কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারে আরব দেশগুলো

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান। ছবি : সংগৃহীত

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি শুধু দুটি দেশের জন্য নয়, বরং বৃহত্তর আরব অঞ্চলের নিরাপত্তা কাঠামোয়ও সম্ভাবনার নতুন দ্বার খুলেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এ বিষয়ে মন্তব্য করে জানান, এই চুক্তিতে অন্যান্য আরব দেশ যোগ দিতে পারবে এবং এ বিষয়ে কোনো বাধা নেই। খবর ডন-এর।

এই চুক্তির মূল বৈশিষ্ট্য হলো, যদি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ ঘটে, তবে তা উভয় দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে। অর্থাৎ, এক দেশের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে অন্য দেশের প্রতিক্রিয়াও স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রিয়াদের আল ইয়ামামাহ প্রাসাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্বাক্ষর করেন কৌশলগত এই পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে।

জিও নিউজের এক অনুষ্ঠানে আসিফকে প্রশ্ন করা হয়, চুক্তিতে আরও আরব দেশ যোগ দিতে পারবে কি না। এ বিষয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি এর সুনির্দিষ্ট উত্তর দিতে পারব না, তবে নিশ্চিতভাবে বলতে পারি দরজা বন্ধ নয়। চুক্তিতে এমন কোনো ধারা নেই যা অন্যকোনো দেশের অংশগ্রহণকে বন্ধ করে দেয়, অথবা পাকিস্তানকে অন্য কারও সঙ্গে একই ধরনের চুক্তি করতে বাধা দেয়।’

আসিফ আরও বলেন, তিনি সবসময় ন্যাটোর মতো একটি প্রতিরক্ষামূলক জোটের আহ্বান জানিয়েছেন। তিনি ৪০-৫০ বছরের মধ্যপ্রাচ্যের সামরিক ও রাজনৈতিক ইতিহাসের দিকে ইঙ্গিত করে বলেন, ‘এ অঞ্চলের দেশ এবং জনগণ, বিশেষ করে মুসলিম জনগোষ্ঠী, তাদের অঞ্চল, দেশ এবং জাতিকে একসাথে রক্ষা করার মৌলিক অধিকার রাখে। এই চুক্তি সেই অধিকারকে সুরক্ষা দিচ্ছে।’

চুক্তির অধীনে পাকিস্তানের পারমাণবিক সম্পদ অন্য কেউ ব্যবহার করতে পারবে কিনা জানতে চাইলে আসিফ জানান, ‘আমাদের যা আছে এবং যা সক্ষমতা আমাদের কাছে রয়েছে, তা এই চুক্তির আওতায় প্রাপ্য হবে। তবে পাকিস্তান একটি পারমাণবিক রাষ্ট্র হওয়ার পর থেকে কেউ কখনও আমাদের দায়িত্বশীল পারমাণবিক অবস্থানকে চ্যালেঞ্জ করতে পারেনি।’

তিনি আরও স্পষ্ট করে বলেন, এই চুক্তি কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নয়। এটি মূলত ন্যাটোর মতো একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা, যা সদস্য দেশগুলোর সুরক্ষা নিশ্চিত করতে কাজ করবে।

বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি শুধু পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ককে শক্তিশালী করছে না, বরং এটি উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে নিরাপত্তা কাঠামোয় নতুন মাত্রা যোগ করতে পারে। চুক্তির দরজা খোলা থাকায় অন্যান্য আরব দেশও ভবিষ্যতে এতে যোগদান করতে পারে, যা পুরো অঞ্চলের সামরিক সমন্বয় ও প্রতিরক্ষা সক্ষমতাকে বাড়িয়ে তুলবে।

অন্যদিকে, পারমাণবিক সক্ষমতার বিষয়টি চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক। পাকিস্তান দীর্ঘদিন ধরে পারমাণবিক শক্তিধর মুসলিম রাষ্ট্র হিসেবে পরিচিত। এই চুক্তির আওতায় পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি সৌদি আরবের জন্য প্রয়োজনে ‘সহজলভ্য’ হতে পারে—এটি প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের প্রথম সুনির্দিষ্ট স্বীকৃতি। বিশ্লেষকরা বলছেন, এটি মধ্যপ্রাচ্যে শক্তি ভারসাম্যের দিকেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিন্দু নেতাদের আহ্বান / নিজ নিজ উপাসনালয় ও ধর্মীয় অনুষ্ঠানে সম্প্রীতির কথা বলুন

সংস্কৃতির সংকট নিয়ে ট্র্যাবের বিশেষ আয়োজন

‘দুর্গাপূজা আমাদের সংস্কৃতি, সম্প্রীতি ও মিলনমেলার এক অনন্য উদাহরণ’

সিলেটের মাটিতে কোনো ধরনের অপরাধ হতে দেওয়া যাবে না : ডিসি সারওয়ার

ভারত-পাকিস্তান যুদ্ধ লাগলে পাল্টা হামলায় অংশ নেবে সৌদি আরব

শানাকার ঝড়ে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য

অভিযানের পর অ্যাম্বুলেন্স চালকদের ধর্মঘট, রোগীদের দুর্ভোগ

বজ্রপাতের বিশেষ সতর্কতা, সবচেয়ে বেশি ঝুঁকিতে যেসব জেলা

বিএনপির ৩১ দফা নিয়ে যুবদল নেতা মাহবুবের ভিন্নধর্মী প্রচারণা

দুর্গাপূজায় ড. অরূপরতন চৌধুরীর ‘দেবী দুর্গাবন্দনা’

১০

বাংলাদেশিদের জন্য সহজেই খুলছে না দুবাইয়ের ভিসা

১১

পাকিস্তানের সামনে আবারও সেই পাইক্রফট

১২

খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি

১৩

কেশবপুরে কোনো চাঁদাবাজি, দখলদারি চলবে না : শ্রাবণ

১৪

জেন-জি বিক্ষোভে গুলি ছুড়ল কারা, ষড়যন্ত্রের অভিযোগ কে পি শর্মা অলির

১৫

ভারত ম্যাচের আগে আবারও সংবাদ সম্মেলন বয়কট পাকিস্তানের

১৬

সহজেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনবে যে ৫ খাবার

১৭

লঙ্কানদের ঝড়ো শুরুর পর বাংলাদেশের তিন আঘাত

১৮

সুন্দরবনে ভ্রমণে এসে বিদেশি নারী পর্যটকের মৃত্যু

১৯

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে কাজের সুযোগ, আবেদন যেভাবে

২০
X