মালদ্বীপে এক ব্যতিক্রমী নজির স্থাপন করেছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস উপলক্ষে তিনি একটানা প্রায় ১৫ ঘণ্টা ধরে সংবাদ সম্মেলন করে নতুন এক বিশ্ব রেকর্ড গড়েছেন।
ফ্রান্সের সংবাদমাধ্যম ফ্রান্স ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৩ মে) স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হওয়া এ সংবাদ সম্মেলন চলে মধ্যরাত পেরিয়ে।
প্রতিবেদনে বলা হয়, টানা ১৪ ঘণ্টা ৫৪ মিনিট ধরে চলা এই আয়োজনকে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময়ব্যাপী রাষ্ট্রপ্রধানের সংবাদ সম্মেলন বলে দাবি করেছে প্রেসিডেন্টের দপ্তর।
সংক্ষিপ্ত বিরতি ছিল শুধু নামাজের জন্য। পুরো সময়জুড়ে মুইজ্জু সাংবাদিকদের সরাসরি প্রশ্নের উত্তর দিয়েছেন এবং সাধারণ মানুষের পাঠানো প্রশ্নগুলোকেও গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন।
এর আগে ২০১৯ সালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ১৪ ঘণ্টার সংবাদ সম্মেলন করে পূর্বের রেকর্ড ভেঙেছিলেন, যা ছিল বেলারুশের শাসক আলেকজান্ডার লুকাশেঙ্কোর। এবার সেই রেকর্ড ছাড়িয়ে গেছেন প্রেসিডেন্ট মুইজ্জু।
মালদ্বীপ সরকারের ভাষ্যমতে, প্রেসিডেন্ট মুইজ্জু এই দীর্ঘ সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের প্রতি সম্মান জানাতে চেয়েছেন এবং গণমাধ্যমের সত্যনিষ্ঠ, ভারসাম্যপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন।
সংবাদ সম্মেলনে প্রায় দুই ডজন সাংবাদিক উপস্থিত ছিলেন, যাদের জন্য খাবারের ব্যবস্থা ছিল। অনুষ্ঠানে প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, মালদ্বীপ ২০২৫ সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে দুটি ধাপ এগিয়ে বর্তমানে ১০৪তম অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ২০০৯ সালে বিশ্বের প্রথম পানির নিচে মন্ত্রিসভা বৈঠক করে জলবায়ু সচেতনতার বিষয়ে নজির স্থাপন করেছিলেন। এবার মুইজ্জুর এই দীর্ঘ সংবাদ সম্মেলনও তেমনই একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য করুন