কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২২ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানজুড়ে যে কারণে ইন্টারনেট সেবা বন্ধ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কয়েক সপ্তাহ আগে আফগানিস্তানে ফাইবার অপটিক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এবার দেশব্যাপী টেলিযোগাযোগ বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। তবে তালেবান প্রশাসন তাৎক্ষণিকভাবে এর কোনো ব্যাখ্যা দেয়নি।

ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লক্স জানিয়েছে, দেশটি বর্তমানে ‘সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট’-এর মধ্যে পড়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুলের অফিসগুলোর সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আফগানিস্তানজুড়ে মোবাইল ইন্টারনেট ও স্যাটেলাইট টিভিও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

রয়টার্স জানিয়েছে, অতীতে তালেবানরা অনলাইন পর্নোগ্রাফি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং সামাজিক মাধ্যমে ‘অনৈতিক কর্মকাণ্ড’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে কর্তৃপক্ষ কিছু প্রদেশের ফাইবার অপটিক সংযোগ বিচ্ছিন্ন করেছে।

আন্তর্জাতিক ইন্টারনেট অ্যাকসেস পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, আফগানিস্তানে ইন্টারনেট সংযোগ মাত্র ১ শতাংশের কাছাকাছি ছিল।

সংস্থাটি রয়টার্সকে জানিয়েছে, সোমবার থেকে পর্যায়ক্রমে সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যার চূড়ান্ত পর্যায়ে টেলিফোন পরিষেবাগুলোতেও প্রভাব পড়ে।

আফগানিস্তানের বেসরকারি চ্যানেল টোলো নিউজ তাদের পরিষেবা ব্যাহত হওয়ার বিষয়ে দর্শকদের সতর্ক করে বলেছে যে কর্তৃপক্ষ মোবাইল ফোনের থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট পরিষেবা বন্ধ করার ক্ষেত্রে এক সপ্তাহের সময়সীমা নির্ধারণ করেছে। শুধু পুরনো টু-জি স্ট্যান্ডার্ড সক্রিয় থাকবে।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের তথ্যানুসারে, অপরাধ মোকাবিলা করার জন্য কয়েক সপ্তাহ আগে আফগানিস্তানের কিছু অঞ্চলে ফাইবার অপটিক কেবল বিচ্ছিন্ন করা শুরু করে তালেবান কৃর্তৃপক্ষ। চলতি মাসের শুরুতে বালখের তালেবানের প্রাদেশিক মুখপাত্র বলেছিলেন, নেতাদের নির্দেশে ইন্টারনেট অ্যাকসেস বন্ধ করে দেওয়া হয়েছে। এই ব্যবস্থা পাপ প্রতিরোধের জন্য নেওয়া হয়েছিল এবং সংযোগের চাহিদা মেটাতে দেশজুড়ে বিকল্প ব্যবস্থা স্থাপন করা হবে।’

একই সময়ে উত্তরের বাদাখশান ও তাখর প্রদেশের পাশাপাশি দক্ষিণে কান্দাহার, হেলমান্দ, নাঙ্গারহার এবং উরুজগানেও একই রকম বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।

আগামী কয়েক ঘণ্টা বা দিনের মধ্যে ইন্টারনেটের গতি ফোর-জি থেকে টু-জি’তে নামিয়ে আনা হবে বলে ধারণা করা হচ্ছে, যা দেশটির অর্থনীতি এবং এর সরকারি প্রশাসকদের জন্য সম্ভাব্য গুরুতর সমস্যা তৈরি করতে পারে।

ব্যবসায়ীরা বলছেন, দেশজুড়ে একধরনের নীরবতা নেমে এসেছে। এই অবস্থা চলতে থাকলে অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের আঘাত আসবে।

উল্লেখ্য, ২০২১ সালে ক্ষমতা দখলে নেওয়ার পর তালেবানরা বিদ্যুৎগতিতে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় এবং তখন থেকেই দেশটিতে ধারাবাহিকভাবে সামাজিক ও রাজনৈতিক বিধিনিষেধ জারি করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিসহ দুই দল নিবন্ধনের শর্ত পূরণ করেছে : ইসি 

প্রতীক নিশ্চিত করতে এনসিপিকে চিঠি দেবে ইসি

মুক্তি পেলো ‘মহানায়কের গান’ সিজন ২-এর দ্বিতীয় গান

প্রতিদিন দুপুরে ভাতের সঙ্গে কাঁচামরিচ খেলে কী ঘটে শরীরে?

লন্ডনে মহাত্মা গান্ধীর ভাস্কর্য ভাঙচুর, ভারতের প্রতিক্রিয়া

একটি পক্ষ দেশে ধর্মীয় বিভেদ সৃষ্টির চেষ্টা করছে : আজাদ 

আতঙ্কের নগরী খুলনা, ২৪ ঘণ্টায় উদ্ধার ৪ মরদেহ

মন্দিরে ডিউটিরত অবস্থায় গুলি চুরি, ওসি প্রত্যাহারসহ ৭ জন বরখাস্ত

স্কুটিতে পিকআপভ্যানের ধাক্কা, প্রাণ গেল মা-মেয়ের

অন্য কারও পয়সায় আমি ঘুরতে যাই না : প্রভা

১০

বয়স শিথিল করে নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সুযোগ

১১

ট্রাম্পের গাজা পরিকল্পনায় পাঁচ প্রশ্নের উত্তর নেই

১২

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কত পেলে পাস, জানাল এনটিআরসিএ

১৩

হত্যা মামলার ২০ বছর পর ৩ আসামির যাবজ্জীবন

১৪

আফগানিস্তানজুড়ে যে কারণে ইন্টারনেট সেবা বন্ধ

১৫

ট্রেন ছাড়তে দেরি, ক্ষুব্ধ যাত্রীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ

১৬

খাগড়াছড়িতে সহিংসতার তদন্তে ৫ সদস্যের কমিটি

১৭

রাজধানীতে আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

১৮

পাহাড়ের অবস্থা এখন শান্ত : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর সময় জানা গেল

২০
X