এবার ফিলিস্তিন যুদ্ধ থামাতে নতুন পদক্ষেপ নিলেন আরব নেতারা। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, গাজা যুদ্ধের অবসান ঘটানোর বিষয়ে আলোচনা করতে সফরের প্রথম ধাপে আরব ও মুসলিম দেশগুলোর মন্ত্রীরা সোমবার চীন সফর করবেন।
প্রিন্স ফয়সাল বাহরাইনে আইআইএসএস মানামা সিকিউরিটি সামিটে বলেছেন, চলতি মাসের শুরুতে রিয়াদে অনুষ্ঠিত আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নই ইসলামিক দেশগুলোর মন্ত্রী পর্যায়ের কমিটির প্রথম পদক্ষেপ হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শনিবার বিষয়টি জানায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।
আরব নিউজ জানায়, প্রিন্স ফয়সাল আরও উল্লেখ করেন, মন্ত্রীরা অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিতে চীনের পরে আরও কয়েকটি দেশের রাজধানীতে যাবেন। শনিবার প্রিন্স ফয়সাল ইইউ পররাষ্ট্রবিষয়ক প্রতিনিধি জোসেফ বোরেলের সাথে গাজার অবস্থার উন্নতি নিয়ে আলোচনা করেছেন।
বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শান্তি ফিরিয়ে আনার ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে চুক্তি হওয়া সত্ত্বেও যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার দিকে এখনো যথেষ্ট মনোযোগ দেওয়া হচ্ছে না।
তিনি বলেন, ‘আমরা আশা করি, এক পর্যায়ে আমরা একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে স্থায়ী শান্তির জন্য প্রচেষ্টা পুনরায় চালু করতে পারব। এতে এ অঞ্চলে আমাদের সবার নিরাপত্তা নিশ্চিত হবে। তবে এখন যুদ্ধের অবসান ঘটানোই অগ্রাধিকার।
ইসরায়েল গাজা উপত্যকায় নিরলস বোমাবর্ষণ এবং স্থল আক্রমণ অব্যাহত রেখেছে। এ পর্যন্ত প্রায় ১২,৩০০ লোককে হত্যা করা হয়েছে এবং ১০ লাখেরও বেশি গাজাবাসী বাস্তুচ্যুত হয়েছে।
মন্তব্য করুন