সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৮:৫৩ পিএম
আপডেট : ০১ জুন ২০২৫, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

‘নরেন্দ্র মোদির সরকার জাতিকে বিভ্রান্ত করেছে’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একদিকে অপারেশন সিঁদুরকে দেশের সবচেয়ে বড় সন্ত্রাসবিরোধী সাফল্য বলছেন, অন্যদিকে বিরোধীদলগুলোর গুরুত্বপূর্ণ প্রশ্ন উপেক্ষা করছেন। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একদিকে অপারেশন সিঁদুরকে দেশের সবচেয়ে বড় সন্ত্রাসবিরোধী সাফল্য বলছেন, অন্যদিকে বিরোধীদলগুলোর গুরুত্বপূর্ণ প্রশ্ন উপেক্ষা করছেন। ছবি : সংগৃহীত

যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করে ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহানের বক্তব্য প্রকাশের পর অপারেশন সিঁদুর নিয়ে দেশটির রাজনীতিতে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেছেন, নরেন্দ্র মোদির সরকার জাতিকে বিভ্রান্ত করেছে। পাশাপাশি তিনি যুদ্ধসংক্রান্ত বাস্তবতা জানতে সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন।

ব্লুমবার্গ টিভি ও রয়টার্সে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল চৌহান বলেন, পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের প্রথম দিনেই ভারত যুদ্ধবিমান হারিয়েছিল, যা একটি কৌশলগত ভুলের ফল। তবে তিনি দাবি করেন, এই ভুল থেকে শিক্ষা নিয়ে ভারত দ্রুত কৌশলগত পরিবর্তন এনেছে।

এই বক্তব্যের প্রতিক্রিয়ায় মল্লিকার্জুন খাড়গে এক্স-পোস্টে লেখেন, মোদি সরকার জাতিকে বিভ্রান্ত করেছে। যুদ্ধের কুয়াশা কেটে যাচ্ছে। আমরা কার্গিল পর্যালোচনা কমিটির মতো একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানাই।

তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি মধ্যস্থতা করে থাকেন, তবে তা সিমলা চুক্তির লঙ্ঘন। কিন্তু মোদি এই বিষয়ে নীরব থেকেছেন এবং নির্বাচনী প্রচারণা চালিয়ে গেছেন।

কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, প্রধানমন্ত্রী বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করেননি। অথচ প্রতিরক্ষা প্রধানের বিদেশি টিভি সাক্ষাৎকার থেকেই জাতি অপারেশন সিঁদুর সম্পর্কে জানতে পারছে। তিনি প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী কি আগে সংসদকে আস্থায় নিতে পারতেন না?

তেলেঙ্গানার মন্ত্রী উত্তর কুমার রেড্ডি বলেন, যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি মোদি সরকার লুকিয়েছে। এখন প্রতিরক্ষা প্রধান নিজেই তা স্বীকার করেছেন। তাই বিষয়টি জনগণের সামনে প্রকাশ করতে হবে।

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার উপনেতা সাগরিকা ঘোষ বলেন, আন্তর্জাতিক মিডিয়া কেন এই তথ্য আগে জানাবে? ভারতের জনগণ ও সংসদ আগে জানবে না কেন? তিনি সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানান।

তিনি আরও বলেন, অপারেশন সিঁদুর নিয়ে এখন জনগণের মনে বহু প্রশ্ন। একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এসব প্রশ্নের জবাব দেওয়া সরকারের দায়িত্ব।

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের বিভিন্ন স্থানে ‘অপারেশন সিঁদুর’কে সর্ববৃহৎ সন্ত্রাসবিরোধী সাফল্য হিসেবে উল্লেখ করছেন। তিনি জানান, পহেলগামে ২৬ জন নাগরিক নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে ভারত পাকিস্তান ও পিওকে’র ৯টি জঙ্গি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মোদি বলেন, সিঁদুর এখন সাহসিকতার প্রতীক। তিনি নারীর ক্ষমতায়ন ও নারী সংরক্ষণ আইন নিয়েও বক্তব্য রাখেন।

ভারতীয় রাজনীতিতে এখন ‘অপারেশন সিঁদুর’ একদিকে জাতীয় গর্ব, অন্যদিকে সরকারি গোপনতার প্রশ্ন—এই দুই স্রোতের সংঘর্ষে পরিণত হয়েছে। মোদি সরকারের অবস্থান ও কংগ্রেসের প্রশ্নের মধ্যে উত্তাপ বাড়ছে, যা আগামী সংসদ অধিবেশনে বড় রাজনৈতিক বিতর্কে রূপ নিতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনিরামপুরে সড়ক দুর্ঘটনার জামায়াত নেতা নিহত

মায়ের খোঁজ নিতে এভারকেয়ারে তারেক রহমান

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা 

ডিসেম্বরের ২৭ দিনে রেমিট্যান্স এলো ৩৩ হাজার কোটি টাকা

‘নির্বাচন বানচালের চক্রান্তে লিপ্তরাই দেশকে ১৭ বছরের জঞ্জালে ঠেলে দিতে চায়’ 

জাতীয় পার্টির (জাফর) নতুন মহাসচিব নওয়াব আলী আব্বাস 

জনগণের সরকার প্রতিষ্ঠাই মূল লক্ষ্য : আমিনুল 

উত্তরাঞ্চলে আলুর রেকর্ড, উৎপাদন এখন কৃষকদের গলার কাঁটা

পদত্যাগকারীদের বিষয়ে নাহিদের বক্তব্য

দুই লঞ্চের সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় মামলা

১০

বঞ্চিত হয়েও বিএনপির নামেই মনোনয়ন কিনলেন ৫ নেতা

১১

সাবেক এমপির বিএনপি থেকে পদত্যাগ

১২

ভোটকেন্দ্র মেরামত ও সিসি ক্যামেরা স্থাপনে ইসির নির্দেশ

১৩

৩০০ ফিটে ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষরোপণ করল অ্যাব 

১৪

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

১৫

ইনকিলাব মঞ্চের সড়ক অবরোধ, কক্সবাজার মহাসড়কে অচলাবস্থা

১৬

সাতক্ষীরার চারটি আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র জমা

১৭

বন্দরের অতিরিক্ত ভারী যানবাহনে বছরে ৫০০ কোটি টাকার ক্ষতি চসিকের

১৮

প্রকাশ্য দিবালোকে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

১৯

আ. লীগ নেতা গ্রেপ্তার

২০
X