সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি, সম্প্রীতি ও মিলনমেলার এক অনন্য উদাহরণ। বাঙালি জাতি সবসময় মিলেমিশে বসবাস করেছে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকেছে।
তিন বলেন, উরাং সম্প্রদায়ের জন্য ১ টাকায় পূজার বাজার প্রদান এবং ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এ আয়োজন শুধু সামাজিক দায়িত্ব পালনের অংশ নয়, বরং এটি প্রমাণ করে, আমরা সবাই একে অপরের সুখ-দুঃখে পাশে আছি।
শনিবার (২০ সেপ্টেম্বর) বালুচর চন্দন টিলা দেবী মন্দিরে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উরাং সম্প্রদায়ের জন্য ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, শিক্ষা হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ। তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, নিজেরা ভালো মানুষ হবে এবং সমাজ ও দেশের কল্যাণে কাজ করবে। পুলিশ প্রশাসন সবসময়ই আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, পূজামণ্ডপে আগত ভক্তরা যেন নিরাপদে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন, সেটি নিশ্চিত করতে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে।
শাশ্বত ৯২ বন্ধু ফোরামের সভাপতি ধনঞ্জয় কুমার দাসের সভাপতিত্বে ও সদস্য মলয় দত্ত মিটুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, শাশ্বত ৯২ বন্ধু ফোরামের সাধারণ সম্পাদক শংকর চক্রবর্তী শংকু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বংকিম আচার্য্য, মিশুক দেবনাথ, উত্তম কুমার দে, সনজিব দত্ত টিটু, অশোক দাশ, উত্তম পাল সনি, মনোজ দাস, শেখর দেবনাথ, সত্যজিত রায়, সুশান্ত চন্দ, রাধানাথ সিংহ, ধীমান কান্ত দে, সুমন চৌধুরী, অঞ্জন কুমার দে, চন্দ্রসেন তালুকদার, অসীম পাল চৌধুরী, অশোক দাস অপু, ইন্দ্রানী সেন সম্পা। এ ছাড়াও পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিজা চৌধুরী, রুনা তালুকদার, সবিতা পাল, রীতা আচার্য্য, কাবেরী দেবী।
মন্তব্য করুন