

আফগান নাগরিকদের সব অভিবাসন আবেদন প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের কাছে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলির ঘটনায় আফগান নাগরিককে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করার পর এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) জানিয়েছে, নিরাপত্তা ও যাচাইপ্রক্রিয়া পুনর্মূল্যায়নের জন্য সাময়িকভাবে আবেদন গ্রহণ বন্ধ রাখা হয়েছে।
বিবিসি জানিয়েছে, বুধবার গুলির ঘটনায় গুরুতর আহত হন দুই ন্যাশনাল গার্ড সদস্য। এ ঘটনায় রাহমানউল্লাহ লাকানওয়াল নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন বলে ধারণা করা হচ্ছে। তাকে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ‘আফগানিস্তান থেকে আগত অপরাধী বিদেশি’ বলে জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি ২০২১ সালের সেপ্টেম্বরে আফগানিস্তান থেকে ‘অপারেশন এলাইজ ওয়েলকাম’ কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। একাধিক সূত্র বলছে, ২০২৪ সালে তিনি আশ্রয়ের আবেদন করেন, যা এই বছর অনুমোদিত হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, আমরা এখন আফগানিস্তান থেকে বাইডেনের আমলে যুক্তরাষ্ট্রে আসা প্রতিটি বিদেশিকে পুনর্মূল্যায়ন করব। তিনি জানান, যে কোনও দেশের এমন মানুষ যারা এখানে থাকার যোগ্য নয়, তাদের অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, প্রেসিডেন্ট তাকে আরও ৫০০ ন্যাশনাল গার্ড সদস্য ওয়াশিংটনে পাঠাতে নির্দেশ দিয়েছেন। শহরে বর্তমানে প্রায় ২,২০০ গার্ড সদস্য মোতায়েন রয়েছে।
উল্লেখ্য বুধবার ওয়াশিংটনের ব্যস্ত এলাকা ফারাগাট স্কয়ার মেট্রো স্টেশনের কাছে গোলাগুলি হয়। পুলিশ জানায়, সন্দেহভাজন হঠাৎ এসে গুলি চালাতে শুরু করে। নিকটবর্তী গার্ড সদস্যরা দ্রুত তাকে নিয়ন্ত্রণে আনেন। এ সময় সন্দেহভাজনও গুলিবিদ্ধ হন। সিবিএস নিউজ জানিয়েছে, তাকে চারবার গুলি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আতঙ্কে লোকজনকে দৌড়াদৌড়ি করতে থাকে। এ সময়ে কেউ কেউ আশপাশের দোকানে আশ্রয় নেন। তবে গুরুতর আহত দুই গার্ড সদস্যের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
মন্তব্য করুন