হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ওই সম্মেলন ও কাউন্সিল পরিচালনার জন্য অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীনকে প্রধান নির্বাচন কমিশনার করে ১৭ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়—অ্যাডভোকেট আফতাব উদ্দিন ও অ্যাডভোকেট মুদ্দত আহমেদ সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন।
নির্বাচন কমিশনে আরও আছেন—অ্যাডভোকেট মিজানুর রহমাান চৌধুরী (কমিশনার), অ্যাডভোকেট মতিউর রহমান সানু (কমিশনার), অ্যাডভোকেট মো. শাহীন মিয়া খন্দকার (কমিশনার), অ্যাডভোকেট মো. আবুল ফজল (কমিশনার), অ্যাডভোকেট মো. ফয়সল আহমেদ চৌধুরী (কমিশনার), অ্যাডভোকেট মো. আছকির উজ্জামান (কমিশনার), অ্যাডভোকেট মো. ফজলুল হক (কমিশনার), অ্যাডভোকেট কুতুব উদ্দিন আহমেদ জুয়েল (কমিশনার) অ্যাডভোকেট গুলজার আহমেদ খান (কমিশনার), অ্যাডভোকেট এজে জালাল আহমেদ (কমিশনার), অ্যাডভোকেট আফজাল হোসেন (কমিশনার), অ্যাডভোকেট সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ (কমিশনার), অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম (কমিশনার) ও অ্যাডভোকেট মঈনুল হোসেন দুলাল (কমিশনার)।
মন্তব্য করুন