক্তব্যে নয়, বাস্তব কর্মযজ্ঞের মাধ্যমে বিএনপি মানুষের পাশে রয়েছে : আনোয়ারুজ্জামান

১৯

গুম-খুনে জড়িতদের সঙ্গে আপস নেই : আখতার হোসেন

২০
X