কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন হামলার পর মোদির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যেই ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলার ২৪ ঘণ্টার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

রোববার (২২ জুন) অনুষ্ঠিত ৪৫ মিনিটের এই ফোনালাপে দুই নেতা ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কথা বলেন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এই ফোনালাপের উদ্যোগ নিয়েছিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিজেই- যুক্তরাষ্ট্রের হামলার পরপরই।

ফোনালাপে মোদি চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সংলাপ ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানান। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের যে কোনো উত্তেজনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে।

ফোনালাপে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভারতকে ‘ঘনিষ্ঠ মিত্র ও অংশীদার’ হিসেবে উল্লেখ করে বলেন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি মোদির কূটনৈতিক অবস্থান এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বানকে স্বাগত জানান।

পেজেশকিয়ান জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হয় এবং যুক্তরাষ্ট্রের হামলা ছিল আন্তর্জাতিক আইন লঙ্ঘন।

ফোনালাপের পর প্রধানমন্ত্রী মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লেখেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমি সাম্প্রতিক উত্তেজনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছি এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছি।

বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত অব্যাহত থাকলে ভারতসহ এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর এর গভীর বাণিজ্যিক ও কৌশলগত প্রভাব পড়তে পারে।

২০২৫ অর্থবছরে ভারতের ইরান থেকে আমদানি ছিল ৪৪১.৮ মিলিয়ন ডলার, আর রপ্তানি ছিল ১.২৪ বিলিয়ন ডলার। এই বাণিজ্যের বেশিরভাগ জুড়ে ছিল বাসমতী চাল, সয়া মিল, কলা, চা এবং ছোলা। অন্যদিকে, ইসরায়েলের সঙ্গে ভারতের রপ্তানি ছিল ২.১ বিলিয়ন ডলার এবং আমদানি ১.৬ বিলিয়ন ডলার (২০২৪-২৫)।

এমন পরিস্থিতিতে ভারত উভয় দেশের সঙ্গেই ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।

প্রসঙ্গত, ৭ অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া ইসরায়েল-গাজা সংঘাতের পর ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিতসাগরে বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করে। এর ফলে বাব-এল-মান্দেব প্রণালি, যা ভারত মহাসাগরকে ভূমধ্যসাগরের সঙ্গে যুক্ত করে, তা অস্থির হয়ে ওঠে। ভারতের ইউরোপ ও আমেরিকার সঙ্গে প্রায় ৮০% বাণিজ্য এই রুটেই হয়।

বিশ্ব বাণিজ্য সংস্থা জানিয়েছে, যুদ্ধ ও শুল্কসংকটের কারণে ২০২৫ সালে বৈশ্বিক বাণিজ্য প্রবৃদ্ধি ২.৭% থেকে কমে ০.২%-এ নামতে পারে। ফলে ভারতের মতো দেশগুলোর পক্ষে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা ও কৌশলগত অবস্থান বজায় রাখা আরও কঠিন হয়ে উঠবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাড়ি রাখা, অগোছালো পোশাক আর মেনে নেওয়া হবে না : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

গাজামুখী নৌবহর থেকে সরে দাঁড়াল ইতালি

অবশেষে নেপালের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়

বিশ্বকাপে ভারতের শুভসূচনা

বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পূজায় কোনো নিরাপত্তার ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

হাসপাতালের বিছানায় সাবেক মন্ত্রীর বিতর্কিত ছবি নিয়ে যা বলছে কারা কর্তৃপক্ষ

বিএনপির পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নর্থ আমেরিকা পররাষ্ট্র কমিটির বৈঠক

১০

বিএনপি ক্ষমতায় এলে সকলে মিলে দেশ গড়বো : ড. ফরিদুজ্জামান ফরহাদ

১১

বকেয়া বিল আদায়ের ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে অপপ্রচার

১২

ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করতে হবে : সেলিমুজ্জামান 

১৩

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘প্রবাহ’

১৪

চবির ফারসি বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম অভিযোগ গেল দুদকে

১৫

একজন চিকিৎসক দিয়েই চলছে হাসপাতাল

১৬

চারদিন পর খাগড়াছড়িতে অবরোধ স্থগিত

১৭

চলতি অর্থবছর কেমন হবে, জানাল এডিবি

১৮

বিএনপি ক্ষমতায় এলে সবাই মিলে দেশ গড়ব : ড. ফরিদুজ্জামান

১৯

সিপিআর বাঁচাতে পারে হার্ট অ্যাটাকের লাখো প্রাণ

২০
X