কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন হামলার পর মোদির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যেই ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলার ২৪ ঘণ্টার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

রোববার (২২ জুন) অনুষ্ঠিত ৪৫ মিনিটের এই ফোনালাপে দুই নেতা ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কথা বলেন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এই ফোনালাপের উদ্যোগ নিয়েছিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিজেই- যুক্তরাষ্ট্রের হামলার পরপরই।

ফোনালাপে মোদি চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সংলাপ ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানান। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের যে কোনো উত্তেজনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে।

ফোনালাপে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভারতকে ‘ঘনিষ্ঠ মিত্র ও অংশীদার’ হিসেবে উল্লেখ করে বলেন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি মোদির কূটনৈতিক অবস্থান এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বানকে স্বাগত জানান।

পেজেশকিয়ান জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হয় এবং যুক্তরাষ্ট্রের হামলা ছিল আন্তর্জাতিক আইন লঙ্ঘন।

ফোনালাপের পর প্রধানমন্ত্রী মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লেখেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমি সাম্প্রতিক উত্তেজনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছি এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছি।

বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত অব্যাহত থাকলে ভারতসহ এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর এর গভীর বাণিজ্যিক ও কৌশলগত প্রভাব পড়তে পারে।

২০২৫ অর্থবছরে ভারতের ইরান থেকে আমদানি ছিল ৪৪১.৮ মিলিয়ন ডলার, আর রপ্তানি ছিল ১.২৪ বিলিয়ন ডলার। এই বাণিজ্যের বেশিরভাগ জুড়ে ছিল বাসমতী চাল, সয়া মিল, কলা, চা এবং ছোলা। অন্যদিকে, ইসরায়েলের সঙ্গে ভারতের রপ্তানি ছিল ২.১ বিলিয়ন ডলার এবং আমদানি ১.৬ বিলিয়ন ডলার (২০২৪-২৫)।

এমন পরিস্থিতিতে ভারত উভয় দেশের সঙ্গেই ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।

প্রসঙ্গত, ৭ অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া ইসরায়েল-গাজা সংঘাতের পর ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিতসাগরে বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করে। এর ফলে বাব-এল-মান্দেব প্রণালি, যা ভারত মহাসাগরকে ভূমধ্যসাগরের সঙ্গে যুক্ত করে, তা অস্থির হয়ে ওঠে। ভারতের ইউরোপ ও আমেরিকার সঙ্গে প্রায় ৮০% বাণিজ্য এই রুটেই হয়।

বিশ্ব বাণিজ্য সংস্থা জানিয়েছে, যুদ্ধ ও শুল্কসংকটের কারণে ২০২৫ সালে বৈশ্বিক বাণিজ্য প্রবৃদ্ধি ২.৭% থেকে কমে ০.২%-এ নামতে পারে। ফলে ভারতের মতো দেশগুলোর পক্ষে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা ও কৌশলগত অবস্থান বজায় রাখা আরও কঠিন হয়ে উঠবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার মৃত্যুতে ন্যাশনাল পিপলস যুব পার্টির শোক  

খালেদা জিয়ার ইন্তেকালে ৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের শোক

বেগম খালেদা জিয়া : বিদায় হে আপসহীন দেশনেত্রী

খালেদা জিয়ার মৃত্যুতে ডিক্যাবের শোক

কর্মসূচি স্থগিত করে নতুন ঘোষণা ইনকিলাব মঞ্চের

মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজা অনুষ্ঠানের প্রস্তুতি 

খালেদা জিয়ার রুহের মাগফিরাতে নিউমার্কেট বিএনপির দোয়া

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

গণতন্ত্র হারাল এক অভিভাবক, জাতির জন্য অপূরণীয় ক্ষতি : এবিএম ওবায়দুল

প্রকৌশল খাতে খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য : আইইবি

১০

রুমিন ফারহানাসহ যে ৯ জনকে বহিষ্কার করল বিএনপি

১১

খালেদা জিয়ার জানাজা উপলক্ষে যেসব সড়ক বন্ধ থাকবে 

১২

বেগম খালেদা জিয়ার জানাজায় নারীদের অংশগ্রহণ নিয়ে যা জানা গেল

১৩

বহিষ্কারের পর নির্বাচন করার ঘোষণা ১ বিএনপি নেতার

১৪

ইজতেমার ময়দানে সমাবেশ নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল সরকার

১৫

রাস্তায় ফেলে যাওয়া ২ শিশুর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

১৬

খালেদা জিয়ার মৃত্যু / ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণায় স্থগিত হলো যেসব পরীক্ষা

১৭

বিএনপি নেতার প্রার্থিতা গ্রহণ না করতে রিটার্নিং কর্মকর্তাকে ব্যাংকের চিঠি

১৮

খালেদা জিয়ার ‘মাতৃস্নেহ’ নিয়ে অধ্যাপক জাহিদের স্মৃতিচারণা

১৯

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাবির বিশেষ পরিবহন ব্যবস্থা

২০
X