উত্তর ইরাকজুড়ে ভয়াবহ ধুলিঝড়ের আঘাতে দমবন্ধ হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। সোমবার দিবাগত এই ধুলিঝড়ে শত শত মানুষ শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
দিয়ালা প্রদেশে ৩০০-র বেশি মানুষকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ফারিস আল-আজাওয়ি। তবে আশার কথা, এখনো পর্যন্ত কোনো গুরুতর অবস্থা শনাক্ত হয়নি।
অন্যদিকে, ধুলিঝড়ের কারণে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় নিরাপত্তা বাহিনী।
ইরাকে সাধারণত বসন্তের শেষ থেকে গ্রীষ্মকাল পর্যন্ত মৌসুমি ধুলিঝড় দেখা দেয়। তবে আবহাওয়াবিদদের ধারণা, মে মাসের দ্বিতীয়ার্ধে ঝড়ের তীব্রতা কিছুটা হ্রাস পেতে পারে। সূত্র: শাফাক নিউজ
মন্তব্য করুন